Ads Area

SSC MTS GK Questions in Bengali - Part 10 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 10 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 10
SSC MTS GK Questions in Bengali - Part 10

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

SSC MTS GK Questions in Bengali - Part 10 এ থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস জিকে।

SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত বাংলা জিকে প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের SSC MTS GK Questions আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।



SSC MTS GK Questions in Bengali - Part 10


1. স্টোভের পলতেই কেরোসিন ওঠার কারণ কি?


A) সান্দ্রতা

B) কৌশিকতা

C) স্থিতিস্থাপকতা

D) ভরবেগের সংরক্ষণ


উত্তরঃ (B) কৌশিকতা


2. ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা, কোন পদ্ধতিতে ঠান্ডা হয়?


A) পরিবহন

B) পরিচলন

C) বিকিরণ

D) সবকটি পদ্ধতিতে


উত্তরঃ (D) সবকটি পদ্ধতিতে


3. নিচের কোনটিতে পাস্কালের সূত্র ব্যবহার করা হয়?


A) ম্যানোমিটার

B) হাইড্রোমিটার

C) হাইড্রোলিক লিফট

D) ভেঞ্চুরি মিটার


উত্তরঃ (C) হাইড্রোলিক লিফট


4. ম্যারাথন দৌড়ে অতিক্রম দূরত্ব মোটামুটি কত হয়?


A) 18 মাইল

B) 36 মাইল

C) 20 মাইল

D) 26 মাইল


উত্তরঃ (D) 26 মাইল


5. Winter Olympic 2026 কোথায় অনুষ্ঠিত হবে?


A) ভারতে

B) নিউজিল্যান্ডে

C) চীনে

D) ইতালিতে


উত্তরঃ (D) ইতালিতে


6. ইউরোপের দীর্ঘতম নদী কি?


A) রাইন

B) ভলগা

C) দানিয়ুব

D) টেমস


উত্তরঃ (B) ভলগা


7. নারকেলের জলে কোন হরমোন থাকে?


A) ইথিলিন

B) অক্সিন

C) জিব্বেরেলিন

D) কাইনিন


উত্তরঃ (D) কাইনিন


8. টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার?


A) প্রথম শ্রেণীর

B) দ্বিতীয় শ্রেণীর

C) তৃতীয় শ্রেণীর

D) কোনোটিই নয়


উত্তরঃ (A) প্রথম শ্রেণীর


9. হাম্পি কোন নদীর তীরে অবস্থিত?


A) কাবেরী

B) গোদাবরী

C) তুঙ্গভদ্রা

D) কৃষ্ণা


উত্তরঃ (C) তুঙ্গভদ্রা


10. ভারতের জাতীয় কংগ্রেসের জনক নামে কে পরিচিত ছিলেন?


A) এস. এন. ব্যানার্জি

B) মহাত্মা গান্ধী

C) এ. ও. হিউম

D) ডব্লিউ. সি. ব্যানার্জি


উত্তরঃ (C) এ. ও. হিউম


11. নিচের কোন আন্দোলনে গান্ধীজি যুক্ত ছিলেন না?


A) স্বদেশী আন্দোলন

B) সত্যাগ্রহ আন্দোলন

C) খিলাফত আন্দোলন

D) ভারত ছাড়ো আন্দোলন


উত্তরঃ (A) স্বদেশী আন্দোলন


12. কোনটি পরভোজী উদ্ভিদ?


A) নস্টক

B) মিউকর

C) ক্লোরেল্লা

D) ফার্ন


উত্তরঃ (B) মিউকর


13. হাইড্রোজিনেশনে কোন ধাতু অনুঘটক হিসেবে কাজ করে?


A) ম্যাঙ্গানিজ

B) সোডিয়াম

C) নিকেল

D) ক্যালসিয়াম


উত্তরঃ (C) নিকেল


14. নিম্নের কোন মৌলটির যৌগ সংখ্যা সর্বাধিক?


A) হাইড্রোজেন

B) অক্সিজেন

C) আয়রন

D) কার্বন


উত্তরঃ (D) কার্বন


15. যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় কোথায়?


A) বাঁকুড়ার ভুলাগ্রামে

B) মেদিনীপুরের পালঝারি গ্রামে

C) বাঁকুড়ার নতুনবন্ধ গ্রামে

D) মেদিনীপুরের আরাবারি গ্রামে


উত্তরঃ (D) মেদিনীপুরের আরাবারি গ্রামে


16. Laver Cup প্রতিযোগিতা কোন খেলার সঙ্গে যুক্ত?


A) ফুটবল

B) লং জাম্প

C) ক্রিকেট

D) টেনিস


উত্তরঃ (D) টেনিস


17. কোন দেশের রাজধানীর নাম হ্যানয়?


A) ডেনমার্ক

B) বুলগেরিয়া

C) ভিয়েতনাম

D) ইন্দোনেশিয়া


উত্তরঃ (C) ভিয়েতনাম


18. ঝিনুক ও শামুকের খোলায় কি ধরনের উপাদান থাকে?


A) ক্যালসিয়াম কার্বনেট

B) ম্যাগনেসিয়াম কার্বনেট

C) সোডিয়াম কার্বনেট

D) সোডিয়াম ক্লোরাইড


উত্তরঃ (A) ক্যালসিয়াম কার্বনেট


19. গ্রীকদের লেখায় কাকে 'স্যান্ড্রোকোটাস' হিসেবে উল্লেখ করা হয়েছে?


A) আলেকজান্ডার

B) অশোক

C) চন্দ্রগুপ্ত মৌর্য

D) বিন্দুসার


উত্তরঃ (C) চন্দ্রগুপ্ত মৌর্য


20. দেশের সকল প্রকার প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এটি কত নম্বর ধারায় বলা হয়েছে?


A) 53

B) 54

C) 55

D) 56


উত্তরঃ (A) 53


21. বাচেন্দ্রি পাল নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত?


A) সাঁতার

B) অ্যাথলেটিক্স

C) পর্বতারোহণ

D) ক্রিকেট


উত্তরঃ (C) পর্বতারোহণ


22. যোগ জলপ্রপাত এর নতুন নাম কি?


A) রাজীব গান্ধী জলপ্রপাত

B) মহাত্মা গান্ধী জলপ্রপাত

C) সর্দার প্যাটেল জলপ্রপাত

D) জওহরলাল নেহেরু জলপ্রপাত


উত্তরঃ (B) মহাত্মা গান্ধী জলপ্রপাত


23. সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে?


A) মাথাভাঙ্গা

B) গোসাবা

C) মাতলা

D) জলঙ্গি


উত্তরঃ (C) মাতলা


24. সম্রাট আকবর কত সালে ফতেপুর সিক্রিতে ইবাদত খানা নির্মাণ করেন?


A) 1598 সালে

B) 1602 সালে

C) 1575 সালে

D) 1552 সালে


উত্তরঃ (C) 1575 সালে


25. নিম্নের কে ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন?


A) সুমিত্রা মহাজন

B) ফতিমা বিবি

C) ভি. এস. রমাদেবী

D) মীরা কুমার


উত্তরঃ (C) ভি. এস. রমাদেবী



Read More...

SSC MTS GK Questions in Bengali - Part 9

SSC MTS GK Questions in Bengali - Part 8

SSC MTS GK Questions in Bengali - Part 7


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad