এই পোস্টে SSC MTS GK Questions in Bengali - Part 02 দেওয়া হল যেখানে থাকছে SSC MTS পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর।
SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের জিকে প্রশ্ন উত্তর আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।
SSC MTS GK Questions in Bengal
1. লিচ্ছবি দৌহিত্র নামে কে খ্যাত?
উত্তরঃ (B) সমুদ্রগুপ্ত
2. পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়?
উত্তরঃ (A) জলমন্ডলে
3. ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়?
উত্তরঃ (A) ১৯০৫
4. A Nation in Making গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
উত্তরঃ (A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
5. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়?
উত্তরঃ (C) 44 তম
6. জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার?
উত্তরঃ (D) লাল বাহাদুর শাস্ত্রী
7. মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে?
উত্তরঃ (C) CSF
8. মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ (A) তামিলনাড়ু
9. প্যারাঅলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ (B) জার্মানি
10. Orchha শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ (D) বেতোয়া নদী
11. নিচের কোনটি বেশি ভিটামিন-C সমৃদ্ধ?
উত্তরঃ (D) আমলা
12. নিচের কোনটিতে ভারতীয় নৃত্যের রেফারেন্স পাওয়া যায়?
উত্তরঃ (B) নাট্যশাস্ত্র
13. কুম্ভ মেলা নিচের কোথায় অনুষ্ঠিত হয় না?
উত্তরঃ (C) পুরী
14. নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
উত্তরঃ (A) রুবেলা
15. আইনস্টাইন নিচের কোনটির জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন?
উত্তরঃ (B) আলোক তড়িৎ প্রভাবের তত্ত্ব
16. মুগা সিল্ক ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তরঃ (D) আসাম
17. নিচের মধ্যে কে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত নয়?
উত্তরঃ (B) শেরশাহ সুরি
18. রাজস্ব নীতি ভারতে ________ দ্বারা প্রণয়ণ করা হয়।
উত্তরঃ (C) অর্থ মন্ত্রণালয়
19. গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ (B) গুজরাট
20. নিচের কাকে ধিং এক্সপ্রেস বলা হয়?
উত্তরঃ (A) হিমা দাস
21. কোন দিনে সংবিধান দিবস পালিত হয়?
উত্তরঃ (B) 26 নভেম্বর
22. ভারতের আদমশুমারি 2011 অনুসারে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে?
Please do not enter any spam link in the comment box.