Ads Area

SSC MTS GK Questions in Bengali - Part 09 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 09 | এসএসসি এমটিএস জিকে

SSC MTS GK Questions in Bengali - Part 09 | এসএসসি এমটিএস জিকে
SSC MTS GK Questions in Bengali - Part 09 | এসএসসি এমটিএস জিকে

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

SSC MTS GK Questions in Bengali - Part 09 এ থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস জিকে।

SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত বাংলা জিকে প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের SSC MTS GK Questions আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।


SSC MTS GK Questions in Bengali - Part 09


1. গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করে?





উত্তরঃ (A) 26 নভেম্বর 1949

 

2. বিখ্যাত 'হাওয়া মহল' রাজস্থানের কোন শহরে অবস্থিত?





উত্তরঃ (C) জয়পুর

 

3. কৃষি কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?





উত্তরঃ (C) রাজ্য তালিকা

 

4. সারাগারির যুদ্ধ (Battle of Saragarhi) কত সালে হয়েছিল?





উত্তরঃ (D) 1897

 

5. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল-





উত্তরঃ (B) শস্য

 

6. ভাস্কো-দা-গামা কবে ভারতে এসেছিলেন?





উত্তরঃ (B) 1498

 

7. 'এ প্যাসেজ টু ইন্ডিয়া' বইটি কার লেখা?





উত্তরঃ (D) ই. এম. ফস্টার

 

8. 1739 সালে কর্নালের যুদ্ধ নাদির শাহ এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?





উত্তরঃ (D) মোহাম্মদ শাহ

 

9. নিম্নলিখিত পরোক্ষ করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার ধার্য করে?





উত্তরঃ (A) সার্ভিস ট্যাক্স

 

10. 1906 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন?





উত্তরঃ (C) দাদাভাই নওরোজি

 

11. নিচের কোন রাজ্যে সিমিলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত?





উত্তরঃ (B) ওড়িশা

 

12. কোন তারিখে NITI Aayog পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল?





উত্তরঃ (D) 2015 সালের 1 জানুয়ারি

 

13. নিচের কোনটি কালো মাটির বৈশিষ্ট্য নয়?





উত্তরঃ (B) এটির কম জল ধরে রাখার ক্ষমতা রয়েছে

 

14. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ট্যাগলাইন কি?





উত্তরঃ (C) The Name You Bank Upon

 

15. হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল?





উত্তরঃ (A) 1882 খ্রিস্টাব্দে

 

16. নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কাকে দরবেশ বা জিন্দা ফকির বলা হত?





উত্তরঃ (A) ঔরঙ্গজেব

 

17. ট্যালোনাইট হল কোবাল্ট এবং ________ এর সংমিশ্রণ।





উত্তরঃ (A) ক্রোমিয়াম

 

18. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি-





উত্তরঃ (C) ব্যারন দীপ

 

19. গান্ধীসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত?





উত্তরঃ (B) চম্বল

 

20. রাজঘাট ________ এর স্মারক।





উত্তরঃ (C) মহাত্মা গান্ধী

 

21. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল-





উত্তরঃ (C) ভারতরত্ন

 

22. চারটি প্রাচীন সভ্যতার মধ্যে নিচের কোনটি সবচেয়ে বড়?





উত্তরঃ (D) সিন্ধু সভ্যতা

 

23. অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে?





উত্তরঃ (A) প্রকাশ পাড়ুকোন

 

24. সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে 'ফেলুদা' চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে?





উত্তরঃ (D) সৌমিত্র চট্টোপাধ্যায়

 

25. ক্রীড়া জগতের যে ব্যাক্তিকে 'ফ্লাইং শিখ' বলা হয় তার আসল নাম-





উত্তরঃ (C) মিলখা সিং



Tags

Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad