Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 41

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 41

General Knowledge in Bengali Part 41
General Knowledge in Bengali Part 41

প্রিয় বন্ধুরা,

General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General Knowledge in Bengali হল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন সব রকমের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসছেই। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য General Knowledge in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




General Knowledge in Bengali


১। কোন প্রাণীর পূর্ণাঙ্গ লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন?

➥ মানুষ।


২। পরিণত লোহিত কণিকা বিভাজনে অক্ষম কেন?

➥ নিউক্লিয়াস অনুপস্থিত।


৩। 'ছিপি খোলার যন্ত্র' কোন শ্রেণির লিভার?

➥ দ্বিতীয়।


৪। কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোকে আলাদা করা হয়?

➥ ব্যাপন।


৫। মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে কোন উদ্ভিদ রাখেন?

➥ ক্লোরেলা।


৬। কোন অঙ্গাণু থেকে 'বেমতন্তু' গঠিত হয়?

➥ সেন্ট্রোজোম।


৭। বালি ও আয়োডিনের মিশ্রণ থেকে উভয়কে আলাদা করা যায় কোন পদ্ধতিতে?

➥ উর্ধ্বপাতন পদ্ধতিতে।


৮। ফ্যারাডের সূত্র কোন ঘটনার সঙ্গে জড়িত?

➥ তড়িৎ বিশ্লেষণ।


৯। সোনা কিসে দ্রবীভূত হয়?

➥ অ্যাকোয়া রিজিয়াতে।


১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণিবিভাগ করেন?

➥ কার্ল ল্যান্ডস্টেইনার।


১১। সর্বপ্রথম ভারতের কোন অঞ্চলে বিপ্লব দেখা দিয়েছিল?

➥ মহারাষ্ট্র।


১২। কোন সন্ধির মাধ্যমে ইঙ্গ আফগান সংঘর্ষের চরম নিষ্পত্তি হয়েছিল?

➥ রাওয়ালপিন্ডি সন্ধি।


১৩। মহারানী ভিক্টোরিয়া কবে 'ভারত সম্রাজ্ঞী' উপাধি পান?

➥ ১৮৭৭ সাল।


১৪। শিবাজীর স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল?

➥ রায়গড়।


১৫। কোন শিখ গুরু সরাসরি মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন?

➥ গুরু গোবিন্দ সিং।


১৬। কোন গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা, ফৌজদারি দন্ডবিধি রচিত হয়?

➥ লর্ড বেন্টিং।


১৭। কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস এ'কসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন?

➥ আমিনি কমিশন।


১৮। পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল?

➥ কাঞ্চী।


১৯। সদর দেওয়ানী আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?

➥ ফোর্ট উইলিয়ামে।


২০। কোন পেশোয়া 'নানাসাহেব' নামে পরিচিত?

➥ দ্বিতীয় বাজিরাও।


২১। গ্রাফাইট কোন শিলার রূপান্তর?

➥ পাললিক শিলার।


২২। 'শত্রুঞ্জয়' নদীর উৎপত্তিস্থল কোথায়?

➥ গির পর্বত।


২৩। কোন বন্দর 'আরব সাগরের রানি' নামে পরিচিত?

➥ কোচি।


২৪। বছরের কোন দিনটি 'জলবিষুব' নামে পরিচিত?

➥ ২৩ সেপ্টেম্বর।


২৫। নদীর কোন অববাহিকায় ব-দ্বীপের সৃষ্টি হয়?

➥ নিম্ন অববাহিকায়।


২৬। 'ধুঁয়াধর জলপ্রপাত' কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?

➥ নর্মদা।


২৭। যখন বৃষ্টি হয়, তখন বায়ুমন্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়?

➥ ১০০%।


২৮। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম বনাঞ্চল কোথায় আছে?

➥ পুরুলিয়া।


২৯। হাজারিবাগ জেলার কোডার্মা কোন খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত?

➥ অভ্র।


৩০। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি?

➥ভিলাই।



Read More...

General Knowledge in Bengali Part 40

General Knowledge in Bengali Part 39

General Knowledge in Bengali Part 38

General Knowledge in Bengali Part 37

General Knowledge in Bengali Part 36




Read More...

KP Constable Mock Test in Bengali - 29

KP Constable Mock Test in Bengali - 28

KP Constable Mock Test in Bengali - 27

SSC MTS GK Questions in Bengali - 04

SSC MTS GK Questions in Bengali - 03

SSC MTS GK Questions in Bengali - 02



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad