Lucent GK in Bengali Part 45 || GK Questions with Answers in Bengali
Lucent GK in Bengali Part 45 |
প্রিয় বন্ধুরা,
Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ GK Questions with Answers in Bengali দেওয়া হল।
Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য GK Questions with Answers in Bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সব রকমের চাকরির পরীক্ষায় General Knowledge বিষয়ে প্রশ্ন থাকছে। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions with Answers in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Lucent GK in Bengali
১। মানুষের হাত কোন শ্রেণীর লিভার?
➥ তৃতীয়।
২। কোন রোগের কারণে মানুষের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে?
➥ অস্টিওপোরোসিস।
৩। বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়ে থাকে?
➥ যক্ষা।
৪। ছাপার অক্ষর তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়?
➥ টাইপ মেটাল।
৫। রাস্তার ধারে হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
➥ সোডিয়াম গ্যাস।
৬। কলেরা রোগটি কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্ট?
➥ ভিব্রিও কলেরি।
৭। বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয়?
➥ অক্সিন।
৮। শব্দের বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে?
➥ কঠিন।
৯। একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষের থেকে তীক্ষ্ণ কেন?
➥ কম্পাঙ্ক বেশি বলে।
১০। কবে "বাস্তিল দুর্গ" আক্রমণ করা হয়েছিল?
➥ ১৭৮৯ সালের ১৪ জুলাই।
Read: কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম
১১। কবে, কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয়?
➥ ১৭৯৮ সালে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।
১২। দ্বিতীয় পুলকেশী কে ছিলেন?
➥ চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা।
১৩। কোন সুলতান আগ্রা নগরটি তৈরি করান?
➥ সিকান্দার লোদী।
১৪। "সাংখ্যকারিকা" কার রচনা?
➥ ঈশ্বরকৃষ্ণ।
১৫। কোন ঘটনার পর মোহনদাস করমচাঁদ গান্ধী "অসহযোগ আন্দোলন" পরিত্যাগ করেন?
➥ চৌরিচৌরার ঘটনার পর।
১৬। মোগল স্থাপত্যরীতিতে কোন রীতির বিশেষ প্রভাব পড়েছিল?
➥ পারসিক।
১৭। কোন মোগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন?
➥ ঔরঙ্গজেব।
১৮। হর্ষবর্ধনের সময় প্রধান বৌদ্ধদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
➥ নালন্দা।
১৯। হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে?
➥ সমুদ্রগুপ্তের কথা।
২০। "রৌরকেলা স্টিল প্ল্যান্ট"এর জন্য প্রয়োজনীয় জল কোন নদী থেকে নেওয়া হয়?
➥ ব্রাহ্মণী নদী।
Read: ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
২১। ভারতের কোন রাজ্যের আগের নাম ছিল কামরূপ?
➥ অসম।
২২। ভারতের কোন রাজ্যের সিকিমের সঙ্গে সীমারেখা রয়েছে?
➥ পশ্চিমবঙ্গ।
২৩। কোন শহরে "অলকানন্দা" ও "ভাগীরথী" নদী একত্রিত হয়ে "গঙ্গা" নদী হয়েছে?
➥ দেবপ্রয়াগ।
২৪। ভারতের কোন রাজ্যকে "সমুদ্রের দান" বলে?
➥ কেরালা।
২৫। কত সালে মহারাষ্ট্রের টম্বেতে ভারতের পেট্রোরসায়ন শিল্পের সূচনা হয়?
➥ ১৯৬৬ সালে।
২৬। কোন দেশে সবথেকে বেশি আফিম চাষ হয়?
➥ আফগানিস্তান।
২৭। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন তৃণভূমিতে প্রচুর পশুপালন হয়?
➥ প্রেইরি।
২৮। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়?
➥ পুরুলিয়া।
২৯। পশ্চিমবঙ্গের ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত?
➥ কাগজ।
আরও পড়ুন...
> Lucent GK in Bengali Part 44
> Lucent GK in Bengali Part 43
> Lucent GK in Bengali Part 42
Please do not enter any spam link in the comment box.