Ads Area

February 2023 Current Affairs in Bengali - Part 1 || ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

February 2023 Current Affairs in Bengali - Part 1 || ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

February 2023 Current Affairs in Bengali - Part 1
February 2023 Current Affairs in Bengali - Part 1

প্রিয় বন্ধুরা,

এই পোস্টে থাকছে February 2023 Current Affairs in Bengali - Part 1 || ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে থাকছে ৪৮টি কারেন্ট অ্যাফেয়ার্স।


February 2023 Current Affairs in Bengali এর এই পর্বে আপনাদের জন্য ফেব্রুয়ারি ২০২৩ এর প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের জন্য নিয়ে আসার।




February 2023 Current Affairs in Bengali - Part 1



১) কোন সংস্থা এই প্রথমবারের মতো 'বাসমতি' চালের জন্য নিয়ন্ত্রক মানদন্ডের বিজ্ঞপ্তি জারি করল?


উত্তরঃ- ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।



২) কোন দেশ স্কুলে পাঞ্জাবি ভাষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে?


উত্তরঃ- অস্ট্রেলিয়া।



৩) এবছর ভারতের বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত উৎসব 'সারাং' কোথায় হয়েছে?


উত্তরঃ- আইআইটি মাদ্রাজ।



৪) তেলেঙ্গানার প্রথম মহিলা চিফ সেক্রেটারি কে?


উত্তরঃ- শান্তি কুমারী।



৫) সম্প্রতি দ্বিতীয় কনস্টানটাইন (৮২ বছর) মারা গেলেন। তিনি কোন দেশের প্রাক্তন রাজা ছিলেন?


উত্তরঃ- গ্রিস।



৬) 'কগনিজেন্ট'এর চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?


উত্তরঃ- রবি কুমার এস.।



৭) কোন দেশকে ১২,৫০০ ডোজ পেন্টাভ্যালেন্ট টিকা দান করার ঘোষণা করল ভারত?


উত্তরঃ- কিউবা।



৮) মার্শাল দ্বীপপুঞ্জে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হলেন?


উত্তরঃ- সিবি জর্জ।



৯) 'ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স' নামে এক ট্যুইটার হ্যান্ডলের তরফ থেকে প্রকাশিত এক তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় বলিউড অভিনেতা শাহরুখ খান কত তম স্থান পেলেন?


উত্তরঃ- চতুর্থ (তাঁর আয় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার)।



১০) ভারতীয় রেলের অষ্টম 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি কোথা থেকে কোথায় যাবে?


উত্তরঃ- সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম।



১১) খনিজ সম্পদ অনুসন্ধানে তথা প্রাকৃতিক রহস্য ভেদ করতে, সম্প্রতি 'সমুদ্রযান মিশন'এর অধীনে ৩ জন ব্যক্তিকে সমুদ্রপৃষ্ঠের ৬,০০০ মিটার নিচে পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। কোন যানে করে তাদের সমুদ্রে পাঠানো হবে?


উত্তরঃ- MATSYA 6000।



১২) কে 'আয়না লেখনি' (মিরর রাইটিং) অর্থাৎ বই দেখে দেখে শেষ থেকে শুরু পর্যন্ত টাইপিং করে মোট ৮১টি বই লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন?


উত্তরঃ- ইতালির বাসিন্দা ৬৩ বছর বয়সি মাইকেল স্যান্তেলিয়া।



১৩) ২০২২ সালে কে 'মিস ইউনিভার্স'এর শিরোপা পেলেন?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের আর 'বনি গ্যাব্রিয়েল।



১৪) কোন দেশ 'আরোগ্য মৈত্রী' প্রকল্পের ঘোষণা করল?


উত্তরঃ- ভারত।



১৫) অন্ধত্ব নির্মূল করতে, ভারতের প্রথম রাজ্য হিসেবে কারা অন্ধত্ব নিয়ন্ত্রণ নীতি কার্যকর করল?


উত্তরঃ- রাজস্থান।



১৬) অনলাইন গেমিংয়ের জন্য, কোথায় ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে?


উত্তরঃ- মেঘালয়ের শিলং।



১৭) ভারতের প্রথম ৫জি সক্ষম ড্রোন তৈরি করল টেক স্টার্টআপ ফার্ম 'আইজি ড্রোনস'। ড্রোনটির নাম কি?


উত্তরঃ- স্কাইহক।



১৮) কোন দেশের বায়ুসেনার সঙ্গে 'বীর গার্ডিয়ান ২০২৩' যৌথ সামরিক মহড়া করল ভারত?


উত্তরঃ- জাপান।



১৯) ব্রাজিলের প্রথম আদিবাসীদের জন্য মন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ- সোনিয়া গুয়াজাজারা।



২০) প্রথম মহিলা অফিসার হিসাবে 'বর্ডার রোডস অর্গানাইজেশন'এ মোতায়েন হলেন কে?


উত্তরঃ- ক্যাপ্টেন সুরভী যাখমোলা।



২১) গেমিং প্ল্যাটফর্ম 'মোবাইল প্রিমিয়ার লিগ'এর তরফ থেকে করা 'ইন্ডিয়া মোবাইল গেমিং রিপোর্ট ২০২২' অনুযায়ী, মোবাইল গেমিংয়ে ভারতের সব রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কারা?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



২২) সম্প্রতি প্রয়াত জিনা ললোব্রিগিডা (৯৫ বছর) কোন দেশের চলচ্চিত্রাভিনেতা ছিলেন?


উত্তরঃ- ইতালি।



২৩) কোন উদ্ভিদকে সংরক্ষিত উদ্ভিদের তালিকাভুক্ত করল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক?


উত্তরঃ- নীলকুরিঞ্জি (Strobilanthes Kunthiana)।



২৪) সম্প্রতি হায়দ্রাবাদের শেষ নিজাম মীর বরকত আলী খান সিদ্দিকি মুকররম জাহ (৮৯ বছর) মারা গেলেন। তিনি হায়দ্রাবাদের কততম নিজাম ছিলেন?


উত্তরঃ- অষ্টম।



২৫) ৬০ বছরের মধ্যে, এই প্রথমবারের মতো রেকর্ড হারে জনসংখ্যা কমল কোন দেশে?


উত্তরঃ- চিন।



২৬) কে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী মহিলা হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটি কাউন্সিলের সদস্য হলেন?


উত্তরঃ- ৩০ বছর বয়সি ভারতীয়-মার্কিনি আইনজীবী জননী রামচন্দ্রন।



২৭) কত সালের মধ্যে সারা ভারত 'ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্ক'এর আওতায় আসবে?


উত্তরঃ- ২০২৫।



২৮) এবছর ২৮ তম 'ক্রিটিক্স চয়েজ পুরস্কার'এ কে 'সেরা অভিনেতা'র পুরস্কার পেলেন?


উত্তরঃ- ব্রেন্ডন ফ্রেজার ('দ্য হোয়েল' চলচ্চিত্রের জন্য)।



২৯) বিশ্বে প্রথম কৃষির জন্য 'AgriSAT-1/ZA 008' নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করল কোন দেশ?


উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা।



৩০) ভারত কোন দেশের সঙ্গে 'বরুণ' নামে নৌসেনা অনুশীলন করল?


উত্তরঃ- ফ্রান্স।



৩১) দিল্লির বাইরে প্রথমবার 'আর্মি দিবস'এর প্যারেড কোথায় হয়েছে?


উত্তরঃ- বেঙ্গালুরু।



৩২) কে ২ বছরের জন্য, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন?


উত্তরঃ- পঙ্কজ কুমার সিং।



৩৩) 'অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসব'এ কোন চলচ্চিত্র 'সেরা চলচ্চিত্র'এর জন্য 'গোল্ডেন কৈলাসা' পুরস্কার পেল?


উত্তরঃ- রাজস্থানী চলচ্চিত্র 'নানেরা' (চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপঙ্কর প্রকাশ)।



৩৪) ২০২২ সালে কে 'ফেডারেল ব্যাঙ্ক সাহিত্য পুরস্কার' পেলেন?


উত্তরঃ- কে. ভেনু (আত্মজীবনীমূলক বই 'Oranweshananthinte Katha'র জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



৩৫) সম্প্রতি পদত্যাগের ঘোষণা করলেন গুয়েন জোয়ান ফুক। তিনি কোন দেশের প্রেসিডেন্ট?


উত্তরঃ- ভিয়েতনাম।



৩৬) কোন দেশে ডিজেল সরবরাহের জন্য 'ফ্রেন্ডশিপ পাইপলাইন' চালু করছে ভারত?


উত্তরঃ- বাংলাদেশ।



৩৭) ভারতের প্রথম 'ন্যাশনাল অ্যাসেসমেন্ট রেগুলেটর' চালু করল কারা?


উত্তরঃ- ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং।



৩৮) 'জি-২০' এর আওতায়, 'থিঙ্ক-২০' সভা কোথায় হয়েছে?


উত্তরঃ- মধ্যপ্রদেশের ভোপাল।



৩৯) 'জাতীয় শিশু কন্যা দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৪ জানুয়ারি।



৪০) 'ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন'এর পরবর্তী ডিরেক্টর জেনারেল কে?


উত্তরঃ- বিক্রম দেব দত্ত।



৪১) কে 'পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া জীবনকৃতি সম্মান' পেলেন?


উত্তরঃ- হিন্দুস্তানি কন্ঠশিল্পী ড.প্রভা আত্রে।



৪২) কোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অন্ধ্রপ্রদেশে 'AMPHEX 2023' অনুশীল করল?


উত্তরঃ- ভারতীয় নৌবাহিনী।



৪৩) ভারতের কোন রাজ্যের আসকা থানা দেশের ১ নম্বর থানার শিরোপা পেল?


উত্তরঃ- ওড়িশা।



৪৪) কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করলেন রিড হেস্টিংস?


উত্তরঃ- নেটফ্লিক্স।



৪৫) 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, কে ২০২২ সালের ডিসেম্বরের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন?


উত্তরঃ- ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক।



৪৬) 'জাতীয় স্কাই চ্যাম্পিয়নশিপ'এ কে সোনার পদক পেলেন?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীরের ১১ বছর বয়সি মেয়ে ফালাক মুমতাজ।



৪৭) 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, কে ২০২২ সালের ডিসেম্বরের সেরা মহিলা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন?


উত্তরঃ- অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।



৪৮) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কে?


উত্তরঃ- বিরাট কোহলি (শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শতরান করে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এখন কোহলির মোট রান ১২,৭৫৪)।



Read More...

জানুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

ডিসেম্বর 2022 কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad