Ads Area

Unit & Dimension - একক ও মাত্রা || Science GK MCQ in Bengali Part - 8

Unit & Dimension - একক ও মাত্রা || Science GK MCQ in Bengali Part - 8

Unit & Dimension Science GK MCQ in Bengali
Unit & Dimension Science GK MCQ in Bengali


বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আপনাদের সাথে আলোচনা করা হল Unit & Dimension - একক ও মাত্রা || Science GK MCQ in Bengali Part - 8.

Unit & Dimension - একক ও মাত্রা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কমনযোগ্য একটি টপিক। এই Unit & Dimension - একক ও মাত্রা থেকে Science GK MCQ প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায় এবং এই টপিকটি Science এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই পোস্টে আপনারা Unit & Dimension - একক ও মাত্রা থেকে গুরুত্বপূর্ণ কিছু Science GK MCQ in Bengali পাবেন যেগুলি আগামী পরীক্ষাতে আপনাদের সাহায্য করবে।



Unit & Dimension - একক ও মাত্রা || Science GK MCQ in Bengali


1. আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক এককের সংখ্যা হল কত?


A) 3

B) 5

C) 7

D) 9


উত্তরঃ- C) 7



2. 5° ফারেনহাইট = কত ডিগ্রি সেলসিয়াস?


A) 5°

B) 258°

C) +15°

D) -15°


উত্তরঃ- D) -15°



3. পারসেক কিসের একক?


A) সময়

B) বেগ

C) দূরত্ব

D) কোণ


উত্তরঃ- C) দূরত্ব



4. কিলোওয়াট-ঘন্টা কিসের একক?


A) ক্ষমতা (Power)

B) বল (Force)

C) শক্তি (Energy)

D) ভরবেগ (Momentum)


উত্তরঃ- C) শক্তি (Energy)



5. তাপের এসআই (SI) একক কি?


A) কিলোক্যালোরি

B) আর্গ

C) জুল

D) ক্যালোরি


উত্তরঃ- C) জুল



6. তড়িৎবিভব পার্থক্যের এসআই (SI) একক কি?


A) কুলম্ব

B) জুল

C) অ্যাম্পিয়ার

D) ভোল্ট


উত্তরঃ- D) ভোল্ট



7. আন্তর্জাতিক একক পদ্ধতিতে কোনটি মূল একক নয়-


A) সেকেন্ড

B) অ্যাম্পিয়ার

C) ক্যান্ডেলা

D) ডিগ্রি সেন্টিগ্রেড


উত্তরঃ- D) ডিগ্রি সেন্টিগ্রেড



8. দীপন প্রাবল্যের একক কি?


A) ক্যান্ডেলা

B) টেসলা

C) জুল

D) ওয়াট


উত্তরঃ- A) ক্যান্ডেলা



9. যদি কোন বস্তুর শক্তি ডায়াপ্টার এর মাধ্যমে প্রকাশ করা হয় তবে বস্তুটি অবশ্যই একটি ________ হওয়া উচিত।


A) বৈদ্যুতিক চুল্লি

B) অটোমোবাইল ইঞ্জিন

C) লেন্স

D) জেট ইঞ্জিন


উত্তরঃ- C) লেন্স



10. ডাইন-সেকেন্ড নিচের কোন রাশিটির একক?


A) বল

B) কার্য

C) রৈখিক ভরবেগ

D) কৌণিক ভরবেগ


উত্তরঃ- C) রৈখিক ভরবেগ



11. আলোকবর্ষ কিসের একক?


A) সময়

B) দৈর্ঘ্য

C) আলোর তীব্রতা

D) আলোর গতিবেগ


উত্তরঃ- B) দৈর্ঘ্য



12. এক মাইক্রন = ________ cm


A) 10⁻⁴ cm

B) 10⁻⁶ cm

C) 10⁻¹¹ cm

D) None of These


উত্তরঃ- A) 10⁻⁴ cm



13. সিজিএস পদ্ধতিতে চাপের একক হল?


A) ডাইন/বর্গ সেমি

B) পারসেক

C) মাইক্রন

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) ডাইন/বর্গ সেমি



14. 1 ইঞ্চি = ________ cm?


A) 2.4 cm

B) 2.54 cm

C) 2.44 cm

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) 2.54 cm



15. নিচের কোন রাশিটির একক N/m?


A) পৃষ্ঠটান

B) পীড়ন

C) রৈখিক ভরবেগ

D) বলের ঘাত


উত্তরঃ- A) পৃষ্ঠটান



16. নিচের কোনটি মাত্রাহীন রাশি নয়?


A) বিকৃতি

B) ঘনকোন

C) পরাবৈদ্যুতিক ধ্রুবক

D) প্ল্যাঙ্কের ধ্রুবক


উত্তরঃ- D) প্ল্যাঙ্কের ধ্রুবক



17. এক আলোকবর্ষ = ________ km?


A) 9.47×10¹² km

B) 9×10¹⁰ km

C) 9.46×10⁸ km

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) 9.47×10¹² km



18. ওজন বাক্সে বাটখারা গুলির অনুপাত-


A) 5:3:2:1

B) 5:2:2:1

C) 5:4:2:1

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) 5:2:2:1



19. 'সিমেনস (siemens)' কিসের একক?


A) রোধ

B) রোধাঙ্ক

C) পরিবাহিতা

D) পরিবাহিতাঙ্ক


উত্তরঃ- C) পরিবাহিতা



20. 1 গড় সৌরদিন = ________ sec


A) 86480

B) 86400

C) 86000

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) 86400



21. নিচের কোনটি একটি একক বিহীন রাশি?


A) ঘনত্ব

B) আপেক্ষিক গুরুত্ব

C) বেগ

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) আপেক্ষিক গুরুত্ব



22. ভর, ওজন ও আয়তন এর মধ্যে কোনটি ভেক্টর রাশি?


A) ভর ও আয়তন

B) সবগুলি

C) ওজন

D) কোনোটিই নয়


উত্তরঃ- C) ওজন



23. নিচের কোনটি SI তে সময়ের একক?


A) সেকেন্ড

B) মিনিট

C) ঘন্টা

D) গড় সৌরদিন


উত্তরঃ- A) সেকেন্ড



24. 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত?


A) 0

B) 10 gm/cc

C) 4 gm/cc

D) সর্বোচ্চ


উত্তরঃ- D) সর্বোচ্চ



25. কোনটি দৈর্ঘ্যের একক নয়?


A) আলোকবর্ষ

B) মাইক্রন

C) AU

D) রেডিয়ান


উত্তরঃ- D) রেডিয়ান



26. পাস্কাল কিসের একক?

A) বিকৃতি

B) পীড়ন

C) চাপ

D) সান্দ্রতা


উত্তরঃ- C) চাপ



27. 'ইলেকট্রন-ভোল্ট' কিসের একক?


A) তড়িৎ আধান

B) তড়িৎ বিভব

C) তড়িৎ ক্ষমতা

D) শক্তি


উত্তরঃ- D) শক্তি



28. প্ল্যাঙ্কের ধ্রুবক h এর SI একক কি?


A) W-s

B) J.s

C) W/s

D) J/s


উত্তরঃ- B) J.s



29. নিচের কোন রাশিটির মাত্রা এবং একক কোনোটিই নেই?


A) কোণ

B) কৃন্তন বিকৃতি গুণাঙ্ক

C) তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক

D) আলোর প্রতিসরাঙ্ক


উত্তরঃ- D) আলোর প্রতিসরাঙ্ক



30. ভোল্ট/মিটার কোন রাশিটির একক?


A) বল

B) কার্য

C) তড়িৎ বিভব

D) তড়িৎ প্রাবল্য


উত্তরঃ- D) তড়িৎ প্রাবল্য



31. 1 ফার্মি = ________ মিটার?


A) 10⁻⁸

B) 10⁻¹⁰

C) 10⁻¹⁵

D) 10⁻¹²


উত্তরঃ- C) 10⁻¹⁵



32. আয়তক্ষেত্রের একক একটি-


A) মুল একক

B) লব্ধ একক

C) উভয় একক

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) লব্ধ একক



33. নিচের কোনটি স্কেলার রাশি?


A) বল

B) বেগ

C) ত্বরণ

D) কার্য


উত্তরঃ- D) কার্য



34. স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক?


A) কোন

B) ঘনকোন

C) বৃত্তচাপ

D) পরিধি


উত্তরঃ- B) ঘনকোন



35. তিনটি মূল একক দ্বারা গঠিত লব্ধ একক এর উদাহরণ হল-


A) বেগ

B) চাপ

C) ভরবেগ

D) ত্বরণ


উত্তরঃ- C) ভরবেগ



Read More...

Science GK MCQ in Bengali

History GK MCQ in Bengali

Geography GK MCQ in Bengali

Indian Polity MCQ in Bengali

GK Mock Test in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad