Ads Area

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 4

December 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ | Part 4

December 2022 Current Affairs in Bengali
December 2022 Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম December 2022 Current Affairs in Bengali - Part 4 যেখানে থাকছে ৪৩টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


December 2022 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ডিসেম্বর ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে December 2022 Current Affairs in Bengali এর Part 4 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



Read More...

December 2022 Current Affairs - Part 1

December 2022 Current Affairs - Part 2

December 2022 Current Affairs - Part 3




December 2022 Current Affairs in Bengali - Part 4



১) 'বিশ্ব মৃত্তিকা দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৫ ডিসেম্বর।



২) কোন বলিউড অভিনেত্রী 'ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন'এর তরফ থেকে প্রকাশিত 'বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলা'র তালিকায় জায়গা করে নিলেন?


উত্তরঃ- প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।



৩) সম্প্রতিক প্রয়াত ঝর্ণা দাস (৭৭ বছর) কে ছিলেন?


উত্তরঃ- অভিনেত্রী (ওড়িয়া ভাষার চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি)।



৪) কোন সংস্থা সম্প্রতি বিশ্বে প্রথম, চাঁদের দিকে একটি মহাকাশযান চালাতে সফলভাবে বাস্প ব্যবহার করল?


উত্তরঃ- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি।



৫) প্রতিবন্ধী হস্ত শিল্পীদের তৈরি পণ্য বিক্রির জন্য 'দিব্য কলা মেলা' সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?


উত্তরঃ- নয়া দিল্লি।



৬) 'আন্তর্জাতিক পর্বত দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১১ ডিসেম্বর।



৭) 'বিশ্ব মানবাধিকার দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১০ ডিসেম্বর।



৮) ২০২২ সালে নবম 'ওয়ার্ল্ড আয়ুর্বেদ কংগ্রেস ও আরোগ্য এক্সপো' ভারতের কোন রাজ্যে হয়েছে?


উত্তরঃ- গোয়া।



৯) সম্প্রতি প্রয়াত কৃষ্ণ জি. রাও (৭০ বছর) কে ছিলেন?


উত্তরঃ- অভিনেতা (কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি)।



১০) 'আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৯ ডিসেম্বর।



১১) কোন ৩টি দেশ যৌথ উদ্যোগে, ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করবে?


উত্তরঃ- যুক্তরাজ্য, ইতালি ও জাপান।



১২) কে 'ইউএস প্রেসিডেন্সিয়াল জীবনকৃতি সম্মান' পেলেন?


উত্তরঃ- কৃষ্ণ ভাভিলালা (তিনি ভারতীয়-মার্কিনি অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার)।



১৩) পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?


উত্তরঃ- দিনা বলুয়ার্তে।



১৪) 'বি-২০ ভারত'এর চেয়ারম্যান কে?


উত্তরঃ- এন. চন্দ্রশেখরণ (ভারতের জি-২০ সভাপতিত্বের সময় ব্যবসায়িক বিষয়সূচির নেতৃত্ব দেবেন তিনি)।



১৫) 'গুগল'এর তরফ থেকে প্রকাশিত 'ইয়ার ইন সার্চ' রিপোর্ট অনুযায়ী, এবছর ভারত থেকে সবথেকে বেশি গুগল সার্চ করা শব্দ কোনটি?


উত্তরঃ- আইপিএল।



১৬) 'ফোর্বস' পত্রিকার তরফ থেকে প্রকাশিত 'বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলা'দের তালিকায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কত নম্ব স্থানে রয়েছেন?


উত্তরঃ- ৩৬।



১৭) কে প্রথম 'গ্লোবাল অ্যাম্বাসাডর ফর ডায়াবেটিস' সম্মানসূচক উপাধি পেলেন?


উত্তরঃ- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আগামী ২ বছর ডায়াবেটিস রোগে আক্রান্ত বিশ্বের সব মানুষের মুখপাত্র হিসেবে কাজ করেবেন তিনি)।



১৮) রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করতে, দেশে প্রথম প্রতিবন্ধীদের জন্য আলাদা করে একটি দফতর প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিল কারা?


উত্তরঃ- মহারাষ্ট্র।



১৯) 'ভারতীর নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে?


উত্তরঃ- কে.ভি.সুরেশ কুমার।



২০) 'ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট'এর তরফ থেকে করা বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের এক সমীক্ষার তথ্য অনুযায়ী, বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহরের তকমা পেল কোন ২ শহর?


উত্তরঃ- নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর।



২১) কে ব্রিটিশ সরকারের 'অফিসার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার' সম্মান পেলেন?


উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী তথা চ্যারিটি কর্মী মোহন মানসীগানি।



২২) এবছর কে মর্যাদাপূর্ণা 'প্রাইড অফ সেন্ট্রাল ইন্ডিয়া' পুরস্কার পেলেন?


উত্তরঃ- অতুল পাতিদার (মধ্য ভারতের প্রথম অ্যাগ্রিটেক স্টার্টআপ 'ফার্মকার্ট'এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি)।



২৩) 'ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি'র চেয়ারপার্সন কে?


উত্তরঃ- চিররা অচলেন্দর রেড্ডি।



২৪) 'জাতীয় পরিসংখ্যান কমিশন'এর পার্ট-টাইম চেয়ারপার্সন কে?


উত্তরঃ- রাজিব লক্ষণ করান্দিকর।



২৫) এবছর 'অক্সফোর্ড অভিধান'এর বিচারে, জনতার বিপুল ভোটে 'বর্ষসেরা শব্দ'এর তকমা পেল কোন শব্দ?


উত্তরঃ- গবলিন মোড।



২৬) কে অস্ট্রেলিয়ায়, মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান পাঠদানে শ্রেষ্ঠত্বের জন্য এবছর প্রধানমন্ত্রীর পুরস্কার পেলেন?


উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকা বীণা নায়ার।



২৭) 'বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার কে?


উত্তরঃ- সুন্দরারামন রামামূর্তি।



২৮) 'টাইম' পত্রিকার তরফ থেকে 'বর্ষসেরা ব্যক্তিত্ব'র শিরোপা পেলেন কে?


উত্তরঃ- ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।



২৯) রাজ্যের দুর্গম এলাকায় সহজে ওষুধ পাঠানোর জন্য, ভারতে প্রথম ড্রোন স্টেশন তৈরি করল কারা?


উত্তরঃ- মেঘালয় (মেঘালয়ের পশ্চিম গাড়ো পাহাড় জেলার 'জেঞ্জল মহকুমা হাসপাতাল'এ এটি স্থাপন করা হয়েছে)।



৩০) কোন শিক্ষা প্রতিষ্ঠান সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র তৈরি করল?


উত্তরঃ- আইআইটি মাদ্রাজ (যন্ত্রটির নাম 'সিন্ধুজা-আই')।



৩১) কোন দেশের দুগ্ধ উৎপাদনের উন্নতি ঘটাতে প্রযুক্তিগত সহায়তা করবে ভারত?


উত্তরঃ- শ্রীলঙ্কা।



৩২) কে 'ইউনেস্কো'র একটি প্রোগ্রাম ইউনিট 'দ্য ওয়ার্ল্ড আকাদেমি অফ সায়েন্সেস'এর ফেলোশিপ পেলেন?


উত্তরঃ- কাঞ্চুগারকোপ্পল এস. রাঙ্গাপ্পা (বৈজ্ঞানিক কৃতিত্বের ভিত্তিতে তাকে ফেলো হিসাবে নির্বাচিত করা হয়েছে)।



৩৩) 'অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে?


উত্তরঃ- অরুণ কুমার সিং।



৩৪) রাজ্যসভার চেয়ারম্যান কে?


উত্তরঃ- জগদীপ ধনখর।



৩৫) সম্প্রতি কে তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে দিল্লি পুরনিগম ভোটে 'আম আদমি পার্টি'র টিকিটে নির্বাচনে লড়ে ইতিহাস গড়লেন?


উত্তরঃ- রবি কিন্নর।



৩৬) ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ খামার কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?


উত্তরঃ- কেরালা।



৩৭) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এখন কে?


উত্তরঃ- সুখবিন্দর সিং সুখু।



৩৮) ভারতের প্রথম রাজ্য হিসেবে কারা নিজস্ব জলবায়ু পরিবর্তন মিশন চালু করল?


উত্তরঃ- তামিলনাড়ু।



৩৯) সম্প্রতি প্রয়াত সুলোচনা চাভান (৯২ বছর) কে ছিলেন?


উত্তরঃ- সঙ্গীতশিল্পী।



৪০) আরবের তৈরি প্রথম লুনার স্পেসক্রাফট সফলভাবে লঞ্চ করল কোন দেশ?


উত্তরঃ- সংযুক্ত আরব আমিরশাহী।



৪১) কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশত রান করার নজির গড়লেন?


উত্তরঃ- ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ (চট্টগ্রামে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ২৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১২৬ বলে দ্বিশতরান করলেন তিনি)।



৪২) কে এই নিয়ে দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া পুরস্কার 'ডন পুরস্কার' পেলেন?


উত্তরঃ- অ্যাশলে বার্টি (২০১৯ সালে প্রথমবার এই পুরস্কার পান দেশের মহিলা টেনিস তারকা বার্টি)।



৪৩) ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ কে হলেন?


উত্তরঃ- হৃষিকেশ কনিতকর।






Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad