Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali - Part 49

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali - Part 49

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali

প্রিয় বন্ধুরা,

Lucent GK in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 দেওয়া হল।


Lucent GK in Bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Lucent GK in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 - Lucent GK in Bengali:


১। কোশের কোন কোশ বিভাজনকে 'হ্রাস বিভাজন' বলে?

➥ মায়োসিস।


২। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে হয়?

➥ বার্ণোলীর নীতি।


৩। স্ত্রী কণ্ঠস্বর, পুরুষ কণ্ঠস্বরের থেকে তীক্ষ্ণ হয় কেন?

➥ উচ্চ কম্পাঙ্কের জন্য।


৪। আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাসের মাধ্যমে ভর্তি করা হয়?

➥ হিলিয়াম।


৫। কোন ফ্লুরিন যৌগ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসাবে ব্যবহৃত হয়?

➥ ফ্রেয়ন।


৬। ডায়াবেটিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়?

➥ প্লীহা।


৭। কোন অণুজীবে মেসোজোম দেখা যায়?

➥ ব্যাকটেরিয়া।


৮। তেঁতুলে কোন অ্যাসিড থাকে?

➥ টারটারিক অ্যাসিড।


৯। কোন মৌল দেশলাই তৈরিতে ব্যবহৃত হয়?

➥ ফসফরাস।


১০। 'ব্যারোমিটার' কে আবিষ্কার করেন?

➥ এভানগেলিস্টা টরিসেলী।


১১। নদিয়া চৌগাছার বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন?

➥ নীল চাষের।


১২। আরবরা কত সালে সিন্ধুদেশ জয় করে?

➥ ৭১২ সাল।


১৩। মুঘল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী মিঁয়া তানসেন কিজন্য বিখ্যাত ছিলেন?

➥ 'মেঘ মল্লার' রাগ সৃষ্টির জন্য।


১৪। ভাস্কো-দা-গামা কোন দেশীয় নাবিক ছিলেন?

➥ পর্তুগিজ।


১৫। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কার আদেশে তৈরি হয়েছিল?

➥ ধর্মপাল।


১৬। বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন?

➥ অমিত্রঘাত।


১৭। স্যার উইলিয়াম জোন্স কবে 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠা করেন?

➥ ১৭৮৪।


১৮। আকবর কাকে 'কবিপ্রিয়' উপাধি দিয়েছিলেন?

➥ বীরবল।


১৯। কোন ঘটনার পর মোহনদাস করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন?

➥ চৌরিচৌরার ঘটনার পর।


২০। শিবাজীকে শাসনকার্যে যারা পরামর্শ দিতেন, তাদের কি বলা হত?

➥ অষ্টপ্রধান।


২১। এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে কোন জলবিভাজিকা?

➥ লোহিত সাগর।


২২। ভারতের প্রথম সুতাকলটি কোথায় গড়ে উঠেছিল?

➥ ঘুসুড়ি।


২৩। কোন পদ্ধতিতে সৌর তাপ পৃথিবীতে পৌঁছায়?

➥ বিকিরণ।


২৪। কফি চাষের জন্য কিরকম মাটি দরকার?

➥ লাল দোঁয়াশ মাটি।


২৫। 'খাইবার পাস' গিরিপথটি কোন দেশে আছে?

➥ পাকিস্তান।


২৬। 'তুঙ্গভদ্রা' কোন নদীর উপনদী?

➥ কৃষ্ণা।


২৭। 'মন্দাকিনী নদী'র উৎসস্থল কোথায়?

➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ।


২৮। 'সালার জং' মিউজিয়াম ভারতের কোন রাজ্যে আছে?

➥ অন্ধ্রপ্রদেশ।


২৯। কোন মাটিতে সবথেকে বেশি নারকেল উৎপন্ন হয়?

➥ উপকূলীয় মৃত্তিকায়।


৩০। নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেনীর অংশ?

➥ পশ্চিমঘাট।



Read More...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 Part 48

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 Part 47

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 Part 46





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad