Ads Area

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 3

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 3

December 2022 Current Affairs in Bengali
December 2022 Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম December 2022 Current Affairs in Bengali - Part 3 যেখানে থাকছে ৪৮টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


December 2022 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ডিসেম্বর ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে December 2022 Current Affairs in Bengali এর Part 3 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



Read More...

December 2022 Current Affairs - Part 1

◾ December 2022 Current Affairs - Part 2




December 2022 Current Affairs in Bengali - Part 3



১) 'ভারতীয় নৌসেনা দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৪ ডিসেম্বর।



২) ২০২২ সালে কে 'মিস আর্থ'এর সম্মান পেলেন?


উত্তরঃ- দক্ষিণ কোরিয়ার মিনা সু চোই।



৩) 'জাতীয় পরিসংখ্যান কমিশন'এর পার্ট টাইম চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- রাজিব লক্ষণ করান্দিকর।



৪) দেশের কোন ৩টি বিমানবন্দরে সম্প্রতি অত্যাধুনিক ফেসিয়াল রেকপনিশন পদ্ধতি তথা 'ডিজি যাত্রা' পরিষেবা চালু করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক?


উত্তরঃ- দিল্লি, বেঙ্গালুরু ও বারানসী (এই নতুন প্রযুক্তির মাধ্যমে, এবার থেকে শুধুমাত্র মুখের ছবি তুলিয়েই সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা)।



৫) ২০২২ সালে কে 'নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন'এর তরফ থেকে 'কমলাদেবী চট্টোপাধ্যায় এনআইএফ বই পুরস্কার' পেলেন?


উত্তরঃ- ইতিহাসবিদ কর্মী শেখর পাঠক ("The Chipko Movement : A People's History" বইটির জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



৬) সম্প্রতি 'সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিকস'এর (স্টেম) অস্ট্রেলিয়ার সুপারস্টার হিসেবে নির্বাচিত হওয়া ৬০ জন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ও গণিতবিদের মধ্যে স্থান পেলেন ৩ জন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। এদের নাম কি?


উত্তরঃ- নীলিমা কাদিয়ালা, ড. আনা বাবুরামানি ও ড. ইন্দ্রানী মুখার্জী।



৭) 'অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- প্রশান্ত কুমার।



৮) কোন ২ সংস্থা সম্প্রতি যৌথভাবে প্রথমবারের মতো, বিমানের ইঞ্জিনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সফল পরীক্ষা চালালো?


উত্তরঃ- ব্রিটিশ বিমান সংস্থা 'ইজি জেট' ও ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'রোলস রয়েস'।



৯) সম্প্রতি ভারতের কোন রাজ্যে সিপকোট (স্টেট ইন্ডাস্ট্রিজ প্রমোশন কর্পোরেশন অফ তামিলনাড়ু লিমিটেড) ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করা হয়েছে?


উত্তরঃ- তামিলনাড়ু।



১০) সম্প্রতি উত্তরাখণ্ডের প্রচারদূত হিসেবে কে মনোনীত হলেন?


উত্তরঃ- প্রসূন জোশী।



১১) কে সম্প্রতি 'ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন'এর সদস্য হিসেবে মনোনীত হলেন?


উত্তরঃ- প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদান।



১২) ২০২২-'২৩ সালের জন্য, 'ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসেবে কে মনোনীত হলেন?


উত্তরঃ- বিজেন্দর শর্মা।



১৩) সম্প্রতি গুজরাতে সোমনাথ জেলার গির অরণ্যে মাত্র ১জন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করল নির্বাচন কমিশন। ওই ভোটারের নাম কি?


উত্তরঃ- মহন্ত হরিদাসজি উদাসিন।



১৪) শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করতে সম্প্রতি বাজপাখিকে প্রশিক্ষণ দিল ভারতীয় সেনাবাহিনী। এই বাজপাখিটির নাম কি?


উত্তরঃ- অর্জুন।



১৫) 'জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন'এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- হংসরাজ গঙ্গারাম আহির।



১৬) 'আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৩ ডিসেম্বর।



১৭) কোন দেশের সেনার সঙ্গে সম্প্রতি ১২ তম 'অগ্নি ওয়ারিয়র' অনুশীলন করল ভারত?


উত্তরঃ- সিঙ্গাপুর।



১৮) এখন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে কোন দেশ?


উত্তরঃ- ভারত।



১৯) অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- জওহর রেড্ডি।



২০) 'Brave Hearts of Bharat : Vignettes from Indian History' বইটির লেখক কে?


উত্তরঃ- বিক্রম সম্পথ।



২১) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'এক জেলা এক ক্রীড়া' প্রকল্প চালু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



২২) 'জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২ ডিসেম্বর (১৯৮৪ সালে 'ভোপাল গ্যাস দুর্ঘটনা'র নির্মম ইতিহাসের স্মরণে এই দিনটি পালিত হয়)।



২৩) ২০২২ সালে ২৩ তম 'হর্নবিল উৎসব' ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?


উত্তরঃ- নাগাল্যান্ড।



২৪) ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে সম্প্রতি 'সুদর্শন প্রহর' নামে সেনা মহড়া করল?


উত্তরঃ- রাজস্থানে।



২৫) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক যোগা সেন্টার কোথায় তৈরি করা হয়েছে?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের উধমপুরে।



২৬) ২০২২ সালে ৫৩ তম 'ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ মর্যাদাপূর্ণ 'গোল্ডেন পিকক পুরস্কার' জিতল 'আই হ্যাভ ইলেকট্রিক ড্রিমস' চলচ্চিত্র। এটি কোন ভাষার চলচ্চিত্র?


উত্তরঃ- স্প্যানিশ।



২৭) 'বিশ্ব এইডস দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১ ডিসেম্বর।



২৮) কোন প্রাণীকে সম্প্রতি 'খাদ্য প্রাণী' হিসেবে অনুমোদন দিল 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'?


উত্তরঃ- হিমালয়ান চমরীগাই।



২৯) মার্কিনি অভিধান 'মেরিয়াম ওয়েবস্টার'এর বিচারে, '২০২২ সালের সেরা শব্দ'এর তকমা পেল কোন শব্দ?


উত্তরঃ- গ্যাসলাইটিং।



৩০) ২০২২ সালে ৫৩ তম 'ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ কোন চলচ্চিত্র আইসিএফটি ইউনেস্কো গান্ধী পদক পেল?


উত্তরঃ- ইরানি চলচ্চিত্র 'নারগেসি'।



৩১) সম্প্রতি ভারতের কোন রাজ্যে 'ডক্টর আপকে দ্বার' নামে মোবাইল হেলথ ক্লিনিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী আর.কে.সিং?


উত্তরঃ- বিহার।



৩২) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'হর ঘর গঙ্গাজল' প্রকল্প চালু করল?


উত্তরঃ- বিহার (রাজ্যের শুষ্ক এলাকায় কলে গঙ্গার জল সরবরাহ করতে এই প্রকল্প চালু করা হয়েছে)।



৩৩) ২০২২ সালে 'কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার' পেলেন ইমায়াম আকা ভি আন্নামালাই। তিনি কোন ভাষার লেখক?


উত্তরঃ- তামিল।



৩৪) পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান এখন কে?


উত্তরঃ- আলাপন বন্দ্যোপাধ্যায়।



৩৫) সোলার প্ল্যান্টের জন্য, ভারতে প্রথম খুচরো মিউনিসিপ্যাল গ্রিন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিল কোন পুরসভা?


উত্তরঃ- মধ্যপ্রদেশের ইন্দোর।



৩৬) সম্প্রতি ৩৮ বছর পর, আবার নতুন করে অগ্নুৎপাত ও লাভা উদগীরণ শুরু হল বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি 'মাওনা লোয়া'তে। আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত?


উত্তরঃ- হাওয়াই দ্বীপ।



৩৭) 'মাঙ্কি পক্স'এর নাম বদল করে নতুন নাম কি রাখা হল?


উত্তরঃ- এমপক্স।



৩৮) উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার কে?


উত্তরঃ- লক্ষ্মী সিং।



৩৯) স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগের সেক্রেটারি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?


উত্তরঃ- সঞ্জয় কুমার।



৪০) সম্প্রতি ফরাসি বিজ্ঞানীরা কোন দেশে বরফে ঢাকা হ্রদের নিচে চাপা পড়ে থাকা ৪৮,৫০০ বছরের পুরনো 'জম্বি ভাইরাস'কে পুনরুজ্জীবিত করলেন?


উত্তরঃ- রাশিয়া।



৪১) সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে 'হারিমাও শক্তি' নামে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে?


উত্তরঃ- মালয়েশিয়া।



৪২) 'আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৭ ডিসেম্বর।



৪৩) সম্প্রতি গোয়াতে কোন দেশের নৌবাহিনীর সঙ্গে সপ্তম 'এক্সারসাইজ সঙ্গম' করল ভারত?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।



৪৪) কোন মেট্রো সম্প্রতি দীর্ঘতম ডবল ডেকার উড়ালসেতু তৈরি করে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়ল?


উত্তরঃ- নাগপুর মেট্রো।



৪৫) বিশ্ব ফুটবলের ইতিহাসে এই প্রথমবার, কোন ৩ মহিলা রেফারি এবছর পুরুষদের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন?


উত্তরঃ- ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, জাপানের ইউশিমি ইয়ামাশিতা ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।



৪৬) সম্প্রতি টেস্ট ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ উইকেট শিকারি হলেন নাথান লিয়ন। তিনি কোন দেশের ক্রিকেটার?


উত্তরঃ- অস্ট্রেলিয়া।



৪৭) ২০২২ সালে অন্ধদের জন্য তৃতীয় টোয়েন্টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হল?


উত্তরঃ- ভারত।



৪৮) সম্প্রতি কে ১ ওভারে ৭টি ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়লেন?


উত্তরঃ- ঋতুরাজ গায়কোয়াড় ('বিজয় হাজারে ট্রফি'তে, উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে এই রেকর্ড গড়লেন তিনি)।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad