Ads Area

General Science Questions and Answers in Bengali Part 6 for All Competitive Exams- জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 6 for All Competitive Exams- জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali
General Science Questions and Answers in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে আমরা General Science Questions and Answers in Bengali Part 6 এ 25টি জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।


Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science এর গুরুত্বের কথা মাথায় রেখে আমরা General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। General Science Questions and Answers in Bengali Part 6 এ আপনাদের জন্য থাকছে 25টি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।



General Science Questions and Answers in Bengali


1. পরমাণু চুল্লিতে ভারী জল (D2O) ব্যবহার করা হয় কি হিসেবে?


A) জ্বালানি

B) মডারেটর

C) প্রজেকটাইল

D) ডাইলুয়েন্ট


উত্তরঃ- B) মডারেটর



2. আমরা প্রায়ই ফ্লুরোসেন্ট টিউব লাগানো একটি চোক কয়েল দেখতে পায়। চোক কোয়েলের ভূমিকা কি?


A) লাইন ভোল্টেজকে ধাপে ধাপে বাড়াতে

B) লাইন ভোল্টেজকে ধাপে ধাপে নামাতে

C) একটি সার্কিটে কারেন্ট কমাতে

D) কম ফ্রিকোয়েন্সি কারেন্ট চেক করতে


উত্তরঃ- C) একটি সার্কিটে কারেন্ট কমাতে



3. শিশির জমার উপযুক্ত পরিবেশ হল-


A) মেঘমুক্ত আকাশ

B) মেঘাচ্ছন্ন আকাশ

C) সন্ধ্যা বেলার আকাশ

D) এদের কোনোটিই নয়


উত্তরঃ- A) মেঘমুক্ত আকাশ



4. কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?


A) 25°C

B) 0°C

C) 4°C

D) 50°C



উত্তরঃ- C) 4°C



5. কোনটি বেশি ঠান্ডা?


A) 0° সেলসিয়াস উষ্ণতায় জল

B) 0° সেলসিয়াস উষ্ণতায় বরফ

C) দুটোই সমান

D) একটিও নয়



উত্তরঃ- B) 0° সেলসিয়াস উষ্ণতায় বরফ



6. দীপন প্রাবল্যের একক হল-


A) ক্যান্ডেলা

B) টেসলা

C) জুল

D) ওয়াট


উত্তরঃ- A) ক্যান্ডেলা



7. 1 ইঞ্চি = ________ cm?


A) 2.4 cm

B) 2.54 cm

C) 2.44 cm

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) 2.54 cm



8. 'সিমেনস (siemens)' কিসের একক?


A) রোধ

B) রোধাঙ্ক

C) পরিবাহিতা

D) পরিবাহিতাঙ্ক


উত্তরঃ- C) পরিবাহিতা



9. 'ইলেকট্রন-ভোল্ট' কিসের একক?


A) তড়িৎ আধান

B) তড়িৎ বিভব

C) তড়িৎ ক্ষমতা

D) শক্তি


উত্তরঃ- D) শক্তি



10. প্লাঙ্কের ধ্রুবক h এর SI একক কি?


A) W.s

B) J.s

C) W/s

D) J/s


উত্তরঃ- B) J.s



11. মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?


A) 30°C

B) 98.6°F

C) 120°F

D) 90°F


উত্তরঃ- B) 98.6°F



12. অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হবে-


A) পৃথিবীর কেন্দ্রে

B) পৃথিবীর বাইরে যে কোনো জায়গায়

C) ভূপৃষ্ঠে

D) ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচুতে


উত্তরঃ- C) ভূপৃষ্ঠে



13. পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে অবস্থিত কোন বস্তুর ওজন কি হবে?


A) শূন্য হয়ে যাবে

B) একই থাকবে

C) হ্রাস পাবে

D) বৃদ্ধি পাবে


উত্তরঃ- B) একই থাকবে



14. 1 কিলোগ্রাম ভার = কত নিউটন?


A) 981 নিউটন

B) 9.81 নিউটন

C) 105 নিউটন

D) 103 নিউটন


উত্তরঃ- B) 9.81 নিউটন



15. ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?


A) MnO₂

B) CrO₂

C) Na₂(SO₄)³

D) CuSO₄


উত্তরঃ- B) CrO₂



16. 'MRI' এর সম্পূর্ণ নাম কি?


A) Magnetic Resonance Imaging

B) Magnetic Resonance Inference

C) Meticulous Resonance Imaging

D) Magnetic Reinforced Imaging


উত্তরঃ- A) Magnetic Resonance Imaging



17. CGS পদ্ধতিতে 'ম্যাগনেটিক ফ্লাক্স'এর একক কি?


A) Weber

B) Tesla

C) Maxwell

D) All of the above


উত্তরঃ- C) Maxwell



18. 'তড়িৎ চুম্বকীয় প্রভাব' (Electro Magnetism) কে আবিষ্কার করেন?


A) নিউটন

B) আলফ্রেড নোবেল

C) ওয়েরস্টেড

D) আলেকজান্ডার গ্রাহামবেল


উত্তরঃ- C) ওয়েরস্টেড



19. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?


A) শূন্যস্থানে

B) গ্যাসে

C) তরলে

D) কঠিন পদার্থে


উত্তরঃ- D) কঠিন পদার্থে



20. Ultra Sonography (USG) যে তরঙ্গের সঙ্গে যুক্ত তা হল-


A) শ্রুতিগোচর শব্দ

B) শব্দোত্তর তরঙ্গ

C) শব্দেতর তরঙ্গ

D) তড়িৎচুম্বকীয় তরঙ্গ


উত্তরঃ- B) শব্দোত্তর তরঙ্গ



21. 0°C উষ্ণতায় বায়ু মাধ্যমের শব্দের বেগ কত?


A) 317 মি/সে

B) 300 মি/সে

C) 322 মি/সে

D) 332 মি/সে


উত্তরঃ- D) 332 মি/সে



22. স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ?


A) শব্দের অনুরণন

B) শব্দের প্রতিসরণ

C) শব্দের প্রতিফলন

D) প্রতিধ্বনি


উত্তরঃ- C) শব্দের প্রতিফলন



23. শব্দের তীব্রতা মাপার একক হল-


A) ডেসিবেল

B) ফন

C) সোন

D) নিউটন


উত্তরঃ- A) ডেসিবেল



24. কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শব্দের তীক্ষ্ণতা-


A) বেড়ে যায়

B) কমে যায়

C) সমান থাকে

D) প্রথমে বাড়ে, তারপর কমে যায়


উত্তরঃ- A) বেড়ে যায়



25. সেলেনিয়াম ধাতুর উপর আলো ফেললে কি ঘটে?


A) রোধ বেড়ে যায়

B) রোধ কমে যায়

C) একই থাকে

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) রোধ বেড়ে যায়



Read More...

General Science Questions and Answers in Bengali

ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad