Ads Area

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 37

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 37

GK Questions Bengali 2022 Part 37
GK Questions Bengali 2022 Part 37

প্রিয় বন্ধুরা,

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 27টি গুরুত্বপূর্ণ GK Questions Bengali 2022 দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions Bengali 2022 শেয়ার করলাম।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ GK Questions নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions Bengali 2022 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions Bengali 2022 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK Questions Bengali 2022 Part 37



১। ফানুসের কার্যনীতি কোন নীতির ওপর ভিত্তি করে?

➥ আর্কিমিডিসের নীতি।


২। কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন?

➥ ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি।


৩। টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

➥ তড়িৎশক্তি শব্দশক্তিতে।


৪। বায়ুমন্ডলে কোন গ্যাস দহনের সহায়ক?

➥ অক্সিজেন।


৫। কোন উভচর প্রাণী উড়তে পারে?

➥ রেকোফোরাস।


৬। কোন বস্তুকে ওপরদিকে ছুড়ে দিলে কেন তা আবার নিচে নেমে আসে?

➥ পৃথিবীর অভিকর্ষ বলের জন্য।


৭। ফটোগ্রাফিতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়?

➥ সিলভার ব্রোমাইড।


৮। দয়ারাম সাহানি কোন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন?

➥ হরপ্পা (১৯২১ সালে)।


৯। কোন ভাইসরয়ের আমলে 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয়?

➥ লর্ড ওয়েভেল।


১০। কোন বছর থেকে 'শকাব্দ' প্রচলিত হয়?

➥ ৭৮ সাল (কুষাণ বংশের রাজা কণিষ্ক এই 'শকাব্দ' প্রচলন করেন)।


১১। গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কি নামে পরিচিত?

➥ ধর্মচক্র প্রবর্তন।


১২। কোন পত্রিকা বিশেষভাবে 'নীল বিদ্রোহ'এর কথা তুলে ধরেছিল?

➥ হিন্দু প্যাট্রিয়ট।


১৩। শাহজাহানের আমলে তৈরি সৌধগুলিতে ভারতীয় রীতির সঙ্গে কোন স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায়?

➥ পারসিক।


১৪। রাইটার্সে 'অলিন্দ যুদ্ধ' কোন সালে হয়?

➥ ১৯৩০।


১৫। 'হান্টার কমিশন' কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল?

➥ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড।


১৬। ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল?

➥ নাগপুর।


১৭। কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?

➥ লাহোর।


১৮। হুগলি জেলার কোন জায়গায় মোটর গাড়ি তৈরি হত?

➥ হিন্দমোটরে।


১৯। সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?

➥ ১৯৮৫ সালে।


২০। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়?

➥ তুঙ্গভদ্রা।


২১। বোকারো কারখানাতে কোন নদীর জল ব্যবহৃত হয়?

➥ দামোদর।


২২। কোন শিল্পকে 'সব শিল্পের মেরুদন্ড' বলে?

➥ লৌহ ও ইস্পাত শিল্প।


২৩। কোন দেশের বৃহত্তম উপকূল আছে?

➥ কানাডা (২,০২,০৮০ কিলোমিটার)।


২৪। কোন দেশে সব থেকে বেশি সোনার খনি আছে?

➥ চিন।


২৫। কোন দেশে সব থেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়?

➥ কানাডা।


২৬। পশ্চিমবঙ্গের কোন শহরকে 'ভারতের গ্লাসগো' বলে?

➥ হাওড়া।


২৭। পশ্চিমবঙ্গের সব থেকে ছোট প্রতিবেশী দেশ কোনটি?

➥ ভুটান।




Read More...

GK Questions Bengali 2022 Part 36

GK Questions Bengali 2022 Part 35

GK Questions Bengali 2022 Part 34



✤ Buy This Book

Objective General Knowledge - 2023 (Bengali Version)


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad