Ads Area

হাইকোর্টের বিচারপতিদের তালিকা - Chief Justice of All High Courts in India 2023

হাইকোর্টের বিচারপতিদের তালিকা - Chief Justice of All High Courts in India 2023

হাইকোর্টের বিচারপতিদের তালিকা - Chief Justice of All High Courts in India 2023
হাইকোর্টের বিচারপতিদের তালিকা - Chief Justice of All High Courts in India 2023

প্রিয় পাঠকেরা,

হাইকোর্টের বিচারপতিদের তালিকা পাঠে আপনাদের জন্য থাকছে ভারতের সমস্ত হাইকোর্ট ও তার বর্তমান প্রধান বিচারপতিদের একটি সুন্দর তালিকা।

হাইকোর্টের বিচারপতিদের তালিকা পাঠ থেকে আপনারা জানতে পারবেন ভারতে মোট কতগুলি হাইকোর্ট রয়েছে এবং সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতিদের নাম যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। অনুচ্ছেদ 231 অনুসারে দুই বা ততোধিক রাজ্যের জন্য অথবা দুই বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। হাইকোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির নিজস্ব হাইকোর্ট রয়েছে। এই তালিকাটি 14/04/2023 পর্যন্ত আপডেট করা আছে।



হাইকোর্টের বিচারপতিদের তালিকা


হাইকোর্ট প্রধান বিচারপতি
এলাহাবাদ হাইকোর্ট প্রীতঙ্কর দিবাকর (Acting)
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রশান্ত কুমার মিশ্র
বোম্বে হাইকোর্ট সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা (Acting)
কলকাতা হাইকোর্ট টি এস শিবজ্ঞানম (Acting)
ছত্তিশগড় হাইকোর্ট অরূপ কুমার গোস্বামী
দিল্লি হাইকোর্ট সতীশ চন্দ্র শর্মা
গুয়াহাটি হাইকোর্ট সন্দীপ মেহতা
গুজরাট হাইকোর্ট অরবিন্দ কুমার
জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট এন কোটিশ্বর সিং
হিমাচল প্রদেশ হাইকোর্ট সাবিনা
ঝাড়খণ্ড হাইকোর্ট সঞ্জয় কুমার মিশ্র
কর্ণাটক হাইকোর্ট প্রসন্ন বি ভারালে
কেরালা হাইকোর্ট এস মণিকুমার
মধ্যপ্রদেশ হাইকোর্ট রবি মালিমাথ
মাদ্রাজ হাইকোর্ট টি রাজা (Acting)
মণিপুর হাইকোর্ট পি ভি সঞ্জয় কুমার
মেঘালয় হাইকোর্ট এম ভি মুরলীধরন
উড়িষ্যা হাইকোর্ট এস মুরলীধর
পাটনা হাইকোর্ট সঞ্জয় করোল
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রবিশঙ্কর ঝা
রাজস্থান হাইকোর্ট পঙ্কজ মিত্তাল
সিকিম হাইকোর্ট বিশ্বনাথ সোমাদ্দার
তেলেঙ্গানা হাইকোর্ট উজ্জ্বল ভূঁইয়া
ত্রিপুরা হাইকোর্ট অপরেশ কুমার সিং
উত্তরাখণ্ড হাইকোর্ট বিপিন সাংঘী



✲ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ


১) রাজ্যের বিচার বিভাগের শীর্ষে কে রয়েছে?

উত্তরঃ হাইকোর্ট।


২) সংবিধানের কোন কোন ধারায় হাইকোর্টের বিষয়টি আলোচিত হয়েছে?

উত্তরঃ 124-147 নং ধারায়।


৩) ভারতে বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে?

উত্তরঃ 25টি।


৪) ভারতের নবীনতম হাইকোর্ট কোনটি?

উত্তরঃ তেলেঙ্গানা হাইকোর্ট (25 তম)।


৫) হাইকোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন?

উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে।


৬) হাইকোর্টের অন্যান্য বিচারপতি কিভাবে নিযুক্ত হন?

উত্তরঃ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন।


৭) হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?

উত্তরঃ হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য -

A) ভারতীয় নাগরিক হতে হবে।

B) যেকোনো হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে কমপক্ষে 10 বছর একটানা কাজ করতে হবে।

C) ভারতের যেকোনো আদালতে বিচারক হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৮) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত?

উত্তরঃ 62 বছর।


৯) হাইকোর্টের বিচারপতিরা কিভাবে পদচ্যুত হয়?

উত্তরঃ সংসদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করে থাকেন।


১০) হাইকোর্টের বিচারপতিদের বেতন কত?

উত্তরঃ হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন 2,50,000 টাকা ও অন্যান্য বিচারপতিদের বেতন 2,25,000 টাকা।


১১) কোথা থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়?

উত্তরঃ রাজ্যের সঞ্চিত তহবিল থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়।


১২) হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি কিভাবে নিয়োগ হয়?

উত্তরঃ যথাযথভাবে যোগ্য ব্যক্তিদের রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ করতে পারেন।


১৩) দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট কবে গঠন করা হয়েছে?

উত্তরঃ 1966 খ্রিস্টাব্দে।


১৪) কলকাতা হাইকোর্টের এলাকা কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।


১৫) কোন হাইকোর্টের এলাকায় সর্বাধিক রাজ্য রয়েছে?

উত্তরঃ গৌহাটি হাইকোর্ট (অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম ও নাগাল্যান্ড 4টি রাজ্য)


১৬) একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট কোনটি?

উত্তরঃ দিল্লি হাইকোর্ট।


১৭) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়?

উত্তরঃ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়।


১৮) সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে?

উত্তরঃ সংবিধানের 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে।




Read More...

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর

ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সাহিত্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad