Ads Area

Daily current affairs in bengali - 20th April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - 20th April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - 20th April 2023
Daily current affairs in bengali - 20th April 2023

বাংলা জিকে ডায়েরি 📘

Daily current affairs in bengali - 20th April 2023 এ আপনি পাবেন 10টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



Daily current affairs in bengali - 20th April 2023


1. 2023 সালে বিশ্বের ধনী শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর?


A) নিউইয়র্ক

B) সিঙ্গাপুর

C) টোকিও

D) প্যারিস


উত্তরঃ A) নিউইয়র্ক


2. কোন রাজ্যের Cumbum Panneer Thratchai বা Cumbum Grapes জিআই ট্যাগ পেল?


A) অন্ধ্রপ্রদেশ

B) তামিলনাড়ু

C) কর্ণাটক

D) তেলেঙ্গানা


উত্তরঃ B) তামিলনাড়ু


3. 2023 Asian Champions Hockey Tournament কোন দেশে অনুষ্ঠিত হবে?


A) নেপাল

B) বাংলাদেশ

C) চীন

D) ভারত


উত্তরঃ D) ভারত


4. ভারতের কোন রাজ্যে এই প্রথম গ্রীষ্মকালে জলের ঘাটতি মোকাবেলায় একটি পৃথক বাজেট ঘোষণা করা হলো?


A) রাজস্থান

B) মধ্যপ্রদেশ

C) কেরালা

D) তামিলনাড়ু 


উত্তরঃ C) কেরালা


5. ভারতের কোন শহরে প্রথম অ্যাপেলের স্টোর খোলা হলো?


A) মুম্বাই

B) ব্যাঙ্গালোর

C) হায়দ্রাবাদ

D) পুনে


উত্তরঃ A) মুম্বাই


6. 'Sachin@50 - Celebrating A Maestro' শিরোনামে বইটির লেখক কে?


A) রঘুনাথ শাস্ত্রী

B) বোরিয়া মজুমদার

C) রমেশ আইয়ার

D) চেতন ভগত


উত্তরঃ B) বোরিয়া মজুমদার


7. মর্যাদাপূর্ণ Malcolm Adiseshiah Award 2023 এ কে মনোনীত হলেন?


A) প্রভাত পট্টনায়েক

B) রমেশ আইয়ার

C) অতুল চন্দ্র রায়

D) উৎসা পট্টনায়েক


উত্তরঃ D) উৎসা পট্টনায়েক


8. 2022-23 অর্থ বছরে কোন দেশ ভারতের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়েছে?


A) রাশিয়া

B) চীন

C) ফ্রান্স

D) আমেরিকা


উত্তরঃ D) আমেরিকা


9. কোন কেন্দ্রীয় মন্ত্রী YUVA PORTAL লঞ্চ করলো?


A) ডঃ জিতেন্দ্র সিং

B) নিতিন গডকরি

C) স্মৃতি ইরানি

D) রাজনাথ সিং


উত্তরঃ A) ডঃ জিতেন্দ্র সিং


10. Energy Efficiency Index 2022 এ কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে?


A) তেলেঙ্গানা

B) তামিলনাড়ু

C) অন্ধ্রপ্রদেশ

D) কেরালা


উত্তরঃ C) অন্ধ্রপ্রদেশ



Daily current affairs in bengali

Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad