Ads Area

WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর
WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর।

এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। এই পর্বে 30টি প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন কলকাতা পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।

আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।




WBP Constable GK in Bengali Set 17


১) কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়?


A) নাইট্রোজেন

B) হাইড্রোজেন সালফাইড

C) অক্সিজেন

D) কার্বন ডাই অক্সাইড


উত্তরঃ B) হাইড্রোজেন সালফাইড



২) বাসমতি চাল কোথায় উৎপাদিত হয়?


A) কাবেরী নদীর অববাহিকায়

B) নর্মদা নদীর অববাহিকায়

C) গঙ্গা নদীর অববাহিকায়

D) গোদাবরী নদীর অববাহিকায়


উত্তরঃ C) গঙ্গা নদীর অববাহিকায়



৩) কোন তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' (সম্পূর্ণ স্বাধীনতা) প্রস্তাব পাস করে?


A) 15 ডিসেম্বর 1929

B) 19 ডিসেম্বর 1929

C) 26 ডিসেম্বর 1929

D) 21 ডিসেম্বর 1929


উত্তরঃ B) 19 ডিসেম্বর 1929



৪) কত সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে অপরাধ বলে ঘোষণা করে বাতিল করেছিলেন?


A) 1826

B) 1825

C) 1829

D) 1827


উত্তরঃ C) 1829



৫) নিচের কোনটি ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের মধ্যে তথ্য প্রেরণ করার জন্য ডিজাইন করা সিস্টেম?


A) MIDI ডিভাইস

B) অপটিক্যাল মার্ক রিডার

C) বারকোড রিডার

D) ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট


উত্তরঃ A) MIDI ডিভাইস



৬) Pink eye নামক এলার্জিতে চোখের কোন অংশটি লাল হয়ে যায়?


A) রেটিনা

B) কনজাংটিভা

C) তারারন্ধ্র

D) আইরিশ


উত্তরঃ B) কনজাংটিভা



৭) কোন চোল শাসককে জনপ্রিয়ভাবে 'গঙ্গার বিজয়ী' বলা হত?


A) গন্ডারাদিত্য চোল

B) প্রথম রাজেন্দ্র চোল

C) প্রথম পরন্তক চোল

D) বিজয়ালয় চোল


উত্তরঃ B) প্রথম রাজেন্দ্র চোল



৮) নিচের কোনটি বিদ্যুতের সুপরিবাহী নয়?


A) তামা

B) গ্রাফাইট

C) রূপা

D) ব্রোমিন


উত্তরঃ D) ব্রোমিন



৯) লোহার পারমাণবিক ক্রমাঙ্ক কত?


A) 20

B) 24

C) 26

D) 22


উত্তরঃ C) 26



১০) কোনটি হিমালয় পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের অন্তর্গত?


A) এলম্

B) পাইন

C) ফার

D) উপরের সবকটি


উত্তরঃ C) ফার



১১) ভারতের সংবিধানের কত তম তফশিলে আঞ্চলিক ভাষাগুলিকে যুক্ত করা হয়েছে?


A) অষ্টম

B) সপ্তম

C) ষষ্ঠ

D) পঞ্চম


উত্তরঃ A) অষ্টম



১২) কোন রাজ্যে প্রতিবছর 13 থেকে 15 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে 'গঙ্গা সাগর মেলা' পালিত হয়?


A) পশ্চিমবঙ্গ

B) উত্তর প্রদেশ

C) উত্তরাখণ্ড

D) বিহার


উত্তরঃ A) পশ্চিমবঙ্গ



১৩। কম্পিউটারের ভাষায় URL এর পূর্ণরূপ কি?


A) Undistributed Resource Locator

B) Uniform Region Locator

C) Unified Resource Locator

D) Uniform Resource Locator


উত্তরঃ D) Uniform Resource Locator



১৪) নিচের কোন রক্তের গ্রুপকে 'সার্বজনীন গ্রহীতা' বলা হয়?


A) A+

B) O+

C) O-

D) AB+


উত্তরঃ D) AB+



১৫) কোন সালে মতিলাল নেহেরু (চেয়ারম্যান) এবং অন্যান্য কংগ্রেস নেতা ভারতের জন্য একটি সংবিধান রচনা করেন?


A) 1925

B) 1928

C) 1930

D) 1950


উত্তরঃ B) 1928



১৬) সম্প্রতি কোন রাজ্যে 'ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল' উদ্বোধন করা হয়েছে?


A) জম্মু ও কাশ্মীর

B) পশ্চিমবঙ্গ

C) তামিলনাড়ু

D) মহারাষ্ট্র


উত্তরঃ A) জম্মু ও কাশ্মীর



১৭) নিচের কোনটি জৈব অ্যাসিড?


A) সাইট্রিক অ্যাসিড

B) নাইট্রিক অ্যাসিড

C) ফসফরিক অ্যাসিড

D) সালফিউরিক অ্যাসিড


উত্তরঃ A) সাইট্রিক অ্যাসিড



১৮) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর নতুন MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?


A) আশিস চৌহান

B) কেভি কামাথ

C) উর্জিত প্যাটেল

D) অরুন্ধতী ভট্টাচার্য


উত্তরঃ A) আশিস চৌহান



১৯) নিচের কোন ঘটনার পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিল?


A) বন্দিবাসের যুদ্ধ

B) পানিপথের যুদ্ধ

C) বক্সার যুদ্ধ

D) পলাশীর যুদ্ধ


উত্তরঃ C) বক্সার যুদ্ধ



২০) 'অয়েল অফ ভিট্রিওল' এর রাসায়নিক নাম কি?


A) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

B) মিথাইল অ্যালকোহল

C) সোডিয়াম ক্লোরাইড

D) সালফিউরিক অ্যাসিড


উত্তরঃ D) সালফিউরিক অ্যাসিড



২১) পূর্বের কোন দেশগুলির সাথে ভারতের স্থল সীমানা রয়েছে?


A) মায়ানমার ও বাংলাদেশ

B) চীন, নেপাল এবং ভুটান

C) ভুটান ও আফগানিস্তান

D) পাকিস্তান ও আফগানিস্তান


উত্তরঃ A) মায়ানমার ও বাংলাদেশ



২২) সিন্নাবার (HgS) কোন ধাতুর আকরিক?


A) অ্যালুমিনিয়াম

B) রূপা

C) সোনা

D) পারদ


উত্তরঃ D) পারদ



২৩) কোন হিমালয় অঞ্চলটি 'শিবালিক' নামে পরিচিত?


A) বহিঃস্থ হিমালয়

B) লেসার হিমালয়

C) গ্রেটার হিমালয়

D) অভ্যন্তরীণ হিমালয়



উত্তরঃ A) বহিঃস্থ হিমালয়



২৪) নিচের কোনটি অ্যানালগ তথ্যকে ডিজিটাল আকারে রূপান্তরিত করে?


A) Barcode Reader

B) Optical Mark Reader

C) Digitizer

D) Gamepad


উত্তরঃ C) Digitizer



২৫) দেশাত্মবোধক গান 'সারে জাহান সে আচ্ছা' কে রচনা করেছেন?


A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B) রবীন্দ্রনাথ ঠাকুর

C) আল্লামা মহম্মদ ইকবাল

D) বিসমিল আজিমাবাদী


উত্তরঃ C) আল্লামা মহম্মদ ইকবাল



২৬) ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি?


A) প্যান্থেরা লিও

B) প্যান্থেরা টাইগ্রিস

C) জিরাফা

D) এলিফাস ম্যাক্সিমাস


উত্তরঃ B) প্যান্থেরা টাইগ্রিস



২৭) কোন গ্রহ সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদ মেঘের সমন্বয়ে গঠিত?


A) ইউরেনাস

B) মঙ্গল

C) শুক্র

D) নেপচুন


উত্তরঃ C) শুক্র



২৮) মানুষের থাইরয়েড গ্রন্থির পিছনের দিকে কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে?


A) ছয়

B) পাঁচ

C) তিন

D) চার


উত্তরঃ D) চার



২৯) ভারতে প্রথম গণপরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?


A) 1945

B) 1946

C) 1947

D) 1948


উত্তরঃ B) 1946



৩০) FIR এর পূর্ণাঙ্গ রূপ হলো:


A) First Investigation Report

B) First Information Report

C) First Incident Report

D) First Instance Report


উত্তরঃ B) First Information Report



Read More...

WBP Constable GK in Bengali

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51)

২০২২ আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড়দের তালিকা

২০২২ আইসিসি মহিলাদের মাসের সেরা খেলোয়াড়দের তালিকা

SSC MTS GK Questions in Bengali


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad