1st March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
1st March 2023 - Daily Current Affairs in Bengali |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে 1st March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে পাবেন Daily current affairs in bengali 2023
1st March 2023 - Daily Current Affairs in Bengali তে আপনাদের জন্য 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে।
1st March 2023 - Daily Current Affairs in Bengali
1. 2022 সালের ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন কে?
2. Pepsi এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
3. নিম্নের কোন মোবাইল কোম্পানি 60 বছরের মধ্যে প্রথমবার লোগো পরিবর্তন করল?
4. 2022 সালের ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার হলেন কে?
5. Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) এর সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
6. 2022 ফিফার বর্ষসেরা পুরুষ কোচ হলেন কে?
7. International Intellectual Property Index এ ভারতের স্থান কত?
8. 27 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের কোন বিমানবন্দর উদ্বোধন করলেন?
9. রাজস্থানের কোথায় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের 14 তম সংস্করণ শুরু হয়েছে?
10. 14 তম Asian Lawn Bowl চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো?
Read More...
◾ January 2023 Current Affairs in Bengali
◾ February 2023 Current Affairs in Bengali
Please do not enter any spam link in the comment box.