Ads Area

January Current Affairs 2023 in Bengali - Part 4 || জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

January Current Affairs 2023 in Bengali - Part 4 || জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

January Current Affairs 2023 in Bengali
January Current Affairs 2023 in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পোস্টে থাকছে January Current Affairs 2023 in Bengali - Part 4 || জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে থাকছে ৫৫টি কারেন্ট অ্যাফেয়ার্স।


January Current Affairs 2023 in Bengali এর এই পর্বে আপনাদের জন্য জানুয়ারি ২০২৩ এর চতুর্থ সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের জন্য নিয়ে আসার।




Read More...

> January Current Affairs 2023 - Part 1

> January Current Affairs 2023 - Part 2

> January Current Affairs 2023 - Part 3




January Current Affairs 2023 - Part 4



১) বিশ্বে প্রথম মৌমাছিদের জন্য টিকার অনুমোদন দিল কোন দেশ?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।



২) সম্প্রতি প্রয়াত সুনীল বাবু (৫০ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?


উত্তরঃ- আর্ট ডিরেক্টর।



৩) ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা কোনটি?


উত্তরঃ- কেরালার কোল্লাম।



৪) মৌসম ভবনের গবেষণা অনুসারে, ১৯০১ সালের পর, ভারতের কত তম উষ্ণতম বছরের তকমা পেল ২০২২?


উত্তরঃ- পঞ্চম।



৫) ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন অংশে জাতিগত সমীক্ষা শুরু করেছে?


উত্তরঃ- বিহার।



৬) কোন সংস্থা জম্মুতে, ভারতীয় সেনাবাহিনীর জন্য কম ধোয়াযুক্ত সুপিরিয়র কেরোসিন তেল চালু করল?


উত্তরঃ- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।



৭) কেন্দ্রের 'স্বদেশ দর্শন ২.০ প্রকল্প'এর অধীনে, কর্নাটকের কোন ২টি জনপ্রিয় গন্তব্যকে যুক্ত করা হল?


উত্তরঃ- মহীশূর ও হাম্পি।



৮) ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্য কোনটি?


উত্তরঃ- কেরালা।



৯) রাষ্ট্রসঙ্ঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে, ভারতীয় ব্যাটালিয়নের অংশ হিসাবে কোথায় মহিলা শান্তিরক্ষীদের একটি প্লাটুন মোতায়ন করলো ভারত?


উত্তরঃ- সুদানের আবেই অঞ্চলে।



১০) 'পৃথিবীর ঘূর্ণন দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৮ জানুয়ারি।



১১) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'মুখ্যমন্ত্রী ডায়েরি নং ১' নামে বই লিখেছেন?


উত্তরঃ- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।



১২) কোন দেশ 'ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট' আয়োজন করবে?


উত্তরঃ- ভারত।



১৩) 'প্রবাসী ভারতীয় দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৯ জানুয়ারি।



১৪) মহারাষ্ট্রের প্রথম আদালত হিসাবে, ই-সিস্টেম চালু করলো কারা?


উত্তরঃ- ওসমানাবাদ জেলা আদালত।



১৫) ভারতের কোন রাজ্য সরকার ১০০ দিনের 'গ্লোবাল সিটি' প্রচার অভিযান শুরু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৬) কাকে ২০২২ সালের 'গ্লোবাল লিডারশিপ পুরস্কার'এর জন্য নির্বাচন করল 'হার্ভার ল স্কুল সেন্টার অন দ্য লিগ্যাল প্রফেশন'?


উত্তরঃ- ভারতের প্রধান বিচারপতি ড. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (আইনি পেশায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার পাচ্ছেন তিনি)।



১৭) মার্কিন প্রতিনিধি পরিষদের অধ্যক্ষ হিসাবে কে নির্বাচিত হলেন?


উত্তরঃ- রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি।



১৮) সম্প্রতি প্রয়াত, প্রথম কাশ্মীরি 'জ্ঞানপীঠ পুরস্কার' প্রাপকের নাম কি?


উত্তরঃ- রেহমান রাহী (৯৮ বছর)।



১৯) এবছর ভারতের কোন শহরে 'আন্তর্জাতিক ঘুড়ি উৎসব' হয়েছে?


উত্তরঃ- গুজরাতের আহমেদাবাদ।



২০) ভূমি তলিয়ে যাওয়ার কারণে, ভারতের কোন শহর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে?


উত্তরঃ- উত্তরাখণ্ডের জোশীমঠ।



২১) 'বিশ্ব হিন্দি দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১০ জানুয়ারি।



২২) ১৫ তম 'জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এর উদ্বোধনী অনুষ্ঠানে কে 'জীবনকৃতি সম্মান' পেলেন?


উত্তরঃ- প্রখ্যাত অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।



২৩) কে প্রথম 'ড. পতঙ্গরাও কদম মেমোরিয়াল পুরস্কার' পেলেন?


উত্তরঃ- 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'র চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা (কোভিড-১৯ টিকার ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



২৪) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা শিখ বিচারক কে?


উত্তরঃ- মনপ্রিত মনিকা সিং।



২৫) সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী (৮৮ বছর) পশ্চিমবঙ্গের কততম রাজ্যপাল ছিলেন?


উত্তরঃ- ২০।



২৬) মার্কিন যুক্তরাষ্ট্রে, 'নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কল'এ কে 'সেরা পরিচালক'এর শিরোপা পেলেন?


উত্তরঃ- ভারতীয় চলচ্চিত্র পরিচালক এস.এস.রাজামৌলি ('আরআরআর' চলচ্চিত্রটি পরিচালনা করার জন্য এই শিরোপা পেলেন তিনি)।



২৭) ভারতের কোন রাজ্যে পোলো খেলোয়াড়ের ১২০ ফুট লম্বা একটি মূর্তি উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?


উত্তরঃ- মনিপুর।



২৮) 'জাতীয় মানব পাচার সচেতনতা দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১১ জানুয়ারি।



২৯) কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন আর.এস.সোধি?


উত্তরঃ- আমূল।



৩০) 'চেরচেরা উৎসব' ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে?


উত্তরঃ- ছত্তিশগড়।



৩১) 'Njaan Sakshi' বইটি কার আত্মজীবনী?


উত্তরঃ- কে.কে.আব্দুল গফফর।



৩২) 'Roller Coaster : An Affair with Banking' বইটির লেখক কে?


উত্তরঃ- সাংবাদিক তমাল বন্দ্যোপাধ্যায়।



৩৩) 'নাসা'র নতুন প্রধান প্রযুক্তিবিদ কে হলেন?


উত্তরঃ- ভারতীয়-মার্কিনী মহাকাশ বিশেষজ্ঞ এ.সি.চারনিয়া।



৩৪) 'জাতীয় যুব দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১২ জানুয়ারি (স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়)।



৩৫) ভারতের সবথেকে পুরনো ফৌজদারী মামলা কবে নথিভুক্ত করা হয়?


উত্তরঃ- ১৯৫৩ সালের ১৮ মে।



৩৬) ২০২৩ সালে 'হেনলে পাসপোর্ট ইনডেক্স'এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?


উত্তরঃ- ৮৫।



৩৭) 'কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ'এর তথ্য বিশ্লেষণ অনুসারে, ২০২২ সালে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি?


উত্তরঃ- দিল্লি।



৩৮) সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০% পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন রাজ্য?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



৩৯) 'ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে?


উত্তরঃ- অনুরাগ কুমার।



৪০) ভারতে 'মেটা' কোম্পানির গ্লোবাল বিজনেস প্রধান কে?


উত্তরঃ- বিকাশ পুরোহিত।



৪১) কোন ভারতীয় চলচ্চিত্র ২০২৩ সালে 'অস্কার পুরস্কার'এর জন্য মনোনয়ন পেল?


উত্তরঃ- দ্য কাশ্মীর ফাইলস (চলচ্চিত্রটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী)।



৪২) গাবোনের ভাইস প্রেসিডেন্ট এখন কে?


উত্তরঃ- রোজ ক্রিশ্চিয়ান ওসুকা রাপোন্ডা।



৪৩) কে সম্প্রতি 'Spare' নামে স্মৃতিকথা মূলক বই প্রকাশ করলেন?


উত্তরঃ- ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি।



৪৪) 'পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?


উত্তরঃ- সুরিন্দর চাওলা।



৪৫) 'অল ইন্ডিয়া জেম এন্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল'এর চেয়ারম্যান এখন কে?


উত্তরঃ- সৈয়াম মেহরা।



৪৬) কোন ব্যাঙ্ক 'জাহা বন্ধন, ওয়াহা ট্রাস্ট' নামে প্রচারাভিযান শুরু করল?


উত্তরঃ- বন্ধন ব্যাঙ্ক।



৪৭) সম্প্রতি অবসর ঘোষণাকারী সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- টেনিস।



৪৮) 'বিসিসিআই'এর সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান এখন কে?


উত্তরঃ- চেতন শর্মা।



৪৯) সম্প্রতি প্রয়াত প্রখ্যাত ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি (৫৮ বছর) কোন দেশের খেলোয়াড় ছিলেন?


উত্তরঃ- ইতালি।



৫০) কে 'রঞ্জি ট্রফি'র ইতিহাসে প্রথম বোলার হিসাবে প্রথম ওভারে হ্যাটট্রিক করার নজির গড়লেন?


উত্তরঃ- জয়দেব উনাদকাট।



৫১) ভারতে প্রথমবার ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজন করবে কোন শহর?


উত্তরঃ- হায়দ্রাবাদ।



৫২) পঞ্চম 'খেলো ইন্ডিয়া যুব গেমস'এর ম্যাসকটের নাম কি?


উত্তরঃ- আশা ও মোগলি



৫৩) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাকারী ডোয়েন প্রিটোরিয়াস কোন দেশের ক্রিকেটার?


উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা।



৫৪) কে আন্তর্জাতিক টোয়েন্টি-২০ ক্রিকেটে দ্রুততম ১,৫০০ প্রাণের মাইলফলক অতিক্রম করলেন?


উত্তরঃ- ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব (৪৫টি ম্যাচে ৪৩টি ইনিংসে মোট ১,৫৭৮ রান করেছেন তিনি)।



৫৫) ভারতের কোন রাজ্য ১২ ঘন্টার মধ্যে ৪,৫০০টি পেনাল্টি কিক নিয়ে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড' গড়লো?


উত্তরঃ- কেরালা।




আরও পড়ুন...

SSC MTS GK Questions in Bengali

Kolkata Police Constable Mock Test in Bengali



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad