এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সরকারি চাকরি | ২৮৫৯ শূন্যপদে নিয়োগ - EPFO Social Security Assistant Recruitment 2023
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সরকারি চাকরি | ২৮৫৯ শূন্যপদে নিয়োগ - EPFO Social Security Assistant Recruitment 2023 |
সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে ২,৮৫৯ জনকে নেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এটি কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ২ বছরের প্রবেশন। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল ট্রেনিং এজেন্সি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।
সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে দেশের বিভিন্ন রিজিয়নে। এখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রিজিয়নের জন্য নির্ধারিত ২২০টি শূন্য পদের বিষয়েই বিশদে জানানো হল।
❈ শূন্যপদের বিবরণ:
❋ বিজ্ঞপ্তি নম্বর A-12024/3/2021-EXAM/188:
▣ পদের নাম:
সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (Social Security Assistant)
▣ মোট শূন্যপদ:
২২০টি (সাধারণ ৭৪, তফশিলি জাতি ৬০, তফশিলি উপজাতি ২৬, আর্থিকভাবে অনগ্রসর ৬০)। এর মধ্যে ৮টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
▣ শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি। সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
▣ বয়স:
১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
▣ বেতনক্রম:
২৯,০০০-৯২,৩০০ টাকা।
❋ বিজ্ঞপ্তি নম্বর A-12024/3/2021-EXAM/189:
▣ পদের নাম:
স্টেনোগ্রাফার (Stenographer)
▣ মোট শূন্যপদ:
১৮৫টি (সাধারণ ৭৪, তফশিলি জাতি ২৮, তফশিলি উপজাতি ১৪, ও বি সি ৫০, আর্থিকভাবে অনগ্রসর ১৯)। এর মধ্যে ৭টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ১৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।
▣ শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস। এর পাশাপাশি শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দের গতিতে ১০ মিনিট ধরে নেওয়া ডিক্টেশন কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে বা হিন্দিতে ৬৫ মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
▣ বয়স:
১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
▣ বেতনক্রম:
২৫,৫০০-৮১,১০০ টাকা।
❈ নিয়োগ পদ্ধতি:
▣ সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং কম্পিউটার ডেটা এন্ট্রি টেস্টের মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল অ্যাপ্টিটিউড, জেনারেল নলেজ, কোয়ান্টিটেটিভ এবিলিটি, কম্প্রিহেনশন সহ জেনারেল ইংলিশ ও কম্পিউটার বিষয়ে। মোট নম্বর ৬০০। নেগেটিভ মার্কিং আছে।
▣ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল অ্যাপ্টিটিউড, জেনারেল অ্যাওয়্যারনেস (কম্পিউটার অ্যাওয়্যারনেস-সহ), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনন্সন বিষয়ে। মোট নম্বর ৮০০। নেগেটিভ মার্কিং আছে।
❈ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র:
কলকাতা, মালদা ও শিলিগুড়ি।
❈ আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের অনলাইন দরখাস্ত করতে হবে। প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে), বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) এবং সই (৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।
❈ আবেদন ফি:
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমকর্মীদের কোন ফি লাগবে না। ফি জমা দেওয়া হবে অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে।
❈ গুরুত্বপূর্ণ তারিখ:
দরখাস্তের শেষ তারিখ ২৬ এপ্রিল।
❈ প্রয়োজনীয় লিঙ্ক:
Official Notification: Download Here
Official Website: Click Here
Apply Now: Click Here
Please do not enter any spam link in the comment box.