Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 || জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 32

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 || জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 32

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022

প্রিয় বন্ধুরা,

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 32 ::


১। একক সময়ে বস্তুর সরণকে কি বলে?

➥ বেগ।


২। কৃত্রিম উপগ্রহতে কোনো দেহের ওজন কত?

➥ শূন্য।


৩। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে কোন যন্ত্র?

➥ মোডেম।


৪। উড়ন্ত বেলুন কোন গ্যাস দিয়ে ভর্তি করা হয়?

➥ হিলিয়াম।


৫। পোড়া চুনের রাসায়নিক নাম কি?

➥ ক্যালসিয়াম অক্সাইড।


৬। ছত্রাক বিষয়ক বিদ্যাকে কি বলে?

➥ মাইকোলজি।


৭। ট্রানজিস্টারের কাঠামো তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত হয়?

➥ সিলিকন।


৮। স্টেনলেস স্টিল কি কি মিশ্রণে গঠিত?

➥ স্টিল, ক্রোমিয়াম ও নিকেল।


৯। গাড়ির ব্যাটারি তৈরির জন্য কোন অ্যাসিড লাগে?

➥ লঘু সালফিউরিক অ্যাসিড।


১০। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করেন?

➥ হেনরিথ রুডলফ হার্জ।


১১। মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন?

➥ গুপ্ত যুগ।


১২। 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

➥ জীমূতবাহন।


১৩। 'কৌলিন্য প্রথা' কে প্রচলন করেন?

➥ বল্লাল সেন।


১৪। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

➥ অপরাজিত।


১৫। 'ঠান্ডা যুদ্ধ' কথাটি কার উক্তি?

➥ ওয়াল্টার লিপম্যান।


১৬। রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়?

➥ লেনিনের।


১৭। 'বান্দুং সম্মেলন' কবে অনুষ্ঠিত হয়?

➥ ১৯৫৫ সালে।


১৮। কাদের 'নর্ডিক' বলা হত?

➥ আর্যদের।


১৯। 'নানাঘাট শিলালিপি' কার সময়ে খোদিত হয়?

➥ সাতবাহন রাজা প্রথম সাতকর্ণী।


২০। কলহন রচিত 'রাজতরঙ্গিনী' গ্রন্থ থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়?

➥ কাশ্মীরের ইতিহাস।


২১। কোন নদী দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর ভারতকে আলাদা করেছে?

➥ নর্মদা।


২২। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?

➥ সেন্ট লরেন্স।


২৩। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়?

➥ তুঙ্গভদ্রা।


২৪। কোন পুন্যতীর্থ আগে 'কপিল' নামে পরিচিত ছিল?

➥ হরিদ্বার।


২৫। ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কত?

➥ দ্বিতীয়।


২৬। পক প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে?

➥ ভারত ও শ্রীলঙ্কা।


২৭। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি?

➥ মানস।


২৮। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?

➥ যমুনোত্রী।


২৯। কোন স্থানে গঙ্গা, সমভূমিতে অবতরণ করেছে?

➥ হরিদ্বারে।


৩০। 'জাপভো' কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?

➥ কোহিমা।



আরও পড়ুন...

◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ২৭

◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ২৮

◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ২৯

◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ৩০

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 পর্ব - ৩১




আরও পড়ুন...

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad