Lucent GK in Bengali Part 44 || GK Questions with Answers in Bengali
Lucent GK in Bengali Part 44 || GK Questions with Answers in Bengali |
প্রিয় বন্ধুরা,
Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ GK Questions with Answers in Bengali দেওয়া হল।
Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য GK Questions with Answers in Bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সব রকমের চাকরির পরীক্ষায় General Knowledge বিষয়ে প্রশ্ন থাকছে। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions with Answers in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Lucent GK in Bengali
১। তুর্কি ভাষায় "আইবক" কথার অর্থ কি?
➥ চাঁদের মত সুন্দর।
২। কুতুবউদ্দিন আইবক এর প্রথম রাজধানী কোথায় ছিল?
➥ লাহোর।
৩। কুতুবউদ্দিন আইবক এর পরবর্তী সম্রাট কে হন?
➥ আরমশাহ।
৪। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
➥ ইলতুৎমিস।
৫। তঙ্কা ও জিতল মুদ্রা কে চালু করেন?
➥ ইলতুৎমিস।
৬। দাস বংশের "সুলতান-ই-আজম" নামে উপাধি কার ছিল?
➥ ইলতুৎমিস।
৭। ইলতুৎমিস এর পরবর্তী সম্রাট কে হন?
➥ রোকনউদ্দিন ফিরোজ।
৮। বিলন মুদ্রা কে চালু করেন?
➥ সুলতান রাজিয়া।
৯। সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন?
➥ গিয়াসউদ্দিন বলবন।
১০। গিয়াসউদ্দিন বলবন কি কি উপাধি ধারণ করেন?
➥ নায়েব-ই-খুদাই ও জিলিল্লাহ।
Read: কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট
১১। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম?
➥ সপ্তম।
১২। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম?
➥ দ্বিতীয়।
১৩। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি?
➥ কিবুথু।
১৪। ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি?
➥ রাজস্থান।
১৫। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক?
➥ উত্তর প্রদেশ।
১৬। বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
➥ লাদাখ।
১৭। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে?
➥ আন্দামান ও নিকোবর।
১৮। ডোগরি ভাষা কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায়?
➥ জম্মু-কাশ্মীর।
১৯। ভারতের কোন রাজ্যে স্ত্রী শিক্ষার হার সর্বনিম্ন?
➥ রাজস্থান।
২০। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোন রাজ্য?
➥ হিমাচল প্রদেশ।
Read: এসএসসি এমটিএস জিকে প্রশ্ন উত্তর
২১। "মাউন্ট এভারেস্ট"এ ওঠা প্রথম মহিলা কে ছিলেন?
➥ জুনকো তাবেই।
২২। কোন স্থানে গৌতম বুদ্ধ বোধি (দিব্য জ্ঞান) লাভ করেছিলেন?
➥ বুদ্ধগয়া।
২৩। কাঁচি কোন শ্রেণীর লিভার?
➥ প্রথম।
২৪। কোন উৎসেচকটি মানুষের লালারসে থাকে?
➥ টায়ালিন।
২৫। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়?
➥ অরুণাচল প্রদেশ।
২৬। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?
➥ দয়ানন্দ সরস্বতী।
২৭। তানসেনের আসল নাম কি?
➥ রামতনু পান্ডে।
২৮। ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি?
➥ কন্যাকুমারী।
২৯। লুপ্তপশুদের জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাকে কি বলে?
➥ প্যালিওন্টোলজি।
৩০। কোন দেশ প্রথম কাগজ আবিষ্কার করে?
➥চীন।
আরও পড়ুন...
◾ Lucent GK in Bengali Part 43
◾ Lucent GK in Bengali Part 42
◾ Lucent GK in Bengali Part 41
◾ Lucent GK in Bengali Part 40
Please do not enter any spam link in the comment box.