Ads Area

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 2

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 2

December 2022 Current Affairs in Bengali
December 2022 Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম December 2022 Current Affairs in Bengali - Part 2 যেখানে থাকছে ৪৬টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


December 2022 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ডিসেম্বর ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে December 2022 Current Affairs in Bengali এর Part 2 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




Read More...

December 2022 Current Affairs in Bengali Part 1




December 2022 Current Affairs in Bengali - Part 2


১) 'ইন্টারন্যাশনাল কমিটি ফর ওয়েটস অ্যান্ড মেজার্স'এর সদস্য হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- বেণু গোপাল আচন্ত।



২) ২০২৩ সালে 'প্রজাতন্ত্র দিবস'এর জন্য, কাকে সম্প্রতি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানালো ভারত?


উত্তরঃ- মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি।



৩) 'জল জীবন সার্ভেক্ষণ-২০২৩' অনুসারে, উত্তরপ্রদেশের কোন জেলা সম্প্রতি এক মাসে সর্বোচ্চ সংখ্যক কলের জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে শীর্ষে স্থান পেল?


উত্তরঃ- শাহজাহানপুর (শুধুমাত্র অক্টোবরেই ২৮,৪১৯টি কলের জলের সংযোগ হয়েছে এই জেলায়)।



৪) ২০২২ সালে ভারতের কোন রাজ্যে 'সাঙ্গাই উৎসব' অনুষ্ঠিত হয়েছে?


উত্তরঃ- মনিপুর।



৫) কাজাখ-ই-স্তানের প্রেসিডেন্ট এখন কে?


উত্তরঃ- কাসিম-জোমার্ট টোকায়েভ।



৬) কোথায় সম্প্রতি ৬০০ মেগাওয়াটের কামং হাইড্রো পাওয়ার স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



৭) ভারতের নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অরুণ গোয়েল।



৮) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে?


উত্তরঃ- মহারাষ্ট্র।



৯) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি এই প্রথমবার, ৩ জন রূপান্তরকামী ব্যক্তিকে সরকারি স্কুলের শিক্ষক হিসেবে বেছে নিয়ে ইতিহাস গড়ল?


উত্তরঃ- কর্ণাটক সরকার (এই ৩ জন হলেন সুরেশ বাবু, রবি কুমার ওয়াই আর ও অশ্বথামা)।



১০) ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি বার্ষিক যুব উৎসব 'সোনজাল-২০২২' অনুষ্ঠিত হয়েছে?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।



১১) সম্প্রতি প্রয়াত বিক্রম গোখলে (৭৭ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?


উত্তরঃ- অভিনয়।



১২) সম্প্রতি চেন্নাইয়ের কাট্টুপল্লীতে, ৪টি সার্ভে ভেসেল (বড়) প্রকল্পের তৃতীয় জাহাজ চালু করলো ভারতীয় নৌবাহিনী। জাহাজটির নাম কি?


উত্তরঃ- ইক্ষক।



১৩) 'জাতীয় সংবিধান দিবস' উপলক্ষে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনলাইনে পড়ার জন্য কে সম্প্রতি একটি পোর্টাল চালু করলেন?


উত্তরঃ- কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (পোর্টালটি হল readpreamble.nic.in)।



১৪) গোয়ায় আয়োজিত, 'ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ কোন চলচ্চিত্র সম্প্রতি 'প্রসাদ ডিআই পুরস্কার' পেল?


উত্তরঃ- বিপ্লব সরকার পরিচালিত বাংলাদেশি ফিচার চলচ্চিত্র 'আগন্তুক'।



১৫) মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শদাতা সংস্থা 'মর্নিং কনসাল্ট'এর তরফ থেকে প্রকাশিত 'গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংস'এর তথ্য অনুযায়ী কে সম্প্রতি বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার শিরপা পেলেন?


উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (৭৭% অনুমোদন রেটিং পেয়েছেন তিনি)।



১৬) দেশের প্রথম ইন্টিগ্রেটেড রকেট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং ও টেস্টিং সুবিধা কোথায় চালু হবে?


উত্তরঃ- তেলেঙ্গানার হায়দ্রাবাদ।



১৭) রাজ্যের মহিলা ও শিশুদের মধ্যে রক্তাল্পতা সমস্যা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'অ্যামোনিয়া মুক্ত লক্ষ্য অভিযান' চালু করল?


উত্তরঃ- ওড়িশা।



১৮) সম্প্রতি রাজ্যের মাদুরাই জেলার অরিত্তাপট্টি ও মীনাক্ষীপুরম গ্রামগুলিকে প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল তামিলনাড়ু সরকার। এই স্থানটি এবার থেকে কি নামে পরিচিত হবে?


উত্তরঃ- অরিত্তাপট্টি জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান।



১৯) ২০২২ সালে, কে রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান 'চ্যাম্পিয়ন্স অফ দ্যা আর্থ' পুরস্কার পেলেন?


উত্তরঃ- ভারতীয় বন্যপ্রাণী জীববিজ্ঞানী ড. পূর্ণিমা দেবী বর্মন (বাস্তুতন্ত্র সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য, 'উদ্যোক্তা দৃষ্টি' বিভাগে এই পুরস্কার পেলেন তিনি)।



২০) কোন দেশ সম্প্রতি 'আত্মহত্যা প্রতিরোধ নীতি' ঘোষণা করল?


উত্তরঃ- ভারত।



২১) ভারতের প্রথম 'জি-২০ শেরপা সভা' কোথায় আয়োজিত হবে?


উত্তরঃ- রাজস্থানের উদয়পুর শহর।



২২) কে সম্প্রতি ফ্রান্স সরকারের তরফ থেকে, 'শেভালিয়র দে এল অরড্রে ন্যাশনাল ডু মেরিট' সম্মান পেলেন?


উত্তরঃ- পায়েল এস. কানওয়ার (ইন্দো-ফ্রেঞ্চ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ডিরেক্টর জেনারেল তিনি)।



২৩) সম্প্রতি গুয়াহাটিতে, বার্ধক্যজনিত কারণে মারা গেল চোরা শিকারিদের খুঁজে বের করার জন্য মোতায়েন করা ভারতের প্রথম কুকুর। কুকুরটির নাম কি?


উত্তরঃ- জোরবা।



২৪) কে সম্প্রতি ফ্রান্সের প্যারিসে 'গার্ড অফ অনার' সম্মান পেলেন?


উত্তরঃ- সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।



২৫) সম্প্রতি ভারতকে ছাড়াই, ভা'রত মহাসাগর'এর বাণিজ্য, বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক আয়োজন করল চীন। এই বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ছিল মোট কটি দেশ?


উত্তরঃ- ১৯টি।



২৬) ভারতের প্রথম কোন রাজ্যের প্রতিটি জেলায় ১০০% ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করল 'রিলায়েন্স জিও'?


উত্তরঃ- গুজরাত।



২৭) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন কে?


উত্তরঃ- আনওয়ার ইব্রাহিম।



২৮) 'অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন'এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- টি. জি. সিথারাম।



২৯) 'খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- বিনীত কুমার।



৩০) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার জন্য, কোন দেশ সম্প্রতি কাতারের সঙ্গে ২৭ বছরের চুক্তি করল?


উত্তরঃ- চিন।



৩১) পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অসীম মুনির।



৩২) কে সম্প্রতি মর্যাদাপূর্ণ 'ড. আব্দুল কালাম সেবা পুরস্কার' পেলেন?


উত্তরঃ- রবি কুমার সাগর ("RK's INNO Group"এর সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার ২২ বছর বয়সী রবি)।



৩৩) ২০২২ সালে কে দিল্লিতে 'ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডারস' পুরস্কার পেলেন?


উত্তরঃ- জাদুঘর নির্মাতা তথা শিল্পী এ. পি. শ্রীথর।



৩৪) শিশু অধিকারের ওপর চলচ্চিত্র প্রচার করতে সম্প্রতি কোন দেশের সঙ্গে অংশীদারিত্ব করলো 'ইউনিসেফ'?


উত্তরঃ- ভারত।



৩৫) ২০২২ সালে কে মর্যাদাপূর্ণ 'সুমিত্রা চরত রাম পুরস্কার' পেলেন?


উত্তরঃ- কথক নৃত্যশিল্পী উমা শর্মা।



৩৬) ২০২২ সালে 'ইউনেস্কো-মদনজিৎ সিং পুরস্কার' পেলেন ফ্র্যাঙ্কা মা-ইহ সুলেম ইয়ং। তিনি কোন দেশের নাগরিক?


উত্তরঃ- ক্যামেরুন।



৩৭) কোন দেশের সংসদে সম্প্রতি ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পাস হল?


উত্তরঃ- অস্ট্রেলিয়া।



৩৮) 'ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড'এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- মিনেশ সি.শাহ।



৩৯) কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী নিয়োগ করল?


উত্তরঃ- ইউরোপিয়ান স্পেস এজেন্সি (৪১ বছর বয়সেই ব্রিটিশ প্যারালিম্পিক ক্রীড়াবিদ জন ম্যাকফলকে মহাকাশচারী হিসাবে নিয়োগ করলো তারা)।



৪০) কাকে সম্প্রতি জার্মানির থুরিঙ্গিয়া রাজ্য 'খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন' পার্টির প্রেসিডিয়ামে নিযুক্ত করা হল?


উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক গুরদীপ সিং রান্ধওয়া।



৪১) ২০২২ সালে 'মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার' পারছেন শরৎ কমল আচন্ত। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- টেবিল টেনিস।



৪২) ২০২৪ সালে কোন দেশ অনূর্ধ-১৯ পুরুষদের টোয়েন্টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে?


উত্তরঃ- শ্রীলঙ্কা।



৪৩) কে সম্প্রতি সর্বসম্মতিক্রমে ২ বছরের জন্য, 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল'এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন?


উত্তরঃ- নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।



৪৪) কে সম্প্রতি প্রথম ক্রিকেটার হিসেবে, 'বিজয় হাজারে ট্রফি'তে টানা ৫টি ম্যাচে শতরান করার বিশ্বরেকর্ড গড়লেন?


উত্তরঃ- তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশান।



৪৫) কে সম্প্রতি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে, 'আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন'এর অ্যাথলিট কমিশনে নির্বাচিত হলেন?


উত্তরঃ- টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল আচন্ত।



৪৬) 'ভারতীয় অলিম্পিক সংস্থা'র প্রথম মহিলা সভাপতি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ট্র্যাক এন্ড ফিল্ড ক্রীড়াবিদ পি. টি. ঊষা।




আরও পড়ুন...

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২

KP Constable Mock Test in Bengali Part - 14

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা

বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য

ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad