FIFA World Cup 2022 GK in Bengali - ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর
ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর |
নমস্কার বন্ধুরা,
এই পেজে FIFA World Cup 2022 GK in Bengali শেয়ার করলাম যেখানে ৫০টির বেশি ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর দেওয়া হল।
ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
২০২২ ফিফা বিশ্বকাপ হল FIFA বিশ্বকাপের ২২ তম সংস্করণ, যা FIFA দ্বারা আয়োজিত একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FIFA থেকে ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। ফিফা বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হয়।
আজকের এই পাঠে আমরা ফিফা বিশ্বকাপ ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি যেগুলি আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আসার খুবই সম্ভাবনা রয়েছে। এই পেজের সমস্ত ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর গুলি ভালো করে দেখে নিন।
ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর
1. 'FIFA'এর ফুল ফর্ম কী?
➥ Federation Internationale de Football Association
2. ফিফার সদস্য দেশের সংখ্যা কত?
➥ ২১১ টি দেশ।
3. ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে?
➥ ২১ মে ১৯০৪ খ্রীস্টাব্দে।
4. ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
➥ জুরিখ, সুইজারল্যান্ড।
5. ফিফার প্রথম সভাপতি কে ছিলেন?
➥ রবার্ট গুয়েরিন
6. কোন বছর থেকে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়?
➥ ১৯৩০ সাল থেকে।
7. কোন দেশে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
➥ উরুগুয়ে।
8. প্রথম বিশ্বকাপে কোন দেশ জয় লাভ করেছিল?
➥ উরুগুয়ে প্রথম বিশ্বকাপে জয় লাভ করে।
9. বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল কে করেন?
➥ ফ্রান্সের লুসিয়ান লরেন্ত।
10. এখনও পর্যন্ত কোন দেশ সর্বাধিক ফুটবল বিশ্বকাপ জিতেছে?
➥ ব্রাজিল, ৫ বার।
11. সবথেকে বেশি বিশ্বকাপ জয়ী ফুটবলার কে?
➥ ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে। নিজের কেরিয়ারে ৩টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছিলেন পেলে।
12. বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল কে করেছেন?
➥ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার নিরিখে শীর্ষে রয়েছেন মিরোস্লাভ ক্লোজে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৪টি বিশ্বকাপ খেলে মোট ১৬টি গোল করেছেন জার্মান স্ট্রাইকার। কেরিয়ারে ২টি বিশ্বকাপও জিতেছেন ক্লোজে।
13. এক বিশ্বকাপে সর্বাধিক গোল স্কোরার কে?
➥ জাস্ট ফন্টেইনে। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে ১৩টি গোল করেছিলেন ফন্টেইন।
14. বিশ্বকাপে সব থেকে বেশিবার ফাইনাল খেলা দল কোনটি?
➥ সবথেকে বেশি ৮ বার ফাইনাল খেলেছে জার্মানি। ১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ২০০২, ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল জার্মানরা।
15. ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
➥ জিয়ান্নি ইনফান্তিনো।
16. শুরুতে ফিফা বিশ্বকাপের নাম কি ছিল?
➥ জুলেস রিমেট ট্রফি।
17. কোন সালে নতুন এবং বর্তমান বিশ্বকাপের উন্মোচন হয়?
➥ ১৯৭০ সালে।
18. ফিফা ফুটবল বিশ্বকাপের ডিজাইন কে করেন?
➥ সিলভিও গ্যাজানিগা।
19. নতুন এবং বর্তমান বিশ্বকাপের আকার এবং ওজন কত?
➥ ৩৬.৮ সেন্টিমিটার উচ্চতা এই ট্রফির, ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি, পাদদেশ ১৩ সেন্টিমিটার ডায়ামিটার এবং প্রথম ১৯৭৪ সালে এটি দেওয়া হয়।
20. 'ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২' কোন দেশে অনুষ্ঠিত হল?
➥ কাতার।
21. 'ফিফা কাতার বিশ্বকাপ ২০২২' কত তম বিশ্বকাপ?
➥ ২২ তম বিশ্বকাপ।
22. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর অফিসিয়াল ম্যাসকট এর নাম কি?
➥ লা'ইব (La'eeb), যার অর্থ হল - বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়
23. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর অফিসিয়াল বলের নাম কি?
➥ 'আল রিহলা', যার অর্থ হল - যাত্রা।
24. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর অফিসিয়াল বল কোন কোম্পানি বানিয়েছে?
➥ Addidas, শিয়ালকোট, পাকিস্তান।
25. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর বলটি উন্মোচন করেন কে?
➥ লিওনেল মেসি ও সন হিউং মিন।
26. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর প্রথম ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান কোন স্টেডিয়ামে হয়েছে?
➥ আল বায়ত স্টেডিয়ামে।
27. ফিফা বিশ্বকাপ ২০২২ Opening Ceremony তে Star কারা ছিলেন?
➥ BTS' Jungkook, Singer Fahad Al Kubaisi and Actor Morgan Freeman & Ghanim Al Muftah
28. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?
➥ লুসাইল আইকনিক স্টেডিয়ামে।
29. ভারত থেকে ফিফা ২০২২ এ প্রতিনিধি কে ছিলেন?
➥ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
30. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর জন্য কাতার কতগুলি স্টেডিয়াম বানিয়েছে?
➥ ৮টি।
31. ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল গান কি?
➥ Hayya Haaya, যার ইংরাজি অর্থ "Better Together"।
32. ফিফা বিশ্বকাপ ২০২২ কোন তারিখ থেকে শুরু হয়েছে?
➥ ২০ নভেম্বর।
33. ফিফা বিশ্বকাপ ২০২২ এ কোন তারিখ ফাইনাল ম্যাচ হয়েছে?
➥ ১৮ ডিসেম্বর।
34. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এ কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল?
➥ ৩২টি দল।
35. 'ফিফা বিশ্বকাপ ২০২২'এর ফাইনাল কাদের মধ্যে হয়েছে?
➥ আর্জেন্টিনা বনাম ফ্রান্স।
36. ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জয় লাভ করলো?
➥ আর্জেন্টিনা।
37. কত বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল?
➥ ৩৬ বছর পর, সর্বশেষ ১৯৮৬ তে জিতেছিল।
38. ২০২২ ফিফা বিশ্বকাপের ট্রফি কে উন্মোচন করলেন?
➥ দীপিকা পাড়ুকোন ও ক্যাসিলাস।
39. কোন বলিউড অভিনেতা Fifa World Cup 2022 ফাইনালে ভারতের আম্বাসেডর হিসেবে আমন্ত্রিত হলেন?
➥ রণবীর সিং।
40. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে Adidas Golden Ball পেলেন কোন খেলোয়াড়?
➥ লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
41. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে Adidas Golden Boot পেলেন কোন খেলোয়াড়?
➥ কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
42. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে Adidas Golden Glove পেলেন কোন খেলোয়াড়?
➥ এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা).
43. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে Young Player পুরস্কার কে পেলেন?
➥ এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা).
44. ফাইনালে Budweiser Player of the Match কে পেলেন?
➥ লিওনেল মেসি।
45. কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলেন কোন দেশের গোলরক্ষক?
➥ ওয়েলস'এর গোলরক্ষক ওয়েন হেনেসি।
46. ফিফা বিশ্বকাপ জয়ী দল কতো প্রাইজ মানি পেল?
➥ 42 মিলিয়ন ডলার, অর্থাৎ 348 কোটি টাকা।
47. ফিফা বিশ্বকাপ পরাজিত দল কত প্রাইজ মানি পেল?
➥ 30 মিলিয়ন ডলার, অর্থাৎ 248 কোটি টাকা
48. ফিফা বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড বানালেন কে?
➥ লিওনেল মেসি - ২৬টি ম্যাচ।
49. ২০২২ সালে ফিফা বিশ্বকাপে প্রথম কোন ফুটবলার হ্যাটট্রিক করল?
➥ গনসালো রামোস।
50. কাতার বিশ্বকাপ ২০২২ এর জন্য কত টাকা ব্যয় করেছে?
➥ ২২০ বিলিয়ন ডলার, অর্থাৎ ১৬৫৩৬৬৭০০০০ টাকা
51. পরবর্তী বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
➥ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
52. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কতগুলি দেশ অংশগ্রহণ করবে?
➥ মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
Read More...
◾ KP Constable Mock Test in Bengali
◾ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর
ব্যা।খুব বাজে প্রশ্ন।।।।।।।
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.