Ads Area

January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1

January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1

জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স
জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

প্রিয় বন্ধুরা,

এই পেজে শেয়ার করা হল January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1 যেখানে থাকছে ৫৪টি কারেন্ট অ্যাফেয়ার্স।


জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পর্বে আপনাদের জন্য জানুয়ারি ২০২৩ এর প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের জন্য নিয়ে আসার।




জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1



১) সম্প্রতি ব্রিটিশ মাসিক চলচ্চিত্র পত্রিকা 'এম্পায়ার'এর বিচারে, সর্বকালের সেরা ৫০ জন অভিনেতাদের মধ্যে একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে স্থান পেলেন কে?

উত্তরঃ- শাহরুখ খান।


২) 'অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড'এর চেয়ারপার্সন এখন কে?

উত্তরঃ- দীনেশ কুমার শুক্লা।


৩) ভারতের প্রথম পদাতিক জাদুঘর কোথায় চালু হয়েছে?

উত্তরঃ- মধ্যপ্রদেশের ইন্দোর।


৪) 'জাতীয় গণিত দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২২ ডিসেম্বর (বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়)।


৫) নয়াদিল্লিতে, ভারতের প্রথম সবুজ ইস্পাত ব্র্যান্ড চালু করেছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ব্র্যান্ডটির নাম কি?

উত্তরঃ- KALYANI FeRRESTA।


৬) কোন দেশে 'বম্ব সাইক্লোন' চলছে?

উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।


৭) ভারতের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট কে হতে চলেছেন?

উত্তরঃ- উত্তরপ্রদেশের সানিয়া মির্জা।


৮) ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে, 'ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল'এর গ্রেডিংয়ে 'এ' গ্রেড পেল কোন বিশ্ববিদ্যালয়?

উত্তরঃ- পাঞ্জাবের অমৃতসরের 'গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়'।


৯) ভারতের কোন রাজ্য সরকার দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিল?

উত্তরঃ- রাজস্থান।


১০) 'কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স কিলো'র জেনারেল অফিসার কম্যান্ডিং কে?

উত্তরঃ- মেজর জেনারেল মোহিত শেঠ।


১১) এবছর 'পেটা ইন্ডিয়া'র তরফ থেকে, কে 'বর্ষসেরা ব্যক্তিত্ব'র খেতাব পেলেন?

উত্তরঃ- বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।


১২) সৌদি আরবে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে?

উত্তরঃ- ড. সুহেল আজাজ খান।


১৩) সম্প্রতি প্রয়াত আবিগেল কিনোইকি কেকাউলিকে কাওয়ানানকোয়া (৯৬ বছর) কোথাকার রাজকুমারী ছিলেন?

উত্তরঃ- হাওয়াই।


১৪) কোন দেশ ট্রান্সজেন্ডার আইন পাস করল?

উত্তরঃ- স্পেন।


১৫) ২০২১-'২২ সালে কারা যৌথভাবে 'রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার' পেলেন?

উত্তরঃ- সুদীপ সেন ও শোভনা কুমার।


১৬) ২০২২ সালে কে 'ভিনফিউচার বিশেষ পুরস্কার' পেলেন?

উত্তরঃ- প্রখ্যাত গবেষক তথা মাদ্রাজ আইআইটি'র অধ্যাপক থালাপ্পিল প্রদীপ।


১৭) ২০২৩ সালে ভারত কোন দেশের সঙ্গে 'বীর গার্ডিয়ান ২৩' নামে বায়ু সেনা মহড়া করবে?

উত্তরঃ- জাপান।


১৮) 'জাতীয় গ্রাহক দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৪ ডিসেম্বর।


১৯) গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের জন্য, কে প্রথম 'রোহিনী নায়ার পুরস্কার' পেলেন?

উত্তরঃ- সেথ্রিচেম সাংতাম (পূর্ব নাগাল্যান্ডের ১,২০০ জন প্রান্তিক কৃষকের আয় তিনগুণ বাড়াতে সাহায্য করেছেন তিনি)


২০) রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৫৬ তম পূর্ণাঙ্গ সভায়, পিসবিল্ডিং কমিশনের সদস্য হিসাবে নির্বাচিত হল কোন দেশ?

উত্তরঃ- নেপাল।


২১) ভারতের কোন রাজ্য সরকার ১৯টি শহরে ২৪×৭ পাইপ যুক্ত পানীয় জল প্রকল্প 'ড্রিঙ্ক ফ্রম ট্যাপ' চালু করল?

উত্তরঃ- ওড়িশা।


২২) কোন দেশকে প্যাট্রিয়ট মিসাইল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র?

উত্তরঃ- ইউক্রেন।


২৩) ভারতের কোন ৩টি স্থান 'ইউনেস্কো' হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় যুক্ত হল?

উত্তরঃ- মোধেরার সূর্য মন্দির, গুজরাতের ভাদনগর শহর ও ত্রিপুরার উনাকোটির পাথর কেটে তৈরি ভাস্কর্য।


২৪) কোন মহিলা সদস্যকে রাজ্যসভার উচ্চকক্ষে ভাইস চেয়ারপার্সন প্যানেলে অন্তর্ভুক্ত করলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়?

উত্তরঃ- কিংবদন্তি প্রাক্তন ক্রীড়াবিদ ও সাংসদ পি. টি. ঊষা।


২৫) ২০২২ সালে 'ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার'এ, কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প 'প্ল্যাটিনাম আইকন' জিতল?

উত্তরঃ- স্মার্ট সিটি মিশন।


২৬) কোন ২টি চলচ্চিত্র ২৮ তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ, 'ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ' বিভাগে 'সেরা চলচ্চিত্র'এর পুরস্কার জিতে নিল?

উত্তরঃ- বাংলাদেশের চলচ্চিত্র 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' ও স্পেনের চলচ্চিত্র 'আপন এন্ট্রি'।


২৭) ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার কে হচ্ছেন?

উত্তরঃ- অনিল কুমার লাহোতি।


২৮) নেপালের প্রধানমন্ত্রী এখন কে?

উত্তরঃ- পুষ্প কমল দহাল ওরফে 'প্রচণ্ড'।


২৯) ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ কে হচ্ছেন?

উত্তরঃ- লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া।


৩০) ২০২৩ সালে কোন কোম্পানি 'গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট'এর তরফ থেকে, 'কাজের জন্য চমৎকার পরিবেশ' সার্টিফিকেশন পেল?

উত্তরঃ- টাটা স্টিল লিমিটেড।


৩১) ঘরে বসে খারাপ পণ্য সারাতে, একটি পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী পীযূষ গোয়েল। পোর্টালটির নাম কি?

উত্তরঃ- রাইট টু রিপেয়ার।


৩২) দুর্নীতি ও অর্থ পাচার মামলায়, কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হল?

উত্তরঃ- মালদ্বীপ।


৩৩) 'নাইগলেরিয়া ফাউলেরি' অর্থাৎ 'মস্তিষ্ক খাওয়া অ্যামিবা' সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়লো কোন দেশে?

উত্তরঃ- দক্ষিণ কোরিয়া।


৩৪) 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া'র চিফ এক্সিকিউটিভ অফিসার কে?

উত্তরঃ- গঞ্জী কমল ভি.রাও।


৩৫) 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান কে?

উত্তরঃ- সন্তোষ কুমার।


৩৬) 'আন্তর্জাতিক অতিমারি প্রস্তুতি দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৭ ডিসেম্বর।


৩৭) কোন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরা কার্ডিয়াক সমস্যায় ভুগছেন, এমন ব্যক্তিদের জন্য কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করলেন?

উত্তরঃ- আইআইটি কানপুর।


৩৮) কোথায় দেশীয়ভাবে তৈরি জাহাজ 'আইএনএস আর্নল' চালু করল ভারতীয় নৌবাহিনী?

উত্তরঃ- চেন্নাই।


৩৯) ভারতের প্রথম রাজ্য হিসাবে কারাগারগুলিকে 'মানবিকীকরণ' করবে কারা?

উত্তরঃ- অরুণাচল প্রদেশ।


৪০) ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে 'লোসার উৎসব' উদযাপিত হয়েছে?

উত্তরঃ- লাদাখ।


৪১) ভারতে 'বীর বল দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৬ ডিসেম্বর (মুঘলদের মাধ্যমে হত্যা করা দশম শিখগুরু গুরু গোবিন্দ সিং এর ৪ পুত্রের স্মরণে এই দিনটি পালিত হয়)।


৪২) কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভারতের মুদ্রা ব্যবহারের বিষয়ে সম্মতি দিল?

উত্তরঃ- শ্রীলঙ্কা।


৪৩) কারা ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পাওয়ার এক্সচেঞ্জে পরিণত হল?

উত্তরঃ- ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ।


৪৪) এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিপ এক্সিকিউটিভ অফিসার এখন কে?

উত্তরঃ- শামসের সিং।


৪৫) ২০২৩ সালে ওড়িশায় হতে চলা 'এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপ'এর অফিসিয়াল পার্টনার কোন কোম্পানি?

উত্তরঃ- টাটা স্টিল লিমিটেড।


৪৬) ২০২২ সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপ জিতল?

উত্তরঃ- আর্জেন্টিনা (পেনাল্টি শুট-আউটে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়েছে তারা)।


৪৭) এবছর অন্ধদের জন্য টোয়েন্টি-২০ বিশ্বকাপ জিতল কোন দেশ?

উত্তরঃ- ভারত (বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে)।


৪৮) কে নয়াদিল্লিতে হকি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন?

উত্তরঃ- কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।


৪৯) ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোন দেশ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে?

উত্তরঃ- মরক্কো।


৫০) সাম্প্রতিক ফিফা রেঙ্কিংয়ে ভারতের স্থান কত?

উত্তরঃ- ১০৬।


৫১) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া করিম বেঞ্জেমা কোন দেশের ফুটবলার?

উত্তরঃ- ফ্রান্স।


৫২) 'ইন্ডিয়ান প্রিমিয়র লিগ'এর সর্বকালের সবথেকে বেশি দামে বিক্রি হলেন ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার স্যাম কারান। তাকে কোন দল কিনেছে?

উত্তরঃ- পাঞ্জাব কিংস (১৮ কোটি ৫০ লাখ টাকার রেকর্ড দামে কারানকে দলে নিল তারা)।


৫৩) কারা সম্প্রতি বিশ্বের প্রথম কোন ক্রীড়া লিগে পরিণত হল, যারা ডেকাকর্নের তকমা পেল?

উত্তরঃ- ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (২০২২ সালে এই প্রতিযোগিতার আর্থিক মূল্যায়ন ১০.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে)।


৫৪) ভারতের প্রথম 'বিশ্ব টেবিল টেনিস' সিরিজ ইভেন্ট কোথায় হবে?

উত্তরঃ- গোয়া।



Read More...

ডিসেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

> নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad