December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 1
December 2022 Current Affairs in Bengali |
প্রিয় বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম December 2022 Current Affairs in Bengali - Part 1 যেখানে থাকছে ৫০টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।
December 2022 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ডিসেম্বর ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে December 2022 Current Affairs in Bengali এর Part 1 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
December 2022 Current Affairs in Bengali - Part 1
১) 'ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন'এর সেক্রেটারি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সঞ্জীব চোপড়া।
২) ১৭ তম 'প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন'এ প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন?
উত্তরঃ- গায়ানার প্রেসিডেন্ট ড. মহম্মদ ইরফান আলি।
৩) 'ন্যাশনাল মনুমেন্ট অথরিটি'র চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- অধ্যাপক কিশোর কুমার বাসা।
৪) ২০২২ সালে কে মর্যাদাপূর্ণ 'বেইলি কে. অ্যাশফোর্ড' পদক পেলেন?
উত্তরঃ- বিশিষ্ট ভারতীয় চিকিৎসক ও বিজ্ঞানী ড. সুভাষ বাবু (ট্রপিক্যাল মেডিসিনের ক্ষেত্রে অসামান্য গবেষণা ও অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
৫) ফুটওয়ার কোম্পানি 'স্কেচার্স ইন্ডিয়া'র প্রচার দূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
৬) বন্যার পূর্বাভাসের খবর দিতে, কোন সংস্থা সম্প্রতি 'ফ্লাডহাব' নামে একটি প্ল্যাটফর্ম চালু করল?
উত্তরঃ- মার্কিনি টেকনোলজি জায়ান্ট 'গুগল'।
৭) সম্প্রতি ভারতের প্রথম 'মাল্টিমোডাল লজিস্টিক পার্ক' তৈরীর দায়িত্ব পেল মুকেশ আম্বানির 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড'। কোথায় এই পার্ক গড়ে তোলা হবে?
উত্তরঃ- তামিলনাড়ুর চেন্নাই।
৮) স্লোভেনিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হতে চলেছেন?
উত্তরঃ- নাতাশা পিরক মুসার।
৯) কত সালের মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী থেকে বাংলাদেশের ভিতর দিয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নদী ক্রুজ বা প্রমোদতরী চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার?
উত্তরঃ- ২০২৩ সাল।
১০) যুক্তরাজ্যের তরফ থেকে, কে সম্প্রতি মর্যাদাপূর্ণ 'অর্ডার অফ মেরিট' সম্মান পেলেন?
উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত 'নোবেল পুরস্কার' জয়ী অধ্যাপক তথা যুক্তরাজ্যের মলিকিউলার বায়োলজিস্ট ভেঙ্কটরামন রামকৃষ্ণন (বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান পেলেন তিনি)।
১১) কত সালের মধ্যে ওড়িশা রাজ্যটি বস্তিমুক্ত হবে বলে সম্প্রতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক?
উত্তরঃ- ২০২৩ সালের শেষের দিকে।
১২) সম্প্রতি দক্ষিণ ভারতের প্রথম তথা দেশের পঞ্চম 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি কোথা থেকে কোথায় যাবে?
উত্তরঃ- চেন্নাই থেকে মাইসুরু হয়ে ব্যাঙ্গালুরু।
১৩) পৃথিবীর বৃহত্তম বাসভবন কোথায় তৈরি হতে চলেছে?
উত্তরঃ- দুবাই (ভবনটিতে ১০০টিরও বেশি তল থাকবে)।
১৪) কত সালের মধ্যে মথুরা-বৃন্দাবনকে 'নেট শূন্য কার্বন নিঃসরণ' পর্যটন গ্রন্থব্যে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার?
উত্তরঃ- ২০৪১ সাল।
১৫) কোন দিনটিকে সম্প্রতি রাজ্যে 'মিলেট দিবস' হিসাবে পালন করলো ওড়িশা সরকার?
উত্তরঃ- ১০ নভেম্বর।
১৬) সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী, সেনাদের স্ত্রীদের কল্যাণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য কোন প্রকল্প চালু করল?
উত্তরঃ- 'বীরাঙ্গনা সেবা কেন্দ্র'।
১৭) ২০২২ সালে কে 'গান্ধী পিস ফাউন্ডেশন'এর তরফ থেকে মর্যাদাপূর্ণ 'কুলদীপ নায়ার পত্রকারীতা সম্মান'এর জন্য মনোনীত হলেন?
উত্তরঃ- আরফা খানুম শেরওয়ানি ('দ্য ওয়্যার' ওয়েবসাইটের সিনিয়র এডিটর তিনি)।
১৮) প্রথম ভারতীয়-মার্কিনী মহিলা হিসেবে, কে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে মনোনীত হলেন?
উত্তরঃ- অরুণা মিলার।
১৯) সৌদি আরব ও ইরাককে ছাড়িয়ে, ২০২২ সালের অক্টোবরে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশে পরিণত হল কোন দেশ?
উত্তরঃ- রাশিয়া (অক্টোবরে ভারতকে প্রতিদিন ৯,৩৫,৫৫৬ বেরেল ও পরিশোধিত তেল সরবরাহ করেছে মস্কো)।
২০) কে সম্প্রতি ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন?
উত্তরঃ- ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
২১) ২০২২ সালে 'আন্তর্জাতিক গীতা মহোৎসব' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- হরিয়ানার কুরুক্ষেত্রে।
২২) সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের মধ্যে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে কোন দেশ?
উত্তরঃ- ভারত।
২৩) ২০২২ সালে ১৭ তম জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- ইন্দোনেশিয়ার বালি।
২৪) ২০২৩ সালে 'ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্স'এ ভারতের স্থান কত?
উত্তরঃ- অষ্টম।
২৫) পাবলিক ব্রডকাস্টার 'প্রসার ভারতী'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- গৌরব দ্বিবেদী।
২৬) 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- বিবেক যোশী।
২৭) ১৪ নভেম্বর, 'শিশু দিবস' উপলক্ষে 'গুগল'এর ডুডলে স্থান পেল কলকাতার 'ডিপিএস নিউটাউন স্কুল'এর চতুর্থ শ্রেণীর ছাত্র শ্লোক মুখোপাধ্যায়ের আঁকা ছবি। ছবিটির নাম কি?
উত্তরঃ- ইন্ডিয়া অন দ্য সেন্টারস্টেজ।
২৮) সম্প্রতি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর লঞ্চপ্যাড থেকে, সফলভাবে আকাশে উড়ল প্রথম ভারতীয় বেসরকারি রকেট। এটির নাম কি?
উত্তরঃ- বিক্রম-এস।
২৯) ২০২২ সালে কে সাহিত্যের জন্য, পঞ্চম 'জেসিবি পুরস্কার' পেলেন?
উত্তরঃ- লেখক খালিদ জাভেদ (তার লেখা 'The Paradise of Food' বইটির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে, যেটি উর্দু থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন বরন ফারুকি)।
৩০) জাপান সরকারের তরফ থেকে, কে সম্প্রতি মর্যাদাপূর্ণ 'ডেমিং পুরস্কার' পেলেন?
উত্তরঃ- 'রানে গ্রুপ'এর চেয়ারম্যান লক্ষীনারায়ণ গনেশ ('টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট'এর প্রচার ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
৩১) জাতীয় গ্রিড অপারেটর 'পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড'এর নতুন নাম কি?
উত্তরঃ- গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড।
৩২) কাকে সম্প্রতি নেপালের প্রতিনিধি পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসন্ন নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানালো নেপালের নির্বাচন কমিশন?
উত্তরঃ- ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।
৩৩) 'রৌপ্য প্রদর্শনী'র জন্য সম্প্রতি ডেনমার্কের 'কোডিং জাদুঘর'এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করল নয়াদিল্লির 'জাতীয় জাদুঘর'। কবে এই প্রদর্শনী শুরু হবে?
উত্তরঃ- ২০২৩ সালের মার্চে।
৩৪) কে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা স্কাইডাইভারের স্বীকৃতি অর্জন করলেন?
উত্তরঃ- ল্যান্সনায়েক মঞ্জু (১০,০০০ ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে, এই স্বীকৃতি অর্জন করলেন তিনি)।
৩৫) 'এনফোর্সমেন্ট ডিরেক্টরেট'এর প্রধান এখন কে?
উত্তরঃ- সঞ্জয় মিশ্র।
৩৬) কে সম্প্রতি 'নীতি আয়োগ'এর পূর্ণ সময়ের সদস্য হিসাবে মনোনীত হলেন?
উত্তরঃ- অরবিন্দ ভিরমানি।
৩৭) সম্প্রতি বেঙ্গালুরুর 'কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর'এ, শ্রী নাদপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট দীর্ঘ ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূর্তিটির নাম কি?
উত্তরঃ- সমৃদ্ধির মূর্তি (Statue of Prosperity)।
৩৮) ভারতের কোন রাজ্যের পর্যটন সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড ট্র্যাভেল মার্ট'এ, মর্যাদাপূর্ণ 'রেসপন্সিবল ট্যুরিজম গ্লোবাল পুরস্কার' পেল?
উত্তরঃ- কেরালা পর্যটন।
৩৯) পরবর্তী অতিমারি মোকাবিলার লক্ষ্যে, সম্প্রতি মোট কত টাকার তহবিল চালু করলেন জি-২০ ভুক্ত সদস্য দেশগুলির অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীরা?
উত্তরঃ- ১৪০ কোটি ডলার।
৪০) পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখন কে?
উত্তরঃ- সি. ভি. আনন্দ বোস।
৪১) 'মেটা ইন্ডিয়া'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- সন্ধ্যা দেবনাথন।
৪২) সম্প্রতি প্রয়াত কেভিন কনরয় (৬৬ বছর) কীজন্য বিখ্যাত ছিলেন?
উত্তরঃ- কন্ঠশিল্পী।
৪৩) কোন মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি চাঁদের উদ্দেশ্যে 'আর্তেমিস ১' মিশনের সফল উৎক্ষেপন করল?
উত্তরঃ- নাসা।
৪৪) 'উত্তরাখণ্ড হাইকোর্ট'কে নৈনিতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে কোথায় স্থাপন করা হবে?
উত্তরঃ- হলদওয়ানি।
৪৫) ২০২২ সালে কে 'গান্ধী ম্যান্ডেলা ফাউন্ডেশন'এর তরফ থেকে, 'শান্তি পুরস্কার' পেলেন?
উত্তরঃ- তিব্বতি আধ্যাত্মিক নেতা ১৪ তম দলাই লামা।
৪৬) ২০২৫ সালে কোথায় কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
উত্তরঃ- যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে।
৪৭) ২০২২ সালে আইসিসি পুরুষদের টোয়েন্টি-২০ বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হল?
উত্তরঃ- ইংল্যান্ড (পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে)।
৪৮) ২০২২ সালের জন্য 'ফিট ইন্ডিয়া মুভমেন্ট'এর 'ফিট ইন্ডিয়া স্কুল সপ্তাহ' উদ্যোগের মাসকট কি?
উত্তরঃ- তুফান ও তুফানি।
৪৯) 'ফিফা'র প্রেসিডেন্ট এখন কে?
উত্তরঃ- জিয়ান্নি ইনফান্তিনো।
৫০) বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে, কে সম্প্রতি টোয়েন্টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৪,০০০ রান করলেন?
উত্তরঃ- বিরাট কোহলি (এখনও পর্যন্ত ১১৫টি টোয়েন্ট-২০ আন্তর্জাতিক ম্যাচে কোহলির রান ৪,০০৮)।
Read More...
◾ November 2022 Current Affairs in Bengali
◾ October 2022 Current Affairs in Bengali
Please do not enter any spam link in the comment box.