Lucent GK in Bengali Part 46 || GK Questions with Answers in Bengali
Lucent GK in Bengali Part 46 |
প্রিয় বন্ধুরা,
Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৮টি গুরুত্বপূর্ণ GK Questions with Answers in Bengali দেওয়া হল।
Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য GK Questions with Answers in Bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সব রকমের চাকরির পরীক্ষায় General Knowledge বিষয়ে প্রশ্ন থাকছে। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions with Answers in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Lucent GK in Bengali
১। ঘোড়ার কোন আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে?
➥ তৃতীয় আঙ্গুল।
২। ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেন?
➥ হ্যামিল্টন স্মিথ।
৩। প্রোটিনের পরিপাক স্থান কোনটি?
➥ পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র।
৪। মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?
➥ গ্যাসের চাপ ও উষ্ণতার উপর।
৫। কোন বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান মিলে গেলে সরণ কত হয়?
➥ শূন্য।
৬। কোন পরীক্ষা তরলের স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবকে প্রমাণ করে?
➥ ফ্রাঙ্কলিনের পরীক্ষা।
৭। কোন প্রক্রিয়ায় দ্রাব্যকে দ্রাবক থেকে আলাদা করা যায় না?
➥ পরিস্রবণ প্রক্রিয়ায়।
৮। স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
➥ প্রতিফলন ধর্মকে।
৯। নানক তাঁর শেষ জীবন কোথায় কাটান?
➥ পাঞ্জাবের কর্তারপুরে।
১০। গুরু অর্জনকে কার নির্দেশে হত্যা করা হয়?
➥ মোগল সম্রাট জাহাঙ্গীর।
১১। কার সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়ে যায়?
➥ রামদাস।
১২। সদর দেওয়ানী আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?
➥ ফোর্ট উইলিয়ামে।
১৩। অসম কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
➥ ১৮২১ সাল।
১৪। কোন সন্ধির মাধ্যমে 'প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ'এর অবসান ঘটে?
➥ সলবাইয়ের সন্ধি (১৭৮২ সাল)।
১৫। চার্লস উডের সুপারিশ অনুসারে কবে সরকারি দফতর খোলা হয়?
➥ ১৮৫৫ সাল।
১৬। 'শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন'এ কোন ভারতীয় অংশ নেন?
➥ স্বামী বিবেকানন্দ।
১৭। মুঘল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী মিঁয়া তানসেন কি জন্য বিখ্যাত ছিলেন?
➥ 'মেঘ মল্লার' রাগ সৃষ্টির জন্য।
১৮। 'বন্দিবাসের যুদ্ধ'এ কারা বিজয়ী হয়?
➥ ইংরেজরা।
১৯। 'সালাল প্রকল্প' কোন নদীর উপর তৈরি হয়েছে?
➥ চেনাব।
২০। 'নয় ডিগ্রি চ্যানেল' কোন কোন অঞ্চলকে আলাদা করেছে?
➥ কাভারাত্তি ও মিনিকয় দ্বীপপুঞ্জ।
২১। অন্ধ্রপ্রদেশের 'ঘামাম' কিজন্য বিখ্যাত?
➥ আকরিক লোহার জন্য।
২২। 'কোভালাম বিচ' ভারতের কোন রাজ্যে আছে?
➥ কেরল।
২৩। কোন নদী পাঞ্জাবের রোপারের কাছে মৈনাদেবীধর পর্বতে 'ভাকরা' নামে গভীর গিরিখাত সৃষ্টি করেছে?
➥ শতদ্রু।
২৪। ভারতের কোন জায়গায় প্রচুর পরিমাণে গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায়?
➥ পুরুলিয়া জেলা ও ছোটনাগপুর মালভূমিতে।
২৫। কোন কোন নদীর মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত?
➥ ব্লু নীল ও হোয়াইট নীল।
২৬। লাদাখ মালভূমিতে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
➥ শীতল মরু জলবায়ু।
২৭। কোন কোন সাগরে জোয়ার ভাটা হয় না?
➥ ভূমধ্যসাগর ও বাল্টিক সাগর।
২৮। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত?
➥ ২৪ ঘন্টা ৫২ মিনিট।
Read More...
> Lucent GK in Bengali Part 45
> Lucent GK in Bengali Part 44
> Lucent GK in Bengali Part 43
Please do not enter any spam link in the comment box.