January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 2
জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স |
প্রিয় বন্ধুরা,
এই পেজে শেয়ার করা হল January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 2 যেখানে থাকছে ৫৪টি কারেন্ট অ্যাফেয়ার্স।
জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পর্বে আপনাদের জন্য জানুয়ারি ২০২৩ এর দ্বিতীয় সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের জন্য নিয়ে আসার।
Read More...
◾ জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1
জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 2
১) ফিজি'র প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- সিতিভেনি রেবুকা।
২) সম্প্রতি প্রয়াত কৈকাল সত্যনারায়ণ (৮৭ বছর) কোন ভাষার অভিনেতা ছিলেন?
উত্তরঃ- তেলেগু।
৩) 'বিশ্ব অন্তর্মুখী দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ- ২ জানুয়ারি।
৪) রাষ্ট্রীয় মালিকানাধীন ম্যাঙ্গানিজ আকরিক খনির কোম্পানি 'ময়েল লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে?
উত্তরঃ- অজিত কুমার সাক্সেনা।
৫) মহারাষ্ট্র সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান এখন কে?
উত্তরঃ- এন.চন্দ্রশেখরন।
৬) ভারতের কোন রাজ্য প্রথম 'আন্তর্জাতিক সমুদ্র সৈকত উৎসব' আয়োজন করছে?
উত্তরঃ- কেরালা।
৭) ভারতের কোন ২ রাজ্যে যক্ষা নির্মূল প্রকল্প শুরু করতে চলেছে 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড'?
উত্তরঃ- উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়।
৮) ভারতের কোন রাজ্য সরকার 'নীলগিরি তাহর প্রকল্প' চালু করার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- তামিলনাড়ু।
৯) নয়ডাতে, উত্তর প্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার কে হলেন?
উত্তরঃ- লক্ষী সিং।
১০) ভারতের কোন রাজ্যের সব মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করল 'মাদ্রাজ হাই কোর্ট'?
উত্তরঃ- তামিলনাড়ু।
১১) সম্প্রতি গোয়ায়, ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতুর প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। সেতুটির নাম কি?
উত্তরঃ- নিউ জুয়ারি সেতু।
১২) ভারতের প্রথম সম্পূর্ণ গ্রন্থাগার নির্বাচনকেন্দ্র কোনটি?
উত্তরঃ- কেরালার ধর্মাদম।
১৩) কোন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিকে 'ন্যাশনাল স্পেস কাউন্সিল'এর ইউজারস অ্যাডভাইসারি গ্রুপ'এ অন্তর্ভুক্ত করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস?
উত্তরঃ- রাজীব বাদ্যাল।
১৪) সম্প্রতি প্রয়াত নীতিন মনমোহন (৬২ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ- চলচ্চিত্র প্রযোজক।
১৫) ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোথায় চালু হবে?
উত্তরঃ- কলকাতা।
১৬) ভারতের প্রথম রাজ্য হিসাবে লোকায়ুক্তা বিল পাস করল কারা?
উত্তরঃ- মহারাষ্ট্র।
১৭) কে 'জি-২০ গ্লোবাল ডিজিটাল ইনোভেশন অ্যালায়েন্স প্রোগ্রাম' ও 'স্টে সেফ' অনলাইন প্রচারের সূচনা করলেন?
উত্তরঃ- কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
১৮) কোন শিক্ষা প্রতিষ্ঠান জি-২০ সায়েন্স ওয়ার্কিং গ্রুপের (এস-২০) সচিবালয় হিসাবে মনোনীত হলো?
উত্তরঃ- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।
১৯) কোথায় প্রথমবার সৈন্যদের থাকার জন্য দোতলা থ্রি-ডি প্রিন্টেড বাসস্থান তৈরি করল ভারতীয় সেনাবাহিনী?
উত্তরঃ- আহমেদাবাদ ক্যান্টনমেন্ট।
২০) তেলেঙ্গানা রাজ্য জুড়ে কোন গাছে 'ডাইব্যাক' রোগ দেখা যাচ্ছে?
উত্তরঃ- নিম (এই রোগের জন্য দায়ী ছত্রাকের নাম 'Phomopsis Azadirachtae')।
২১) ২০২২ সালে ভারতের কোন রাজ্য পুলিশের 'নিজাত' প্রচারাভিযান 'আইএসিপি পুরস্কার' পেল?
উত্তরঃ- ছত্তিশগড়।
২২) কোথায় দেশের প্রথম মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
উত্তরঃ- ঢাকা।
২৩) গর্ভবতী মহিলাদের জন্য, কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে 'স্বাস্থ্যগর্ভ' নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল দিল্লি এইমস?
উত্তরঃ- আইআইটি রুরকি।
২৪) কে সম্প্রতি 'বর্ডার সিকিউরিটি ফোর্স' জওয়ানদের জন্য নয়াদিল্লিতে 'প্রহরী' অ্যাপ চালু করলেন?
উত্তরঃ- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২৫) ভারপ্রাপ্ত 'সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার' এখন কি?
উত্তরঃ- প্রবীণ কুমার শ্রীবাস্তব।
২৬) বিশ্ব উষ্ণায়নের কারণে, কোন সালে আন্টার্কটিকার পেঙ্গুইন বিলুপ্ত হতে পারে?
উত্তরঃ- ২১০০।
২৭) ইজরায়েলের প্রধানমন্ত্রী এখন কে?
উত্তরঃ- বেঞ্জামিন নেতানিয়াহু।
২৮) কোথায় 'বিজলী উৎসব' আয়োজন করল 'আরইসি লিমিটেড'?
উত্তরঃ- অসম।
২৯) কে মর্যাদাপূর্ণ 'অ্যাম্বাসাডর অফ চেঞ্জ' পুরস্কার পেলেন?
উত্তরঃ- অস্ট্রেলিয়ার 'ক্যানবেরা বিশ্ববিদ্যালয়'এর ছাত্র বিশাল মিত্তাল।
৩০) তেহরিতে, একটি বিশ্বমানের কায়াকিং-ক্যানোয়িং আকাদেমি স্থাপন করবে কোন রাজ্য?
উত্তরঃ- উত্তরাখণ্ড।
৩১) 'অমৃত ভারত স্টেশন প্রকল্প'এর আওতায়, দেশের মোট কতগুলি ছোট স্টেশনকে সংস্কার করবে ভারতীয় রেল?
উত্তরঃ- ১,০০০টি।
৩২) গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের প্রধান উপদেষ্টা এখন কে?
উত্তরঃ- প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব হাসমুখ আধিয়া।
৩৩) 'ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশন'এর প্রেসিডেন্ট এখন কে?
উত্তরঃ- সঞ্জয় সিং।
৩৪) 'কে.আর. গৌরী আম্মা ফাউন্ডেশন'এর তরফ থেকে, কে প্রথম 'কে.আর. গৌরী আম্মা জাতীয় পুরস্কার' পেলেন?
উত্তরঃ- কিউবার প্রখ্যাত সমাজকর্মী ও মানবাধিকার আইনজীবী আলেদা গুয়েভারা।
৩৫) কে সম্প্রতি 'অটল সম্মান' পুরস্কার পেলেন?
উত্তরঃ- প্রভু চন্দ্র মিশ্র (বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য এই সম্মান পেলেন তিনি)।
৩৬) কোন শহরে দেশের প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্রকল্প স্থাপন করবে ভারত?
উত্তরঃ- পুণে।
৩৭) 'ধনু যাত্রা' উৎসব ভারতের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ- ওড়িশা।
৩৮) কোথায় মেগা ডেয়ারির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
উত্তরঃ- কর্ণাটকের মান্ড্যা।
৩৯) 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া'র চিপ এক্সিকিউটিভ অফিসার এখন কে?
উত্তরঃ- গঞ্জি কমলা বর্ধন রাও।
৪০) নয়াদিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উন্নয়নমূলক কাজের সম্মেলনে সভাপতিত্ব করেছেন কে?
উত্তরঃ- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৪১) ২০২২ সালে কোন কেন্দ্রীয় মন্ত্রক 'সিটি ফাইনান্স রেঙ্কিং' চালু করেছে?
উত্তরঃ- আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক।
৪২) কোন ভারতীয় বিজ্ঞানীকে জীববিজ্ঞানে ইউরোপের শীর্ষ প্রতিভাদের একজন হিসাবে স্বীকৃতি দিল মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি অর্গানাইজেশন ইয়াং ইনভেস্টিগেটর নেটওয়ার্ক?
উত্তরঃ- ড. মহিমা স্বামী।
৪৩) 'ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?
উত্তরঃ- অজয় কুমার শ্রীবাস্তব।
৪৪) ২০২২ সালের ডিসেম্বরে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত?
উত্তরঃ- ১.৪৯ লাখ কোটি টাকা।
৪৫) ভারতের কোন রাজ্যে ৬,৫০০ কোটি টাকা বিনিয়োগে, ৫জি পরিষেবা চালু করল 'রিলায়েন্স জিও'?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।
৪৬) অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের পুরস্কারের নাম বদলে কার নামে রাখা হল?
উত্তরঃ- প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্ন।
৪৭) কোন ভারতীয় সাইক্লিস্ট ২০২২ সালে ৩০ তম 'একলব্য পুরস্কার' পেলেন?
উত্তরঃ- স্বস্তি সিং।
৪৮) ২০২৩ সালে ওড়িশায়, এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্বে থাকছেন কে?
উত্তরঃ- ডিফেন্ডার হরমনপ্রীত সিং।
৪৯) ভারতের ৭৮ তম তথা বাংলার দশম গ্র্যান্ডমাস্টার কে?
উত্তরঃ- কৌস্তভ চট্টোপাধ্যায়।
৫০) প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি কোন ক্লাবে যোগ দিলেন?
উত্তরঃ- সৌদি আরবের ক্লাব 'আল নাসের'।
৫১) ২০২২ সালে হকিতে পুরুষ বিভাগে 'অনূর্ধ্ব-১৮ খেলো ইন্ডিয়া যুব গেমস' খেতাব জিতল কোন দল?
উত্তরঃ- মধ্যপ্রদেশ (ওড়িশাকে ৬-৫ ব্যবধানে হারিয়ে)।
৫২) ২০২২ সালে হকিতে মহিলা বিভাগে অনূর্ধ্ব-১৮ খেলো ইন্ডিয়া যুব গেমস' খেতাব জিতল কোন দল?
উত্তরঃ- হরিয়ানা (মধ্যপ্রদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে)।
৫৩) সম্প্রতি প্রয়াত পেলে (৮২ বছর) কোন দেশের খেলোয়াড়?
উত্তরঃ- ব্রাজিল।
৫৪) সম্প্রতি অবসর ঘোষণাকারী ফারহান বেহারডিয়ান কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন...
◾ Kolkata Police Constable Mock Test in Bengali
◾ পদ্ম পুরস্কার 2023 | পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কার বিজয়ীদের নাম
Please do not enter any spam link in the comment box.