Ads Area

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 51

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 51

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 51
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 51

প্রিয় পাঠকেরা,

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK Questions in Bengali


১। ভারতের রীতি অনুযায়ী প্রতি বছর কোন মাসে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?

➥ ফেব্রুয়ারি মাসে।


২। সিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ?

➥ থাইল্যান্ড।


৩। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

➥ জে বি কৃপালিনী।


৪। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

➥ অ্যানি বেসান্ত।


৫। কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?

➥ রবার্ট ক্লাইভ।


৬। কোন রাজ্যে কুন্দনকুলম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

➥ তামিলনাড়ু।


৭। 'Theory of Relativity'-র প্রবক্তা কে?

➥ অ্যালবার্ট আইনস্টাইন।


৮। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কোথায় আছে?

➥ গুজরাট।


৯। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি?

➥ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।


১০। মৌলিং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

➥ অরুণাচল প্রদেশ।


১১। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?

➥ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট।


১২। কাকে "ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল" বলা হয়?

➥ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।


১৩। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোন রাজ্যের?

➥ ঝাড়খন্ড।


১৪। ভারতীয় স্থল সেনাবাহিনীর Eastern Command এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

➥ কলকাতা।


১৫। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?

➥ বাংলাদেশ।


১৬। GDP এর পুরো নাম কি?

➥ Gross Domestic Product.


১৭। "Cricket My Style" বইটির লেখক কে?

➥ কপিল দেব।


১৮। কোন গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন নেই?

➥ O Group।


১৯। 'ওডোমিটার' যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?

➥ অতিক্রান্ত দূরত্ব।


২০। রক গার্ডেন ও বাতাসিয়া লুপ কোন জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র?

➥ দার্জিলিং।


২১। '₹' চিহ্নটি কবে গ্রহণ করা হয়?

➥ 2010 সালে।


২২। 'হিন্দস্বরাজ' গ্রন্থের লেখক কে?

➥ মহাত্মা গান্ধী।


২৩। শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট কোন নদীর তীরে অবস্থিত?

➥ হুগলি।


২৪। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে?

➥ মহারাষ্ট্র।


২৫। বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতু কোন দেশে রয়েছে?

➥ ভারত।


২৬। চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে?

➥ নাইট্রোজেন।


২৭। কোন ভারতীয় খেলোয়াড়কে Payyolli Express বলা হয়?

➥ পি টি ঊষা।


২৮। কোন রাজ্য সরকার 1 জানুয়ারি দিনটিকে ছাত্র দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে?

➥ পশ্চিমবঙ্গ।


২৯। 'EEG' নামক টেস্টটি কিসের রোগ ধরার জন্য করা হয়?

➥ মস্তিষ্ক।


৩০। সিঞ্চল অভয়ারণ্য কোথায় অবস্থিত?

➥ দার্জিলিং, পশ্চিমবঙ্গ।




Read More...

🔘 GK Questions in Bengali Part 50

🔘 GK Questions in Bengali Part 49

🔘 GK Questions in Bengali Part 48

🔘 GK Questions in Bengali Part 47

🔘 GK Questions in Bengali Part 46



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad