December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 5December 2022 Current Affairs in Bengali
প্রিয় বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম December 2022 Current Affairs in Bengali - Part 5 যেখানে থাকছে ৫৭টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।
December 2022 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ডিসেম্বর ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে December 2022 Current Affairs in Bengali এর Part 5 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
December 2022 Current Affairs in Bengali - Part 5
১) ভারতের কোন রাজ্যে 'মোপা আন্তর্জাতিক বিমানবন্দর'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- গোয়া।
২) ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট আইডি জেনারেশন' বিভাগে প্রথম পুরস্কার পেল?
উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।
৩) 'জাতীয় শক্তি সংরক্ষণ দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ১৪ ডিসেম্বর।
৪) গুজরাতের মুখ্যমন্ত্রী এখন কে?
উত্তরঃ- ভূপেন্দ্র প্যাটেল।
৫) 'এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন'এর ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তরঃ- সুনীল।
৬) ভারতের কোন রাজ্যের বন বিভাগ 'ভানিকরণ' (বনায়ন) প্রকল্প চালু করল?
উত্তরঃ- কেরালা (আক্রমণাত্মক গাছপালা (বিশেষত 'সেন্না স্পেক্ট্যাবিলিস') নির্মূল করতে ও প্রাকৃতিক বন পুনরুদ্ধার করতে এই প্রকল্পটি চালু করা হয়েছে)।
৭) সম্প্রতি কে 'সুপ্রিম কোর্ট'এর বিচারপতি হিসাবে শপথ নিলেন?
উত্তরঃ- দীপঙ্কর দত্ত।
৮) ভারতে বিজয় দিবস কবে পালিত হয়?
উত্তরঃ- ১৬ ডিসেম্বর (১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনার জয়কে স্মরণ করতে এই দিনটি পালিত হয়)।
৯) কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি হাইপারসনিক ভেইক্যল টেস্ট রান করল?
উত্তরঃ- ইসরো।
১০) ভারতের কোন রাজ্যের 'গামছা' (আঞ্চলিক ভাষায় 'গামোসা' নামে পরিচিত) জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল?
উত্তরঃ- অসম।
১১) বিশ্বের প্রথম দেশ হিসাবে, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত স্পেকট্রামের নিলাম করবে কোন দেশ?
উত্তরঃ- ভারত।
১২) গুজরাত বিধানসভার অধ্যক্ষ পদে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ- শঙ্কর চৌধুরী।
১৩) এবছর নভেম্বরে, ইরাক ও সৌদি আরবকে অতিক্রম করে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশে পরিণত হল কোন দেশ?
উত্তরঃ- রাশিয়া।
১৪) বিশ্বের প্রথম দেশ হিসাবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করে আইন পাস করল কারা?
উত্তরঃ- নিউজিল্যান্ড।
১৫) ২০২৩-'২৪ সালের জন্য, 'কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ- ড. প্রতাপ চন্দ্র রথ।
১৬) 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র প্রধান বিজ্ঞানী কে?
উত্তরঃ- ড. জেরেমি ফারার।
১৭) ২০২২ সালে অষ্টম 'ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব' কোথায় হবে?
উত্তরঃ- ভোপাল।
১৮) কোন এয়ারলাইন কোম্পানি 'জিএমআর দিল্লী বিমানবন্দর পুরস্কার'এ, 'বর্ষসেরা সেফটি পারফর্মার' পুরস্কার পেল?
উত্তরঃ- স্পাইসজেট।
১৯) ভারত কোন দেশের সঙ্গে 'সূর্য কিরণ' নামে যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া করেছে?
উত্তরঃ- নেপাল।
২০) 'রাষ্ট্রসঙ্ঘ'এর বিচারে, প্রাকৃতিক বিশ্বকে পুনরুজ্জীবিত করার জন্য, বিশ্বের শীর্ষ ১০টি পুনরুদ্ধার প্রকল্পগুলির মধ্যে একটি হিসাবে স্থান পেল ভারতের কোন প্রকল্প?
উত্তরঃ- নমামি গঙ্গে।
২১) বিশ্বের কোন শহর ২০২৫ সালের এপ্রিলের পর তৈরি হওয়া প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করল?
উত্তরঃ- জাপানের রাজধানী শহর টোকিও।
২২) 'রক্তসে কার্পো এপ্রিকট' জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ট্যাগ পেল। এটি ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পণ্য?
উত্তরঃ- লাদাখ।
২৩) ফ্রান্স থেকে ভারতে এল শেষতম তথা ৩৬ তম রাফাল যুদ্ধবিমান। এটিকে কোথায় রাখা হয়েছে?
উত্তরঃ- পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এয়ারবেসে।
২৪) ডেনমার্কের প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- মেট ফ্রেডেরিকসেন।
২৫) ২০৩১ সালের মধ্যে মোট কটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার পরিকল্পনা নিল ভারত?
উত্তরঃ- ২০টি।
২৬) কলম্বিয়ার বোগোতায়, ১৯ তম 'আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড'এ মোট কটি সোনার পদক পেল ভারত?
উত্তরঃ- ৬টি।
২৭) ভারতের কোন রাজ্যের গোল্ড সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করতে বিধেয়ক পাস করল রাজ্যসভা?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
২৮) 'অগ্নি-৫' নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল কোন দেশ?
উত্তরঃ- ভারত।
২৯) ভারতের কোন রাজ্য সরকার দেশীয় বদ্রি গরুর জিনগত উন্নতি ঘটানোর সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- উত্তরাখণ্ড।
৩০) 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ১৮ ডিসেম্বর।
৩১) আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত আইরিস নেতা লিও ভারাদকর।
৩২) মার্কিন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন'এর তরফ থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের নিরিখে বিশ্বে কততম স্থান পেল ভারত?
উত্তরঃ- তৃতীয়।
৩৩) কোন প্রতিষ্ঠানকে 'তামাকমুক্ত অঞ্চল' হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ- 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস' নয়াদিল্লী।
৩৪) কোন অভিধান 'উওম্যান' ও 'ম্যান' শব্দের সংজ্ঞায় নতুন সংযোজন আনল?
উত্তরঃ- কেমব্রিজ।
৩৫) 'জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ১৮ ডিসেম্বর।
৩৬) হিংসাত্মক বিক্ষোভ দমন করতে কোন দেশ ৩০ দিনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করল?
উত্তরঃ- পেরু।
৩৭) এবছর ১৫ থেকে ২২ ডিসেম্বর, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এর কততম সংস্করণ হয়েছে?
উত্তরঃ- ২৮ তম।
৩৮) কোন দেশকে রাষ্ট্রসঙ্ঘের নারী অধিকার সংস্থা থেকে বহিষ্কার করা হল?
উত্তরঃ- ইরান।
৩৯) 'আন্তর্জাতিক মানব সংহতি দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ২০ ডিসেম্বর।
৪০) 'হার্ভার্ড বিশ্ববিদ্যালয়'এর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে?
উত্তরঃ- ক্লাউডিন গে।
৪১) 'গতি শক্তি বিশ্ববিদ্যালয়'এর প্রথম চ্যান্সেলর কে?
উত্তরঃ- কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
৪২) এবছর 'গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স' রিপোর্ট অনুযায়ী, ভারতের স্থান কত?
উত্তরঃ- ৬৮।
৪৩) এবছর 'আন্তর্জাতিক আর্টস উৎসব' কোথায় হয়েছে?
উত্তরঃ- দিল্লি।
৪৪) রাজ্যের সব প্রকল্পগুলির সুবিধা পেতে, আধার কার্ড থাকা বাধ্যতামূলক (অপ্রাপ্তবয়স্ক শিশু ছাড়া) করল কারা?
উত্তরঃ- তামিলনাড়ু।
৪৫) কোন দেশ ২০২৮-'২৯ মেয়াদের জন্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদের জন্য প্রার্থী ঘোষণা করল?
উত্তরঃ- ভারত।
৪৬) কে ২,৫০০ বছরের পুরনো সংস্কৃত ব্যাকরণের জটিল সূত্র সমাধান করে নজির গড়লেন?
উত্তরঃ- ভারতীয় গবেষক তথা ছাত্র ঝষি রাজপোপাট।
৪৭) কোথায় ভারতের দীর্ঘতম এসকেপ টানেল চালু করল 'ভারতীয় রেলওয়ে'?
উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।
৪৮) 'জাতীয় কৃষক দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ২৩ ডিসেম্বর (ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং'এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়)।
৪৯) ২০২২ সালে কে 'মিসেস ওয়ার্ল্ড' খেতাব জিতলেন?
উত্তরঃ- ভারতের সরগম কৌশল।
৫০) 'নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার'এর চেয়ারপার্সন কে?
উত্তরঃ- 'সুপ্রিম কোর্ট'এর প্রাক্তন বিচারপতি হেমন্ত গুপ্তা।
৫১) এবছর 'সোশ্যাল প্রোগ্রেস ইনডেক্স'এ ভারতের স্থান কত?
উত্তরঃ- ১১০।
৫২) 'পুমা ইন্ডিয়া'র প্রচার দূত এখন কে?
উত্তরঃ- বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
৫৩) এবছর ৪৮ তম জিএসটি কাউন্সিল মিটিং কোথায় হয়েছে?
উত্তরঃ- নয়াদিল্লি।
৫৪) 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, কে 'নভেম্বরের সেরা পুরুষ খেলোয়াড়'এর স্বীকৃতি পেলেন?
উত্তরঃ- ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার।
৫৫) 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, কে 'নভেম্বরের সেরা মহিলা খেলোয়াড়'এর স্বীকৃতি পেলেন?
উত্তরঃ- পাকিস্তানের ক্রিকেটার সিদ্রা আমিন।
৫৬) এবছর কে পুরুষদের বিভাগে 'আন্তর্জাতিক টেনিস ফেডারেশন' বিশ্ব চ্যাম্পিয়নের পুরস্কার পেলেন?
উত্তরঃ- স্প্যানিশ টেনিস তারকার রাফায়েল নাদাল।
৫৭) এবছর কে মহিলাদের বিভাগে 'আন্তর্জাতিক টেনিস ফেডারেশন' বিশ্ব চ্যাম্পিয়নের পুরস্কার পেলেন?
উত্তরঃ- পোলিশ টেনিস তারকা ইগা সুইয়াটেক।
Read More...
◾ December 2022 Current Affairs - Part 4
◾ December 2022 Current Affairs - Part 3
◾ December 2022 Current Affairs - Part 2
◾ December 2022 Current Affairs - Part 1
Please do not enter any spam link in the comment box.