Lucent GK in Bengali Part 48 || GK Questions with Answers in Bengali
![]() |
Lucent GK in Bengali Part 48 || GK Questions with Answers in Bengali |
প্রিয় বন্ধুরা,
Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ GK Questions with Answers in Bengali দেওয়া হল।
Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য GK Questions with Answers in Bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় General Knowledge বিষয়ে প্রশ্ন থাকছে। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions with Answers in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
Lucent GK in Bengali
১। উদ্ভিদের কোন কলার মাধ্যমে রক্তের উৎস্রোত প্রক্রিয়াটি ঘটে?
➥ জাইলেম কলা।
২। 'বেলচা' কোন শ্রেণীর লিভার?
➥ প্রথম শ্রেণী।
৩। চিনিকে বিবর্ণ করতে কোন কাঠকয়লা ব্যবহৃত হয়?
➥ অস্থি কয়লা।
৪। জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌল যোগ করে একে জীবাণুমুক্ত করা হয়?
➥ ক্লোরিন।
৫। ফ্যারাডের সূত্র কোন ঘটনার সঙ্গে জড়িত?
➥ তড়িৎ বিশ্লেষণ।
৬। মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে কোন উদ্ভিদ রাখেন?
➥ ক্লোরেলা।
৭। জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?
➥ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।
৮। মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?
➥ গ্যাসের চাপ ও উষ্ণতার উপর।
৯। পিচব্লেন্ড কোন মৌলের আকরিক?
➥ তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম।
১০। কোন বিজ্ঞানী উষ্ণতার পরম স্কেল আবিষ্কার করেন?
➥ বিজ্ঞানী কেলভিন।
১১। বদাওনীর লেখা 'মুস্তাখাব-উল-তওয়ারিখ' বইটি কয়টি খন্ডে বিভক্ত?
➥ ৩টি (প্রথম খন্ডটি দিল্লির সুলতানদের ইতিহাস, দ্বিতীয় খণ্ডটি আকবরের ৪০ বছরের রাজত্ব ও তৃতীয় খন্ড যাকে 'তাজকিরা' বলে, সেটি বিভিন্ন পেশার লোকেদের জীবনী)।
১২। শাহজাহান কবে সিংহাসনে বসেন?
➥ ১৬২৮ সালের ৬ ফেব্রুয়ারি।
১৩। তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন?
➥ ১৩৯৮ সাল।
১৪। বাবরের পিতা ওমর শেখ মির্জা কোন রাজ্যের অধিপতি ছিলেন?
➥ তুর্কমেন-ই-স্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের।
১৫। দিল্লির কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন?
➥ সুলতান মহম্মদ বিন তুঘলক।
১৬। হুমায়ুনের সময়কার একজন সঙ্গীর নাম করুন, যিনি তাঁর সঙ্গে পারস্যেও গিয়েছিলেন?
➥ জওহর আফতবিচী।
১৭। বাবরের আত্মজীবনী 'বাবারনামা' কোন ভাষায় লেখা?
➥ তুর্কি।
১৮। হুমায়ুনের বোন গুলবদন বেগমের লেখা 'হুমায়ুননামা' কত সালে লেখা শেষ হয়?
➥ ১৯৯১-৯২ সালে।
১৯। কত সালে পাঠানরা সপ্তগ্রাম লুঠ করে?
➥ ১৫৯২।
২০। ১৬৮৬ সালে হুগলিতে নবাব সৈন্যের সঙ্গে সংঘর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যকুঠি ধ্বংস হয়ে যায়। কোম্পানির ক্ষতিপূরণ কত ছিল?
➥ ৪৫ লাখ টাকা।
২১। একই দ্রাঘিমা বিশিষ্ট দুটি স্থানের মিল কোথায় থাকে?
➥ সৌরসময়।
২২। পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?
➥ ১.৩ সেকেন্ড।
২৩। 'ঘাটপ্রভা প্রকল্প' কোথায় আছে?
➥ কর্নাটকের ঘাটপ্রভা নদীতে।
২৪। 'মীনাক্ষী' মন্দির ভারতের কোন শহরে আছে?
➥ মাদুরাই।
২৫। ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি?
➥ গান্ধীখাল।
২৬। কোন পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে?
➥ পিরপাঞ্জল পর্বত শ্রেণী।
২৭। কোন মৃত্তিকায় ধাতব উপাদান বেশি থাকে?
➥ পার্বত্য মৃত্তিকায়।
২৮। প্রতিটি অক্ষরেখাকে প্রতিটি দ্রাঘিমারেখা কিভাবে ছেদ করেছে?
➥ লম্বভাবে।
২৯। ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তেল পাওয়া যায়?
➥ উত্তর-পূর্ব অসমে।
Read More...
◾ Lucent GK in Bengali Part 47
◾ Lucent GK in Bengali Part 46
◾ Lucent GK in Bengali Part 45
আরও পড়ুন...
◾ Indian History GK Questions in Bengali
◾ Kolkata Police Constable Mock Test
◾ ভারতীয় নতুন মুদ্রার নোটের বৈশিষ্ট্য
Please do not enter any spam link in the comment box.