Ads Area

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 35

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 35

GK Questions Bengali 2022
GK Questions Bengali 2022

প্রিয় বন্ধুরা,

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 29টি গুরুত্বপূর্ণ GK Questions Bengali 2022 দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions Bengali 2022 শেয়ার করলাম।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ GK Questions নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions Bengali 2022 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions Bengali 2022 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK Questions Bengali 2022 Part 35


১। 'জলাতঙ্ক' রোগ মূলত শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে?

➥ স্নায়ুতন্ত্রকে।


২। রক্তে কার্বন-ডাই-অক্সাইড বাড়লে শ্বাসক্রিয়া কেমন হয়?

➥ বাড়ে।


৩। এক কাপ চায়ে কত মিলিগ্রাম ক্যাফিন পাওয়া যেতে পারে?

➥ ৬০ মিলিগ্রাম।


৪। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোন তত্ত্বে পাওয়া যায়?

➥ ল্যামার্কের তত্ত্বে।


৫। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ কোন গ্যাসের সংস্পর্শে বাদামি রং ধারণ করে?

➥ অক্সিজেন।


৬। কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সুতো নির্গত হয়?

➥ স্পিনারেট।


৭। ইনফুয়েঞ্জা জীবাণু প্রতিরোধে কোন ওষুধ প্রয়োগ করা হয়?

➥ অ্যামান্টাডিন।


৮। কে অ্যাভোকাড্র সংখ্যার মান নির্ণয় করেন?

➥ মার্কিন পদার্থবিদ রবার্ট অ্যান্ড্রুস মিলিকান।


৯। গমনকালে, মানব দেহের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা নেয়?

➥ লঘু মস্তিষ্ক।


১০। প্লবতা সর্বদা কোনদিকে ক্রিয়া করে?

➥ অভিকর্ষের বিপরীতে।


১১। 'ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন' কত সালে বিধিবদ্ধ হয়?

➥ ১৯০৪ সালে।


১২। 'মিলিন্দপঞ্‌হ' বইটি কার লেখা?

➥ মিনান্দারের।


১৩। 'হান্টার কমিটি' কবে তৈরি হয়?

➥ ১৯১৯ সালে।


১৪। পি. এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল?

➥ রাসবিহারী বসু।


১৫। মহাবীরের মৃত্যু হয় কোথায়?

➥ পাবা নগরীতে।


১৬। কার রাজসভায় 'অষ্টদিগগজ' দেখা যায়?

➥ কৃষ্ণদেব রায়।


১৭। মুঘল আমলে 'জিজিয়া' নামের করটি কাদের কাছ থেকে আদায় করা হত?

➥ হিন্দুদের কাছ থেকে।


১৮। কংগ্রেসের সুরাত অধিবেশন কবে হয়?

➥ ১৯০৭ সালে।


১৯। কত সালে গজনীর সুলতান মাহমুদ বিখ্যাত সোমনাথ মন্দির আংশিকভাবে ধ্বংস করে লুট করেন?

➥ ১০২৪ সালে।


২০। ১৮৫৭ সালের মহাবিদ্রোহে ভারতের শতকরা কত ভাগ দেশীয় রাজন্যবর্গ যোগ দেন?

➥ মাত্র ১%।


২১। বায়ুপ্রবাহ কোন সূত্র মেনে চলে?

➥ ফেরেলের সূত্র।


২২। কোন ভূমিরূপকে 'ডিম ভর্তি ঝুড়ি' বলে?

➥ ড্রামলিনকে।


২৩। ভারতে প্রথম কোন শহরে 'পেট্রো-রাসায়নিক কারখানা' গড়ে উঠেছিল?

➥ ট্রম্বে।


২৪। নদীর ক্ষয় করার শেষ সীমা কোথায়?

➥ সমুদ্রতল (সমুদ্রপৃষ্ঠ)।


২৫। 'রাউরকেল্লা ইস্পাত কারখানা' কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?

➥ জার্মানি।


২৬। 'কাকড়াপাড়া প্রকল্প' কোন নদীর উপর অবস্থিত?

➥ তাপ্তি।


২৭। পৃথিবীর কোন মহাদেশে সবথেকে কম সমভূমি দেখা যায়?

➥ আফ্রিকা মহাদেশে।


২৮। কোন দিন সূর্যের উত্তরায়ণ শুরু হয়?

➥ ২১ ডিসেম্বর।


২৯। পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল?

➥ মেরু অঞ্চলে।



Read More...

GK Questions Bengali 2022 Part 34

GK Questions Bengali 2022 Part 33

GK Questions Bengali 2022 Part 32




আরও পড়ুন...

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা

নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি? নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad