General Science Questions and Answers in Bengali Part 7 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর
General Science Questions and Answers in Bengali Part 7 for All Competitive Exams |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পেজে আমরা General Science Questions and Answers in Bengali Part 7 এ 25টি জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি।
Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Science এর গুরুত্বের কথা মাথায় রেখে আমরা General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। General Science Questions and Answers in Bengali Part 6 এ আপনাদের জন্য থাকছে 25টি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science থেকে আগত সাম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।
General Science Questions and Answers in Bengali
1. আইসোটোপে নিউট্রনের সংখ্যা-
A) একই থাকে
B) আলাদা হয়
C) A ও B উভয়ই
D) কোনোটিই নয়
উত্তরঃ- B) আলাদা হয়
2. থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়-
A) আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ
B) কার্বন-4
C) কোবাল্ট-60
D) কোনোটিই নয়
উত্তরঃ- A) আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ
3. প্রোটন আবিষ্কার করেছিলেন-
A) স্যাডউইক
B) থমসন
C) গোল্ডস্ট্যাইন
D) বোর
উত্তরঃ- C) গোল্ডস্ট্যাইন
4. কোনো কণার সবচেয়ে হালকা অংশ কোনটি?
A) প্রোটন
B) নিউট্রন
C) ইলেকট্রন
D) কোনোটিই নয়
উত্তরঃ- C) ইলেকট্রন
5. নিচের কোনটির ভর সবচেয়ে বেশি?
A) ইলেকট্রন
B) প্রোটন
C) নিউট্রন
D) হাইড্রোজেনের নিউক্লিয়াস
উত্তরঃ- C) নিউট্রন
6. গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে?
A) আর্থ লাইন
B) লাইভ লাইন
C) নিউট্রাল লাইন
D) লাইভ ও নিউট্রাল লাইন
উত্তরঃ- B) লাইভ লাইন
7. ফিউজ তারের বৈশিষ্ট্য হল-
A) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
B) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন
C) রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ
D) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
উত্তরঃ- D) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
8. যে রশ্মির সাহায্যে প্রাচীন লেখা পড়া যায়-
A) এক্স
B) গামা
C) ইনফ্রারেড
D) বেতার কম্পাঙ্ক তরঙ্গ
উত্তরঃ- A) এক্স
9. তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় নিচের কোনটিতে?
A) TV
B) Radio
C) কুকার
D) ফিউজ
উত্তরঃ- D) ফিউজ
10. একটি ট্রান্সফরমার কোন কাজে ব্যবহার করা হয়?
A) AC কে DC ভোল্টেজে রূপান্তর করতে
B) DC কে AC ভোল্টেজে রূপান্তর করতে
C) AC ভোল্টেজগুলিকে ধাপে ধাপে বাড়াতে বা নামাতে
D) DC ভোল্টেজগুলিকে ধাপে ধাপে বাড়াতে বা নামাতে
উত্তরঃ- C) AC ভোল্টেজগুলিকে ধাপে ধাপে বাড়াতে বা নামাতে
11. মোবাইল চার্জার কি?
A) একটি UPS
B) একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার
C) একটি বৈদ্যুতিন সংকেতের মেরু বদল
D) একটি স্টেপ আপ ট্রান্সফরমার
উত্তরঃ- B) একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার
12. অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা যায়-
A) পরিবাহীর রোধ
B) তড়িৎপ্রবাহমাত্রা
C) বিভব প্রভেদ
D) কোনোটিই নয়
উত্তরঃ- B) তড়িৎপ্রবাহমাত্রা
13. কিলোওয়াট-ঘন্টা দিয়ে কোন ভৌত রাশি মাপা হয়?
A) তড়িৎ প্রবাহ
B) তড়িৎ শক্তি
C) তড়িৎ ক্ষমতা
D) কোনোটিই নয়
উত্তরঃ- B) তড়িৎ শক্তি
14. সবচেয়ে হালকা মৌল-
A) হিলিয়াম
B) হাইড্রোজেন
C) অক্সিজেন
D) কার্বন
উত্তরঃ- B) হাইড্রোজেন
15. আপেক্ষিক তত্ত্ববাদের প্রবক্তা-
A) বোর
B) প্লাঙ্ক
C) আইনস্টাইন
D) নিউট্রন
উত্তরঃ- C) আইনস্টাইন
16. অ্যাডমস অ্যাপল (Adam's apple) কাকে বলা হয়?
A) ফুসফুসকে
B) ব্রঙ্কাসকে
C) অ্যালভিওলাইকে
D) ল্যারিংসকে
উত্তরঃ- D) ল্যারিংসকে
17. বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক কি?
A) পেলভিস
B) কর্টেক্স
C) নেফ্রন
D) গবিনী
উত্তরঃ- C) নেফ্রন
18. কুইনাইন ক্ষরিত হয়-
A) মালবেরি গাছ থেকে
B) ইউক্যালিপটাস গাছ থেকে
C) সিঙ্কোনা গাছ থেকে
D) কোকো গাছ থেকে
উত্তরঃ- C) সিঙ্কোনা গাছ থেকে
19. গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়?
A) যকৃত
B) বৃক্ক
C) অগ্নাশয়
D) ক্ষুদ্রান্ত
উত্তরঃ- B) বৃক্ক
20. রেসারপিন পাওয়া যায় নিম্নের কোন গাছে?
A) সর্পগন্ধা গাছে
B) ধুতরা গাছে
C) বাসক গাছে
D) সিঙ্কোনা গাছে
উত্তরঃ- A) সর্পগন্ধা গাছে
21. কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
A) সবুজ গ্রন্থি
B) ফুসফুস
C) ত্বক
D) নেফ্রিডিয়া
উত্তরঃ- D) নেফ্রিডিয়া
22. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
A) ব্যারোমিটার
B) স্ফিগমোম্যানোমিটার
C) টোনোমিটার
D) কোনোটিই নয়
উত্তরঃ- B) স্ফিগমোম্যানোমিটার
23. সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে?
A) O
B) AB
C) A
D) B
উত্তরঃ- A) O
24. লোহিত রক্ত কণিকা কোথায় উৎপাদিত হয়?
A) হৃৎপিণ্ড
B) লিম্ফ নোড
C) যকৃৎ
D) অস্থি মজ্জা
উত্তরঃ- D) অস্থি মজ্জা
25. মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
A) 5-6 লিটার
B) 3-4 লিটার
C) 8-10 লিটার
D) 10-12 লিটার
উত্তরঃ- A) 5-6 লিটার
Read More...
◾ General Science Questions and Answers in Bengali
◾ WBP Constable GK in Bengali Set 17 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর
◾ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51) | ভারতের সংবিধান
◾ Online GK Mock Test in Bengali Part - 133 | জিকে মক টেস্ট
◾ GK Questions in Bengali Part 57 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
Please do not enter any spam link in the comment box.