General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 39
![]() |
General Knowledge in Bengali |
প্রিয় বন্ধুরা,
General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General Knowledge in Bengali বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু General Knowledge in Bengali শেয়ার করলাম।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য General Knowledge in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in Bengali
১। রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে?
➥ ৩ মিনিট থেকে ৮ মিনিট।
২। পাতাযুক্ত শাকসবজি রঙিন করতে কোন অজৈব যৌগ ব্যবহৃত হয়?
➥ কপার সালফেট বা, ব্লু ভিট্রিয়ল।
৩। প্রাণের দাঁত ও হাড়ে কোন রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে?
➥ ক্যালসিয়াম ফসফেট।
৪। কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই?
➥ হাইড্রোজেন।
৫। একটি ধাতব তারের মধ্যে দিয়ে কিসের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়?
➥ ইলেকট্রন।
৬। কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা কোন বিষয়ের উপর নির্ভর করে?
➥ বেশি চাপ ও কম তাপমাত্রা।
৭। কোন বিজ্ঞানী প্রথম দেখান, সব জৈব যৌগের মধ্যে কার্বন আছে?
➥ অ্যান্টেইন-লরেন্ট ডি ল্যাভয়সিয়ার।
৮। কোন তরলে গ্যাসের দ্রাব্যতা কোন বিষয়ের উপর নির্ভর করে?
➥ বেশি চাপ ও কম তাপমাত্রা।
৯। শব্দতরঙ্গ বহন করা কানের কোন অংশের কাজ?
➥ মধ্যকর্ণ।
১০। হরিষেণ কার সভাকবি ছিলেন?
➥ সমুদ্রগুপ্ত।
১১। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ওইদিন কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন?
➥ অরবিন্দ ঘোষ।
১২। সম্রাট অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন?
➥ বিন্দুসার।
১৩। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন?
➥ কুনিক।
১৪। শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
➥ নালন্দা।
১৫। কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে?
➥ কুষাণ যুগে।
১৬। স্যার উইলিয়াম জোন্স কবে 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠা করেন?
➥ ১৭৮৪।
১৭। আকবর কাকে 'কবিপ্রিয়' উপাধি দিয়েছিলেন?
➥ বীরবল।
১৮। বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন শাসকের রাজ্যসভায় ছিলেন?
➥ জাহাঙ্গীর।
১৯। কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?
➥ ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইন।
২০। ভারতের কোন কোন রাজ্যে 'চাকমা' জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?
➥ ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম।
২১। নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত?
➥ ঘন্টায় ১,৬৩০ কিলোমিটার।
২২। লুনি নদী কোথায় পড়েছে?
➥ কচ্ছের রাণ অঞ্চলে।
২৩। 'ডাক লেক' ভারতের কোন রাজ্যে আছে?
➥ জম্মু ও কাশ্মীর।
২৪। 'নয় ডিগ্রি চ্যানেল' কোন কোন অঞ্চলকে আলাদা করেছে?
➥ কাভারাত্তি ও মিনিকয় দ্বীপপুঞ্জ।
২৫। অন্ধ্রপ্রদেশের 'ঘামাম' কি জন্য বিখ্যাত?
➥ আকরিক লোহার জন্য।
২৬। কোন জায়গার স্থানীয় সময়কে 'ভারতের প্রমাণ সময়' ধরা হয়?
➥ এলাহাবাদ।
২৭। ভারতের কোন নদী চীন, ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে?
➥ ব্রহ্মপুত্র।
২৮। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত?
➥ ১২ ঘন্টা।
২৯। 'চুনাপাথর' কোন শিলার উদাহরণ?
➥ পাললিক শিলা।
Read More...
> General Knowledge in Bengali Part 38
> General Knowledge in Bengali Part 37
> General Knowledge in Bengali Part 36
> General Knowledge in Bengali Part 35
> General Knowledge in Bengali Part 34
আরও পড়ুন...
◾ SSC MTS Previous Year GK Question
◾ Kolkata Police Constable Mock Test
❖ Buy This Book
Tapatir General Knowledge (GK) Encyclopedia 2023-24 (Bengali Version)
Please do not enter any spam link in the comment box.