Lucent GK in Bengali Part 47 || GK Questions with Answers in Bengali
Lucent GK in Bengali Part 47 || GK Questions with Answers in Bengali |
প্রিয় বন্ধুরা,
Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ GK Questions with Answers in Bengali দেওয়া হল।
Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য GK Questions with Answers in Bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় General Knowledge বিষয়ে প্রশ্ন থাকছে। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions with Answers in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Lucent GK in Bengali
১। প্রোটিন পরিপাকের শেষে কোন পদার্থের সৃষ্টি হয়?
➥ অ্যামাইনো অ্যাসিড।
২। কোন অ্যাসিড তীব্র জলশোষক?
➥ সালফিউরিক অ্যাসিড।
৩। বালি ও আয়োডিনের মিশ্রণ থেকে উভয়কে আলাদা করা যায় কোন পদ্ধতিতে?
➥ উর্ধ্বপাতন পদ্ধতিতে।
৪। কোন অণুজীবে মেসোজোম দেখা যায়?
➥ ব্যাকটেরিয়া।
৫। সমুদ্রের জলের রং নীল দেখায় কেন?
➥ সূর্যরশ্মির বিচ্ছুরণ।
৬। কোন ব্যাকটেরিয়া ড্রেনের ময়লার পচন ঘটিয়ে ড্রেনকে পরিষ্কার করে?
➥ এন্টারোব্যাক্টর।
৭। এক পশলা বৃষ্টি হওয়ার পর সূর্যের কোন দিকে রামধনু দেখা যায়?
➥ সূর্যের বিপরীত দিকে।
৮। শব্দের নিখুঁত প্রতিফলনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম দূরত্ব কত?
➥ ১৭ মিটার।
৯। শব্দশক্তি কিসের আকারে মাধ্যমের ভিতর দিয়ে বিস্তার লাভ করে?
➥ তরঙ্গের।
১০। 'বর্তমান ভারত' কার রচনা?
➥ স্বামী বিবেকানন্দ।
১১। কার শাসনকালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল?
➥ লর্ড উইলিয়াম বেন্টিং।
১২। কাকে 'ভারতের বিসমার্ক' বলে?
➥ সর্দার বল্লভভাই প্যাটেল।
১৩। আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
➥ লর্ড মেয়ো।
১৪। 'আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ' কবে স্থাপিত হয়েছিল?
➥ ১৮৭৫ সালে।
১৫। 'তেভাগা আন্দোলন' কবে শুরু হয়?
➥ ১৯৪৬ সালে।
১৬। মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন?
➥ ৭২ বছর বয়সে।
১৭। চৌহানরা কোন জায়গায় রাজস্ব করতেন?
➥ পূর্ব রাজস্থানে।
১৮। 'সাঁচি স্তুপ' ভারতের কোন রাজ্যে আছে?
➥ মধ্যপ্রদেশ।
১৯। স্কন্দগুপ্ত কোন উপাধি নেন?
➥ বিক্রমাদিত্য।
২০। ভারতের কোন শহর হ্রদের শহর নামে পরিচিত?
➥ হায়দ্রাবাদ।
২১। সবরমতি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
➥ আরাবল্লী পর্বতশ্রেণী।
২২। ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি?
➥ অসমের ডিগবয়।
২৩। কোন দেশকে 'মৌসুমী বায়ুর দেশ' বলে?
➥ ভারত।
২৪। পশ্চিমঘাট পর্বতের কোন অংশকে 'বৃষ্টিচ্ছায় অঞ্চল' বলে?
➥ পূর্বাংশ।
২৫। ভারতে কোন মসলা সবথেকে দামি?
➥ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।
২৬। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
➥ আরাবল্লী।
২৭। কোন বায়ুকে 'বাণিজ্য বায়ু' বলে?
➥ আয়ন বায়ু।
২৮। হিমবাহের গ্রাবরেখা দিয়ে সৃষ্ট হ্রদ কোনটি?
➥ ছাঙ্গু।
২৯। এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে কোন জলবিভাজিকা?
➥ লোহিত সাগর।
Read More...
➨ Lucent GK in Bengali Part 46
➨ Lucent GK in Bengali Part 45
➨ Lucent GK in Bengali Part 44
Please do not enter any spam link in the comment box.