Ads Area

Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs

Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs

Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs এ আপনি পাবেন 10টি Daily Current Affairs in Bengali MCQs প্রশ্ন উত্তর।


Daily Current Affairs in Bengali - 7th April 2023 - Bengali Current Affairs পেজে 2023 সালের যেকোন রাজ্য ও কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য, Daily Current Affairs in Bengali 2023 -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষায় বেশিরভাগ জিএ বিভাগের প্রশ্নগুলি প্রধানত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।


Daily Current Affairs in Bengali - 7th April 2023


1. কোন রাজ্যের/কেন্দ্রশাসিত অঞ্চলের বিখ্যাত 'বাসোহলি চিত্রকর্ম' জিআই ট্যাগ পেল?





উত্তরঃ (A) জম্মু-কাশ্মীর

 

2. কোন ভারতীয়-আমেরিকান চিকিৎস 2023 তরুণ ইউরোলজিস্ট পুরস্কারে সম্মানিত হলেন?





উত্তরঃ (C) ড: নিত্যা আব্রাহাম

 

3. কোন রাজ্যের মির্চা রাইস জিআই ট্যাগ পেল?





উত্তরঃ (A) বিহার

 

4. Honda Motorcycle & Scooter India এর সভাপতি MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) Tsutsumu Otani

 

5. প্রথম কোন মহিলা আম্পায়ার পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করলেন?





উত্তরঃ (C) Kim Cotton

 

6. 2027 সাল পর্যন্ত UEFA এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) আলেকজান্ডার সেফেরিন

 

7. লুয়ানচারি পোশাক পরে দক্ষিণ আফ্রিকার কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করলেন কে?





উত্তরঃ (A) অঞ্জলী শর্মা

 

8. কোন রাজ্য সরকার মহারাজা বীর বিক্রমের স্ট্যাচুর উন্মোচন করলেন?





উত্তরঃ (D) ত্রিপুরা

 

9. Hitachi Payment Services এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) সুমিল ভিকামসি

 

10. আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (D) 4 এপ্রিল



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad