17th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
17th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে 17th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে পাবেন current affairs MCQs in bengali.
17th March 2023 - Daily Current Affairs in Bengali তে আপনাদের জন্য 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে।
17th March 2023 - Daily Current Affairs in Bengali
1. 2023 সালের ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা পুরুষ খেলোয়াড় হলেন কে?
2. Women's World Boxing Championship 2023 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হলেন?
3. 2023 সালের ফেব্রুয়ারি মাসের আইসিসির মহিলাদের সেরা খেলোয়াড় হলেন কে?
4. বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) IBA Women's World Boxing Championship 2023 এর টাইটেল স্পন্সর হিসাবে কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?
5. বিশ্ব ভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day) কবে পালিত হয়?
6. Khelo India Dus ka dum টুর্নামেন্ট কি?
7. 14 মার্চ 2023-এ অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় শুরু হয়েছিল?
8. সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ড তার নাম পরিবর্তন করে রাখল বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড?
9. আন্তর্জাতিক গণিত দিবস বা π দিবস বিশ্বব্যাপী কবে পালিত হয়?
10. ভারতের কোন শহরে 3rd Divya Kala Mela উদ্বোধন করা হলো?
Read More...
◾ 16th March 2023 - Daily Current Affairs in Bengali
Please do not enter any spam link in the comment box.