Ads Area

ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র
ভারতের সংবিধান - Constitution of India || ভাগ ১ - সংঘ ও উহার রাজ্যক্ষেত্র

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আমরা ভারতের সংবিধানের ভাগ ১ অর্থাৎ সংঘ ও উহার রাজ্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। সংবিধানের প্রথম ৪টি অনুচ্ছেদ ভাগ ১ এর অন্তর্ভুক্ত।

যেকোনো পরীক্ষার জন্য ভারতের সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানের অনুচ্ছেদগুলি থেকে অনেক প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার এসেছে। আজকের পাঠে তাই ভারতের সংবিধান'এর ভাগ ১ অর্থাৎ সংঘ ও উহার রাজ্যক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।



সংঘ ও উহার রাজ্যক্ষেত্র


☞ অনুচ্ছেদ ১: সংঘের নাম ও রাজ্যক্ষেত্র

☞ অনুচ্ছেদ ২ : নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা

☞ অনুচ্ছেদ ২ক : [বাদ গিয়াছে]

☞ অনুচ্ছেদ ৩ : নতুন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন

☞ অনুচ্ছেদ ৪ : ২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তপশিলের সংশোধনের এবং অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিষয় সমূহের বিধান থাকিবে



✺ অনুচ্ছেদ ১: সংঘের নাম ও রাজ্যক্ষেত্র


(১) ইন্ডিয়া অর্থাৎ ভারত, রাজ্যসমূহের সংঘ হইবে।

(২) রাজ্যসমূহ ও উহাদের রাজ্যক্ষেত্রসমূহ প্রথম তপশিলি যেরূপ বিনির্দিষ্ট সেরূপ হইবে।

(৩) ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হইবে-

(ক) রাজ্যসমূহের রাজ্যক্ষেত্রসমূহ;

(খ) প্রথম তপশিলি বিনির্দিষ্ট সংঘশাসিত রাজ্যক্ষেত্রসমূহ; এবং

(গ) এরূপ অন্য রাজ্যক্ষেত্রসমূহ যাহা অর্জিত হইতে পারে।



✺ অনুচ্ছেদ ২ : নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা


সংসদ যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ শর্ত, বিধি দ্বারা, নতুন রাজ্য সংঘভুক্ত করিতে বা স্থাপন করিতে পারেন।



✺ অনুচ্ছেদ ২ক : সংঘের সহিত সিকিম সংযুক্ত হইবে


সংবিধান (ষট্-ত্রিংশ সংশোধন) আইন, ১৯৭৫, ৫ ধারা দ্বারা (২৬.৪.১৯৭৫ হইতে কার্যকারিতাসহ) বাদ হয়েছে।



✺ অনুচ্ছেদ ৩ : নতুন রাজ্যসমূহ গঠন ও বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন


(ক) যেকোন রাজ্য হইতে কোন রাজ্যক্ষেত্র পৃথক করিয়া লইয়া, অথবা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যের ভাগ সংযুক্ত করিয়া, অথবা যেকোন রাজ্যের কোন ভাগে কোন রাজ্যক্ষেত্র সংযুক্ত করিয়া, নতুন রাজ্য গঠন করিতে পারেন;

(খ) যেকোন রাজ্যের আয়তন বৃদ্ধি করিতে পারেন;

(গ) যেকোন রাজ্যের আয়তন হ্রাস করিতে পারেন;

(ঘ) যেকোন রাজ্যের সীমানা পরিবর্তন করিতে পারেন;

(ঙ) যেকোন রাজ্যের নাম পরিবর্তন করিতে পারেন;



✺ অনুচ্ছেদ ৪ : ২ ও ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধিতে প্রথম ও চতুর্থ তপশিলের সংশোধনের এবং অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিষয় সমূহের বিধান থাকিবে


(১) ২ অনুচ্ছেদে বা ৩ অনুচ্ছেদে উল্লিখিত কোনো বিধিতে ঐ বিধির বিধানবলী কার্যকর করিবার জন্য প্রথম তফসিলের ও চতুর্থ তপসিলের সংশোধানার্থ যেরূপ প্রয়োজন সেরূপ বিধানাবলী থাকিবে এবং সংসদ যেরূপ প্রয়োজন বলিয়া গণ্য করেন সেরূপ (সংসদে এবং রাজ্যের বা রাজ্যসমূহের বিধানমন্ডলে বা বিধানমন্ডলসমূহে প্রতিনিধিত্ব সংক্রান্ত যে বিধানাবলী ঐরূপ বিধি দ্বারা প্রভাবিত হয় সেই বিধানাবলী সমেত) অনুপূরক, আনুষঙ্গিক ও পারিণামিক বিধানাবলীও থাকিতে পারে।

(২) পূর্বোক্তরূপ কোনো বিধি ৩৬৮ অনুচ্ছেদের প্রয়োজনে এই সংবিধানের সংশোধন বলিয়া গণ্য হইবে না।






More Important GK Link
ভারতের বিখ্যাত বাঁধসমূহ Click Here


Post a Comment

1 Comments
  1. Hey, Thanks for your nice blog and very effective information about at GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job- "Job Information".

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad