Ads Area

2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে 11টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল।

2nd April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs পেজে ২০২৩ সালের যেকোন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ -এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি শেয়ার করলাম। Daily Current Affairs হল দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক ঘটনা। এটি রাজনীতি, অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি, খেলাধুলা এবং বিনোদনের মতো বিভিন্ন বিষয়কে কভার করে। এই বিষয়গুলি সংবাদপত্র, টিভি সংবাদ, রেডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের জন্য উপলব্ধ করা হয়। Daily Current Affairs অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এটি সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক ধারণা পেতে সাহায্য করে এবং মানুষের জীবনকে উন্নত করতে সাহায্য করে।


2nd April 2023 - Daily Current Affairs in Bengali


1. ভারতের প্রথম কোন রাজ্যের রেলওয়ে নেটওয়ার্কের 100% বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে?





উত্তরঃ (C) হরিয়ানা

 

2. বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (A) 2 এপ্রিল

 

3. শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান কোন দেশের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?





উত্তরঃ (A) ইউনাইটেড আরব এমিরেটস

 

4. Indian Express-এর তথ্য অনুযায়ী 2023 সালের সবচেয়ে শক্তিশালী ভারতীয়দের তালিকায় শীর্ষে রয়েছেন কে?





উত্তরঃ (D) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

5. 11 তম বন্দে ভারত এক্সপ্রেস নিম্নের কোন রুটে চালু হলো?





উত্তরঃ (B) ভোপাল থেকে নিউ দিল্লি

 

6. কোন রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন পদ্মা লক্ষী?





উত্তরঃ (A) কেরালা

 

7. উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (B) 1 এপ্রিল

 

8. প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া দেশের কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হলেন?





উত্তরঃ (B) ড্যানিয়েল মুখি

 

9. DGCA এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছে?





উত্তরঃ (A) ভারত

 

10. Tata Power এর CEO এবং MD পদে পুনরায় কে নিযুক্ত হলেন?





উত্তরঃ (D) প্রবীন সিনহা

 

11. ভারতের কোন রাজ্যে প্রথম মারাবর্মন সুন্দরা পান্ডিয়ান শিলালিপি আবিষ্কৃত হলো?





উত্তরঃ (D) তামিলনাড়ু




Daily Current Affairs in Bengali - April 2023


1st April 2023 - Daily Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad