এই পোস্টে SSC MTS GK Questions in Bengali - Part 01 দেওয়া হল যেখানে থাকছে SSC MTS পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর।
SSC MTS GK Questions in Bengali পর্বগুলির মাধ্যমে আলোচিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি SSC MTS পরীক্ষা প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। SSC MTS GK Questions in Bengali এই পর্বগুলিতে বিগত বছরের প্রশ্ন সহ আগত SSC MTS পরীক্ষায় যে ধরনের জিকে প্রশ্ন উত্তর আসার সম্ভাবনা রয়েছে সেগুলি দেওয়া হল।
SSC MTS GK Questions in Bengali
1. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ (B) নীলনদ
2. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে?
উত্তরঃ (B) A
3. পটাশিয়ামের অভাবে মানবদেহে কোন ত্রুটি দেখা যায়?
উত্তরঃ (C) হাইপোক্যালিমিয়া
4. নিম্নের কোনটি খারিফ শস্য?
উত্তরঃ (D) পাট
5. কেলভিন কিসের একক?
উত্তরঃ (A) তাপমাত্রা
6. 'Freedom behind bars' কার লেখা?
উত্তরঃ (A) কিরণ বেদী
7. বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলে-
উত্তরঃ (B) আইসোটোন
8. লখনৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ (D) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
9. ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে?
উত্তরঃ (B) দামোদর অববাহিকায়
10. সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে 'Absolute Zero' তাপমাত্রা বলে বোঝানো হয়?
উত্তরঃ (B) -273.15°C
11. কর্মসংস্থানের মান বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে 1974 থেকে 1979 সময়কালের জন্য ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল?
উত্তরঃ (D) পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা
12. 94 তম একাডেমী পুরস্কার এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হল কোনটি?
উত্তরঃ (C) Coda
13. হকি ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশ আয়োজন করছে?
উত্তরঃ (A) ইন্ডিয়া
14. দ্বিতীয় আকবর এর সময় পেশোয়া কে ছিলেন?
উত্তরঃ (A) দ্বিতীয় বাজিরাও
15. জাপানের মুদ্রার নাম কি?
উত্তরঃ (C) Yen
16. বাকস্বাধীনতা হল একটি?
উত্তরঃ (A) মৌলিক অধিকার
17. ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে নিম্নের কোন সময়?
উত্তরঃ (C) শরৎকালে
18. কোন শহরে ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমী হল?
উত্তরঃ (A) লখনৌ
19. 'OMR'-এর পুরো কথা কি?
উত্তরঃ (D) Optical Mark Recognition
20. চৌসার যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ (C) 1539
21. আতশবাজিতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলে কি হতে পারে?
Please do not enter any spam link in the comment box.