GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 36
GK Questions Bengali 2022 Part 36 |
প্রিয় বন্ধুরা,
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ GK Questions Bengali 2022 দেওয়া হল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions Bengali 2022 শেয়ার করলাম।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ GK Questions নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions Bengali 2022 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions Bengali 2022 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
GK Questions Bengali 2022 Part 36
১। শীতপ্রধান দেশে থার্মোমিটারে পারদের থেকে অ্যালকোহল বেশি ব্যবহৃত হয় কেন?
➥ অ্যালকোহলের হিমাঙ্ক অনেক কম।
২। হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
➥ স্যালিক্স কাঠ।
৩। পেট্রোলিয়ামের গুণগত মান পরীক্ষা করা হয় কিসের সাহায্যে?
➥ অকটেন সংখ্যা দিয়ে।
৪। কোন ছেলের বাবা ও মায়ের শরীরে একটি জিন হিমোফিলিয়া আক্রান্ত থাকলে ছেলেটির হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতটা?
➥ ৫০%।
৫। মাইক্রোস্কোপ ছাড়া আর কোন ব্যবস্থার মাধ্যমে কোশের গঠন জানা যায়?
➥ অটোরেডিওগ্রাফি।
৬। রেশম মথে কার ভিতরে পিউপা থাকে?
➥ কুকুন।
৭। ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন?
➥ বাষ্পমোচনের হার কমানোর জন্য।
৮। 'ল্যানভল্টের অধঃক্ষেপণ' পরীক্ষায় ল্যাভঁয়সিয়ে কোন কোন পদার্থ ব্যবহার করেন?
➥ ফেরাস সালফেট ও সিলভার সালফেট।
৯। 'তারপিন তেল' কোন গ্যাস শোষণ করে?
➥ ওজন।
১০। একটি তড়িৎকোশে তড়িৎ পরিবহন কার মাধ্যমে হয়?
➥ আয়নের মাধ্যমে।
১১। শিবাজী ক'বার সুরাট লুট করেন?
➥ দু'বার (১৬৬৪ সাল ও ১৬৭০ সাল)।
১২। গুরু গোবিন্দ সিংহ কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি?
➥ মোগল শক্তি।
১৩। কৌটিল্যের 'অর্থশাস্ত্র' বইটি কোন বিষয় নিয়ে লেখা?
➥ রাষ্ট্রবিজ্ঞান।
১৪। আলি হায়দার কোন রোগে মারা যান?
➥ ক্যান্সার।
১৫। কার নির্দেশে শের আফগান নিহত হন?
➥ জাহাঙ্গীরের নির্দেশে।
১৬। শিখ গুরু রামদাস তার ভাই গুরুদাসকে খালসা ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠান?
➥ আগ্রায়।
১৭। ফরাসিরা ভারতে সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
➥ সুরাতে।
১৮। গুরু গোবিন্দ সিং কত সালে 'খালসা' প্রতিষ্ঠা করেন?
➥ ১৬৬৯ খ্রিস্টাব্দ।
১৯। কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ?
➥ মথুরা।
২০। 'পোস্ট এন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➥ ১৮৫৩।
২১। হ্যালির ধুমকেতু কত বছর অন্তর আকাশে দেখা যায়?
➥ ৭৬ বছর।
২২। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরটির ওপর দিয়ে কোন রেলপথ প্রসারিত হয়েছে?
➥ উত্তর-পূর্ব সীমান্ত রেলপথ।
২৩। ভারতের কোন সংস্থা জাতীয় সড়কপথ বা রাজপথ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে?
➥ সিপিডব্লিউডি।
২৪। 'ডানকান প্যাসেজ' কোথায় আছে?
➥ রুট ল্যান্ড ও ক্ষুদ্র আন্দামানের মাঝে।
২৫। কোন সমুদ্র জাহাজ চলাচলের উপযোগী নয়?
➥ সারগাসো সমুদ্র (আগাছায় ভরা)।
২৬। প্রাকৃতিক রাবারের থেকে সিন্থেটিক রাবারের ব্যবহার বাড়ছে কোন কারণে?
➥ সিন্থেটিক রাবারের স্থায়িত্ব বেশি।
২৭। কোন দেশ পৃথিবীতে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে সর্বোত্তম?
➥ চিন।
২৮। পশ্চিমবঙ্গের কোন স্থান 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' নামে পরিচিত?
➥ শিলিগুড়ি।
২৯। মৌসিনরামে বছরে গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়?
➥ ১,৩৯২।
৩০। পৃথিবীর সবথেকে উঁচু মোটর চলাচলযোগ্য পথ কোনটি
➥ খারদুংলা পাস।
Read More...
◾ GK Questions Bengali 2022 Part 35
◾ GK Questions Bengali 2022 Part 34
◾ GK Questions Bengali 2022 Part 33
আরও পড়ুন...
◾ বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি
◾ মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম
◾ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা
Please do not enter any spam link in the comment box.