Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 42

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 42

General Knowledge in Bengali Part 42
General Knowledge in Bengali Part 42

প্রিয় বন্ধুরা,

General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General Knowledge in Bengali হল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন সব রকমের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসছেই। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য General Knowledge in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



Buy this book...

2023 - Edition - Lucent's General Knowledge - English Medium




General Knowledge in Bengali


১। কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন?

➥ ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি।


২। টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে?

➥ শ্বেতসার।


৩। কোনো বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান মিলে গেলে সরণ কত হয়?

➥ শূন্য।


৪। কোন পরীক্ষা তরলের স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাবকে প্রমাণ করে?

➥ ফ্রাঙ্কলিনের পরীক্ষা।


৫। কোন প্রক্রিয়ায় দ্রাব কে দ্রাবক থেকে আলাদা করা যায় না?

➥ পরিস্রাবণ প্রক্রিয়ায়।


৬। পরিণত লোহিত কণিকা বিভাজনে অক্ষম কেন?

➥ নিউক্লিয়াস অনুপস্থিত।


৭। রক্তের সঞ্চয়স্থল কোন গ্রন্থি?

➥ প্লীহা।


৮। পটাশিয়াম নাইট্রেট কোথায় ব্যবহৃত হয়?

➥ কৃষিক্ষেত্রে/বারুদ তৈরিতে।


৯। কোন ধাতুর উপস্থিতির জন্য চকলেট ক্ষতিকর?

➥ নিকেল।


১০। 'ডি.এন.এ'এর গঠন কারা আবিষ্কার করেন?

➥ জেমস ডেওয়ে ওয়াটসন ও ফ্র্যান্সিস হ্যারি কম্পটন ক্রিক।


১১। কবে ব্রিটিশ সরকার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে?

➥ ১৯২৭ সাল।


১২। ভারতের কোন বিদেশি শাসনকর্তারা 'ক্ষত্রপ' উপাধি ধারণ করেন?

➥ উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা।


১৩। প্রয়াগের মেলা কী নামে পরিচিত ছিল?

➥ মহামোক্ষ ক্ষেত্র।


১৪। কোন শব্দ থেকে 'মোঙ্গল' শব্দটির উৎপত্তি হয়েছে?

➥ মোঙ্গ (এর অর্থ 'নির্ভীক')।


১৫। বীরবল কে ছিলেন?

➥ সম্রাট আকবরের মন্ত্রী।


১৬। কোন সুলতানকে 'পাগলা রাজা' বলে?

➥ মহম্মদ-বিন-তুঘলক।


১৭। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে বিবাহ করেন?

➥ সেলুকাস কন্যা হেলেন।


১৮। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন যখন সিংহাসনে বসেন, তখন বাংলার রাজধানী কোথায় ছিল?

➥ নবদ্বীপ।


১৯। কত সালে সেন বংশের অবসান ঘটে?

➥ ১২৬০।


২০। শশাঙ্ককে শাস্তি দেওয়ার জন্য হর্ষবর্ধন কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন?

➥ কামরূপের রাজা ভাস্করবর্মার সঙ্গে।


২১। 'মালাবার উপকূল' কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত বিস্তৃত?

➥ গোয়া থেকে কন্যাকুমারী।


২২। যোধপুর ও জয়সলমীর কোন প্রাকৃতিক শক্তির আদর্শ উৎপাদক স্থান?

➥ সৌরশক্তি।


২৩। ভারতের কোন শহরে টেলিফোন কেবল তৈরি হয়?

➥ মুম্বই।


২৪। ভারতের কোন শহরকে 'সূর্যোদয়ের শহর' বলা হয়?

➥ উদয়পুর।


২৫। 'হারমাট্টান' কোন অঞ্চলের শুষ্ক বায়ু?

➥ পশ্চিম আফ্রিকার গিনি উপকূলের।


২৬। মানস সরোবর লেক কোথায় আছে?

➥ চিন।


২৭। 'ভিক্টোরিয়া লেক' কোন দেশের সীমানায় অবস্থিত?

➥ নাইজেরিয়া।


২৮। ভারতের ১ নম্বর জাতীয় সড়ক কোন দুটি শহরকে সংযোগ করেছে?

➥ নতুন দিল্লি ও অমৃতসর।


২৯। ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়?

➥ ঘুসুরি (পশ্চিমবঙ্গের হুগলিতে)।


৩০। 'ভরতপুর পাখিরালয়' ভারতের কোন রাজ্যে আছে?

➥রাজস্থান।



Read More...

General Knowledge in Bengali Part 41

General Knowledge in Bengali Part 40

General Knowledge in Bengali Part 39

General Knowledge in Bengali Part 38

General Knowledge in Bengali Part 37 




আরও পড়ুন...

KP Constable Mock Test in Bengali - 29

KP Constable Mock Test in Bengali - 28

KP Constable Mock Test in Bengali - 27


SSC MTS GK Question in Bengali - 05

SSC MTS GK Question in Bengali - 04

SSC MTS GK Question in Bengali - 03



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad