Ads Area

January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 3

January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 3

জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স
জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

প্রিয় বন্ধুরা,

এই পেজে শেয়ার করা হল January 2023 Current Affairs in Bengali - জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 3 যেখানে থাকছে ৫১টি কারেন্ট অ্যাফেয়ার্স।


জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পর্বে আপনাদের জন্য জানুয়ারি ২০২৩ এর তৃতীয় সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের জন্য নিয়ে আসার।




Read More...

জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 1

জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 2





জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স | Part 3


১) কোথায় সংবিধান উদ্যান চালু করা হয়েছে?


উত্তরঃ- রাজস্থানের জয়পুরে।



২) ভারতের কোন রাজ্য সরকার রাজস্ব/পাটোয়ারি পুলিশ ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



৩) কোন দেশ সম্প্রতি ১ বছরের জন্য, ওয়াসেনার ব্যবস্থার সভাপতিত্বের দায়িত্ব নিল?


উত্তরঃ- ভারত।



৪) ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের নিঃস্ব মানুষদের জন্য, ১০১ কোটি টাকা খরচে 'মুখ্যমন্ত্রীর সুখাশ্রয় সহায়তা কোশ' স্থাপন করবে?


উত্তরঃ- হিমাচল প্রদেশ।



৫) 'বিশ্ব ব্রেইল দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৪ জানুয়ারি (ফ্রান্সের শিক্ষাবিদ লুইস ব্রেইলের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়)।



৬) এবছরের প্রথম ৬ মাসের জন্য, 'কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন'এর সভাপতিত্ব গ্রহণ করল কোন দেশ?


উত্তরঃ- সুইডেন।



৭) চীনের কনিষ্ঠতম বিদেশমন্ত্রী কে?


উত্তরঃ- কিন গ্যাং।



৮) কাকে বিহারের স্টেট আইকন হিসাবে নিযুক্ত করল নির্বাচন কমিশন?


উত্তরঃ- লোকশিল্পী মৈথিলী ঠাকুর।



৯) 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস'এর তরফ থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত ২ দশকে (২০০৩-২০২২) সাংবাদিকতার কাজের জন্য বিশ্বব্যাপী মোট কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে?


উত্তরঃ- ১,৬৬৮।



১০) কোন সালকে সারা বিশ্বে আন্তর্জাতিক জোয়ার-বাজরার বছর হিসাবে পালন করা হচ্ছে?


উত্তরঃ- ২০২৩ সাল।



১১) কোন ২ দেশ পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করল?


উত্তরঃ- ভারত ও পাক-ই-স্তান।



১২) ভারতের কোন রাজ্যের 'জগা মিশন' এবছর 'ইউএন-হ্যাবিট্যান্ট বিশ্ব হ্যাবিট্যান্ট পুরস্কার' পেল?


উত্তরঃ- ওড়িশা।



১৩) কে সর্বসম্মতিক্রমে, হিমাচল প্রদেশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন?


উত্তরঃ- কুলদীপ সিং পাঠানিয়া।



১৪) মনিপুরের কোন সম্প্রদায় প্রতিবছর ফসল কাটার পর 'গাঁ-নগাই' উৎসব পালন করে?


উত্তরঃ- জেলিয়াংরং।



১৫) সম্প্রতি প্রয়াত হীরাবেন (১০০ বছর) কার মা ছিলেন?


উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



১৬) সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি'র তরফ থেকে করা এক সমীক্ষা অনুযায়ী, ভারতের কোন রাজ্যে ২০২২ সালের ডিসেম্বরে বেকারত্বের হার সবথেকে বেশি ছিল?


উত্তরঃ- হরিয়ানা (৩৭.৪%)।



১৭) ১৭ তম প্রবাসী ভারতীয় সম্মান পাচ্ছেন মহম্মদ ইরফান আলি। তিনি কোন দেশের প্রেসিডেন্ট?


উত্তরঃ- গায়ানা।



১৮) সম্প্রতি প্রয়াত প্রখ্যাত গায়িকা সুমিত্রা সেন (৮৯ বছর) কোন ধরনের গানের জন্য বিখ্যাত ছিলেন?


উত্তরঃ- রবীন্দ্রসঙ্গীত।



১৯) চিনের আর্থিক ও কারিগরি সহায়তায়, কোন দেশ গোখারা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করল?


উত্তরঃ- নেপাল।



২০) ৪ বছরের জন্য, 'এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন'এর সেক্রেটারি জেনারেল কে হলেন?


উত্তরঃ- ড. বিনয় প্রকাশ সিং।



২১) ভারতের কোন রাজ্যে 'মিশন-৯২৯' শুরু করল 'ভারতীয় নির্বাচন কমিশন'?


উত্তরঃ- ত্রিপুরা।



২২) কোথায় গবাদি পশুর জন্য, ভারতের প্রথম ভ্রাম্যমান (মোবাইল) ইন-ভিট্রো ফার্টিলাইজেশন ভ্যানের উদ্বোধন হল?


উত্তরঃ- গুজরাতের আমরেলি।



২৩) কোন দেশ ইউরোকে তাদের মুদ্রা হিসাবে গ্রহণ করল?


উত্তরঃ- ক্রোয়েশিয়া।



২৪) ২০২৩ সালে ১০৮ তম 'ভারতীয় বিজ্ঞান কংগ্রেস' কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?


উত্তরঃ- নাগপুর।



২৫) 'ভারতীয় বিমান বাহিনী'র ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান কে?


উত্তরঃ- এয়ার মার্শাল পঙ্কজ মোহন।



২৬) 'বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৬ জানুয়ারি।



২৭) ভারতের কোন রাজ্য সরকার 'দিদির সুরক্ষা কবচ' নামে ক্যাম্পেন চালু করল?


উত্তরঃ- পশ্চিমবঙ্গ।



২৮) ৪৬ তম 'আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি কি?


উত্তরঃ- স্পেন।



২৯) ২০২১ সালের জন্য, ভারতের কোন রাজ্যের জালনা জেলা পুলিশ ও নাগপুর পুলিশ 'সেরা পুলিশ ইউনিট' পুরস্কার পেল?


উত্তরঃ- মহারাষ্ট্র।



৩০) গোয়ার 'মোপা বিমানবন্দর'এর নাম কার নামে রাখা হবে?


উত্তরঃ- গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।



৩১) বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম কোথায় চালু হল?


উত্তরঃ- ওড়িশার রৌরকেলা (এটির নাম 'বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম')।



৩২) কে 'Human Anatomy' নামে মেডিক্যাল বই লিখেছেন?


উত্তরঃ- ড. এ. কে. দ্বিবেদী।



৩৩) বিশ্বের প্রথম পাম পাতার পান্ডুলিপির জাদুঘর কোথায় চালু হয়েছে?


উত্তরঃ- কেরালার তিরুবনন্তপুরম।



৩৪) 'অবতার' কোম্পানির সমীক্ষা অনুসারে, মহিলাদের চাকরিপ্রদানে ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে?


উত্তরঃ- চেন্নাই।



৩৫) ২০২২ সালে কে 'ওদাকুঝাল পুরস্কার'এর জন্য নির্বাচিত হয়েছেন?


উত্তরঃ- লেখক অম্বিকাসুথান মানগদ ('প্রাণবায়ু' নামে ছোটগল্প সংকলনের জন্য)।



৩৬) ভারতের ২৬ তম 'জাতীয় যুব উৎসব' কোন রাজ্যে হয়েছে?


উত্তরঃ- কর্ণাটক।



৩৭) সম্প্রতি প্রয়াত ওয়াল্টার কানিংহাম (৯০ বছর) কোন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন?


উত্তরঃ- নাসা।



৩৮) 'Ambedkar : A Life' বইটির লেখক কে?


উত্তরঃ- শশী থারুর।



৩৯) ভারতের কোন রেলওয়ে স্টেশন 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া'র তরফ থেকে ৫ স্টার রেটিং তথা 'ইট রাইট স্টেশন' শংসাপত্র পেল?


উত্তরঃ- বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন।



৪০) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রীর আবাসিক জমি অধিকার প্রকল্প' চালু করল?


উত্তরঃ- মধ্য প্রদেশ।



৪১) ভারতীয় পাবলিক এন্টারপ্রাইজ সমীক্ষা ২০২১-'২২ অনুযায়ী, ২০২১-'২২ সালে শীর্ষ মুনাফা অর্জনকারী কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কারা?


উত্তরঃ- ওএনজিসি।



৪২) 'বম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?


উত্তরঃ- সুন্দররমন রামমূর্তি।



৪৩) ২০২২ সালের ডিসেম্বরে, ভারতে মোট কত টাকার লেনদেন করে রেকর্ড গড়ল 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস'?


উত্তরঃ- ৭৮২ কোটি।



৪৪) 'ভারতীয় কফি বোর্ড'এর তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ২০২২ সালে ভারতের মোট কফি রপ্তানি কত লাখ টনে পৌঁছেছে?


উত্তরঃ- ৪।



৪৫) কে 'ভারতপে'র চিফ এক্সিকিউটিভ অফিসার পর থেকে পদত্যাগ করলেন?


উত্তরঃ- সুহেল সমীর।



৪৬) জাপানকে হারিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজারে পরিণত হল কোন দেশ?


উত্তরঃ- ভারত।



৪৭) সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ (৭১ বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?


উত্তরঃ- ফুটবল।



৪৮) জাতীয় দলে খেলার সুযোগ পেতে, ফিটনেসের যোগ্যতা মান হিসাবে এবার থেকে 'ইয়ো-ইয়ো' টেস্ট ও 'ডেক্সা' টেস্ট বাধ্যতামূলক করলো কারা?


উত্তরঃ- বিসিসিআই।



৪৯) কে ভারতের দ্রুততম বোলার হলেন?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের পেশার উমরান মালিক (শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টোয়েন্টি-২০ ম্যাচে, ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করেছেন তিনি)।



৫০) অস্ট্রেলিয়ার প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে 'সিডনি ক্রিকেট গ্রাউন্ড'এ কার ব্রোঞ্জের মূর্তি বসানো হল?


উত্তরঃ- বেলিন্ডা ক্লার্ক।



৫১) প্রণেশ এম. ভারতের কততম গ্র্যান্ডমাস্টার?


উত্তরঃ- ৭৯।



আরও পড়ুন...

ফিফা বিশ্বকাপ ২০২২ জিকে প্রশ্ন উত্তর

ডিসেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

নভেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad