18th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
18th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে 18th March 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs যেখানে পাবেন current affairs MCQs in bengali.
18th March 2023 - Daily Current Affairs in Bengali তে আপনাদের জন্য 10টি Bengali Current Affairs MCQs শেয়ার করা হল। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনার প্রস্তুতিকে আরো ভালো করে তুলবে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে।
18th March 2023 - Daily Current Affairs in Bengali
1. ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক মহড়া 'Bold Kurukshetra' অনুষ্ঠিত হলো?
2. কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ভারতের কোন শহরে প্রথম মিথানল চালিত বাস পরিবহনের উদ্বোধন করলেন?
3. ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO কোথা থেকে অতি স্বল্প পাল্লার বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল?
4. 2023 বর্ডার গাভাস্কার ট্রফি একটি টেস্ট ম্যাচ সিরিজ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
5. কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 50টি উইকেট সম্পন্ন করলেন?
6. এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান ভারতের কোথায় অবস্থিত, যেটা 19 মার্চ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে?
7. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?
8. National Mineral Development Corporation (NMDC) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত) পদে কে নিযুক্ত হলেন?
9. 11 মার্চ 2023 থেকে নয়া দিল্লিতে শুরু হওয়া দুই দিনের G20 Flower Festival কে উদ্বোধন করলেন?
10. বিচারপতি এস শ্রীমথি, ডি. ভরত চক্রবর্তী, আর. বিজয়কুমার, মহম্মদ শফিক, জে. সত্যনারায়ণ প্রসাদকে কোন হাইকোর্টের অতিরিক্ত বিচারক পদে নিযুক্ত করা হলো?
Read More...
◾ 17th March 2023 - Daily Current Affairs in Bengali
Please do not enter any spam link in the comment box.