Ads Area

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 50

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 50

GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 50
GK Questions in Bengali - বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || Part 50

প্রিয় পাঠকেরা,

GK Questions in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


GK Questions in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK Questions in Bengali


১। শান্তিতে নোবেল পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়?

➥ ওসলো।


২। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

➥ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


৩। হিন্দু কলেজের বর্তমান নাম কি?

➥ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।


৪। 'URL' এর পুরো নাম কি?

➥ Uniform Resource Locator


৫। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?

➥ অমরকন্টক।


৬। ভারতীয় সংবিধানের সংশোধনের নিয়ম কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে?

➥ অনুচ্ছেদ 368।


৭। WWW কে উদ্ভাবন করেন?

➥ টিম বার্নার্স লি।


৮। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন?

➥ আকবর।


৯। ছায়া দেখে ভয় পাওয়ার রোগকে কি বলা হয়?

➥ Sciophobia


১০। 'Tiger State of India' বলা হয় ভারতের কোন রাজ্যকে?

➥ মধ্যপ্রদেশ।


১১। ভারতবর্ষে এখনো পর্যন্ত কয়টি পুরাণ পাওয়া গেছে?

➥ 18 টি।


১২। বিধানসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হওয়া প্রয়োজন?

➥ 25 বছর।


১৩। কানপুর শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

➥ নানাসাহেব।


১৪। কোন দিল্লির সুলতান বর্তমান সময়ের কাগজী মুদ্রার মত 'প্রতীকী' মুদ্রা চালু করেছিলেন?

➥ মহম্মদ বিন তুঘলক।


১৫। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে?

➥ নিউক্লিয়ার ফিউশন।


১৬। মহাত্মা গান্ধীকে 'জাতির জনক' উপাধি কে দিয়েছিলেন?

➥ সুভাষচন্দ্র বসু।


১৭। গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন?

➥ স্কন্দগুপ্ত।


১৮। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

➥ বীরভূম।


১৯। কথাকলি কোন রাজ্যের নৃত্য?

➥ কেরালা।


২০। United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

➥ প্যারিস, ফ্রান্স।


২১। কোঙ্কন উপকূল কোন রাজ্যে অবস্থিত?

➥ মহারাষ্ট্র।


২২। INDIAN MUSEUM কোথায় অবস্থিত?

➥ কলকাতা।


২৩। কারাকোরাম পাস কোন দুটি দেশকে যুক্ত করে?

➥ পাকিস্তান ও চীন।


২৪। হযরত মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেন?

➥ আরবের মক্কা।


২৫। কোনো রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন?

➥ রাষ্ট্রপতি।


২৬। ভারতের সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন কে?

➥ লর্ড কর্নওয়ালিস।


২৭। দামোদরের প্রধান উপনদীর নাম কি?

➥ বরাকর।


২৮। UPI কবে চালু হয়?

➥ 2016 সালে।


২৯। কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন?

➥ রাজ্যসভা।


৩০। 'Silent Valley' কোন রাজ্যে অবস্থিত?

➥ কেরল।




Read More...

GK Questions in Bengali Part 49

GK Questions in Bengali Part 48

GK Questions in Bengali Part 47

GK Questions in Bengali Part 46

GK Questions in Bengali Part 45




আরও পড়ুন...

হাইকোর্টের বিচারপতিদের তালিকা - Chief Justice of All High Courts in India 2023

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India

ভারতের কৃষি - ভারতীয় কৃষির বৈশিষ্ট্য - ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান

গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস - Constituent Assembly and the History of Making Constitution of India in Bengali

180+ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনাম



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad