Ads Area

4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল।

4th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs পেজে ২০২৩ সালের যেকোন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। Daily Current Affairs হল দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক ঘটনা। এটি রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি, খেলাধুলা এবং বিনোদনের মতো বিভিন্ন বিষয়কে কভার করে। এই বিষয়গুলি সংবাদপত্র, টিভি সংবাদ, রেডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের জন্য উপলব্ধ করা হয়। Daily Current Affairs অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক ধারণা পেতে সাহায্য করে এবং মানুষের জীবনকে উন্নত করতে সাহায্য করে।


4th April 2023 - Daily Current Affairs in Bengali


1. Miami Opens Title 2023 পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো?





উত্তরঃ (D) ড্যানিল মেদভেদেভ

 

2. রুদ্রেদ ট্যান্ডন কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) গ্রিস

 

3. ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড রাহুল ভার্মা কোন দেশের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হলেন?





উত্তরঃ (B) মার্কিন যুক্তরাষ্ট্র

 

4. হিমাচল প্রদেশের কোন চা ইউরোপিয়ান জিআই ট্যাগ পেল?





উত্তরঃ (A) কাংড়া চা

 

5. "Courting India: England, Mughal India and Origins of Empire" শিরোনামে বইটির লেখক কে?





উত্তরঃ (A) নন্দিনী দাস

 

6. ভারত সরকার 120 টি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য কোন দেশের ফার্মের সাথে চুক্তি করল?





উত্তরঃ (D) রাশিয়া

 

7. পথশ্রী রাস্তাশ্রী প্রজেক্ট লঞ্চ করল কোন রাজ্য সরকার?





উত্তরঃ (C) পশ্চিমবঙ্গ

 

8. PTC India এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) রাজীব কুমার মিশ্র

 

9. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন দেশের জন্য 15.6 বিলিয়ন মার্কিন ডলার সাপোর্ট প্যাকেজ অনুমোদন করল?





উত্তরঃ (B) ইউক্রেন

 

10. কোন দেশে "MF Hydra" নামে বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু হলো?





উত্তরঃ (A) নরওয়ে




Daily Current Affairs in Bengali - April 2023


🔘 1st April 2023 - Daily Current Affairs in Bengali

🔘 2nd April 2023 - Daily Current Affairs in Bengali

🔘 3rd April 2023 - Daily Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad