Ads Area

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 01

Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 01

Kolkata Police Constable Mock Test 2022
Kolkata Police Constable Mock Test 2022

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের জন্য থাকছে Kolkata Police Constable Mock Test 2022 | KP Constable 2022 GK in Bengali Part - 01


কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী Kolkata Police Constable Mock Test 2022 এই পর্বগুলি বানানো হয়েছে। KP Constable 2022 GK in Bengali Part - 01 এই পর্বে গুরুত্বপূর্ণ 35 টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হল।


আপনারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই এই Kolkata Police Constable Mock Test 2022 পর্বগুলি দেখুন। Kolkata Police Exam Special GK প্রশ্ন উত্তর গুলি আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি ও মেন পরীক্ষা ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর গুলি ভালোভাবে দেখে নিন।




Kolkata Police Constable Mock Test 2022


1. 26 নভেম্বর 1949 ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল?





উত্তরঃ (A) নাগরিকতা

 

2. সংবিধানের নবম তালিকা যুক্ত করা হয় কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে?





উত্তরঃ (B) প্রথম সংবিধান সংশোধন

 

3. সংবিধানের সকল অংশ (মৌলিক অধিকারসহ) সংশোধন করা যাবে বলা হয় সংবিধানের কত তম সংশোধনে?





উত্তরঃ (B) 24 তম

 

4. কত তম সংবিধান সংশোধনে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?





উত্তরঃ (C) 36 তম

 

5. কত তম সংবিধান সংশোধনকে 'Mini Constitution' বলা হয়?





উত্তরঃ (D) 42 তম

 

6. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে?





উত্তরঃ (A) 44 তম

 

7. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল?





উত্তরঃ (C) পন্ডিত জওহরলাল নেহেরু

 

8. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে মিজোরাম 23 তম রাজ্যের মর্যাদা পায়?





উত্তরঃ (B) 53 তম

 

9. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?





উত্তরঃ (D) 56 তম

 

10. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে অরুণাচল প্রদেশ 24 তম রাজ্যের মর্যাদা পায়?





উত্তরঃ (A) 55 তম

 

11. কত তম সংবিধান সংশোধনে সংবিধানের হিন্দি সংস্করণ করা হয়?





উত্তরঃ (C) 58 তম

 

12. দিল্লিকে National Capital Teritory-র মর্যাদা দেওয়া হয় কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে?





উত্তরঃ (C) 69 তম

 

13. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের নিম্নতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?





উত্তরঃ (A) 61 তম

 

14. কে মন্তব্য করেছিলেন যে, প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি?





উত্তরঃ (C) আর্নেস্ট বার্কার

 

15. 6 - 14 বছরের শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি পায় কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে?





উত্তরঃ (C) 86 তম

 

16. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল?





উত্তরঃ (A) 42 তম

 

17. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পুনরায় 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে?





উত্তরঃ (B) 44 তম

 

18. জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 'সশস্ত্র বিদ্রোহ' কথাগুলি কত তম সংবেধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল?





উত্তরঃ (B) 44 তম

 

19. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য সরকার সমূহকে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বাধ্য করা হয়?





উত্তরঃ (C) 73 তম

 

20. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1 জুলাই 2017 থেকে GST চালু হয়?





উত্তরঃ (A) 101 তম

 

21. প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়?





উত্তরঃ (D) 1951

 

22. স্বাধীনতার পূর্বে রাজ পরিবারদের ভাতা প্রদানের যে প্রথা ছিল, সেটির অবসান কোন সংবিধানিক সংশোধনের মাধ্যমে ঘটে?





উত্তরঃ (B) 26 তম

 

23. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়?





উত্তরঃ (C) 42 তম

 

24. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তফসিলে সিন্ধিকে 15 তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?





উত্তরঃ (A) 21 তম

 

25. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সরকারি সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ করা হয়েছে?





উত্তরঃ (B) 93 তম

 

26. সংবিধান সভার অস্থায়ী অধ্যক্ষ কে ছিলেন?





উত্তরঃ (D) সচিদানন্দ সিনহা

 

27. সংবিধান সভার স্থায়ী অধ্যক্ষ কে ছিলেন?





উত্তরঃ (D) ডঃ রাজেন্দ্র প্রসাদ

 

28. সংবিধান সভার প্রারুপ সমিতির অধ্যক্ষ কে ছিলেন?





উত্তরঃ (A) ডঃ ভীমরাও আম্বেদকর

 

29. ভারতীয় সংবিধান কবে লাগু করা হয়েছিল?





উত্তরঃ (A) 26 জানুয়ারি 1950

 

30. সংবিধানের অনুচ্ছেদ 1 এ ভারতকে কি বলা হয়েছে?





উত্তরঃ (C) রাজ্যের সংঘ

 

31. বিশ্বের সবচেয়ে বড় ও জটিল সংবিধান কোন দেশের?





উত্তরঃ (B) ভারত

 

32. ভারতের সংবিধানে নীতি-নির্দেশক সিদ্ধান্ত কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে?





উত্তরঃ (D) আয়ারল্যান্ড

 

33. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?





উত্তরঃ (C) ডঃ ভিমরাও আম্বেদকর

 

34. জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে কবে স্বীকৃতি করা হয়েছে?





উত্তরঃ (B) 1950

 

35. নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয়?





উত্তরঃ (B) সম্পত্তির অধিকার




Read More...

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব

ব্যাঙ্কের সংযুক্তিকরণ সম্পর্কিত তথ্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad