Ads Area

Daily current affairs in bengali - 19th April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - 19th April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali
Daily current affairs in bengali

বাংলা জিকে ডায়েরি 📘

Daily current affairs in bengali - 19th April 2023 এ আপনি পাবেন 10টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



Daily current affairs in bengali - 19th April 2023


1. প্রথমবার Global Buddhist Summit কোন দেশে অনুষ্ঠিত হবে?


A) নেপাল

B) চীন

C) ভুটান

D) ভারত


উত্তরঃ D) ভারত


2. Karnataka Bank এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন?


A) রত্নাকর বর্মা

B) রতন শর্মা

C) প্রভু বর্মা

D) শেখর রাও


উত্তরঃ D) শেখর রাও


3. হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হন?


A) বিচারপতি তারলোক সিং চৌহান

B) বিচারপতি সূর্য প্রকাশ কেসারওয়ানি

C) বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়

D) বিচারপতি রমেশ সিং তালওয়ার


উত্তরঃ A) বিচারপতি তারলোক সিং চৌহান


4. কোন অটোমোবাইল কোম্পানি একটি অনলাইন খুচরা বিক্রয় প্লাটফর্ম 'Wheels on Web' চালু করেছে?


A) Toyota

B) Mahindra

C) Hyundai

D) Tata Motors


উত্তরঃ A) Toyota


5. কোন রাজ্য অজ্ঞাত মৃতদেহ সনাক্তকরণের জন্য একটি DNA ডাটাবেস প্রস্তুত করল?


A) গুজরাট

B) উত্তর প্রদেশ

C) হিমাচল প্রদেশ

D) বিহার


উত্তরঃ C) হিমাচল প্রদেশ


6. Asian Development Bank (ADB) বন্যা পুনর্বাসনের জন্য বাংলাদেশকে কত মিলিয়ন ডলার ঋণ প্রদান করল?


A) 230 মিলিয়ন

B) 100 মিলিয়ন

C) 200 মিলিয়ন

D) 350 মিলিয়ন


উত্তরঃ A) 230 মিলিয়ন


7. কোন দেশে ভারতীয় হাই কমিশন তার 16তম ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে?


A) শ্রীলঙ্কা

B) বাংলাদেশ

C) রাশিয়া

D) আমেরিকা


উত্তরঃ B) বাংলাদেশ


8. কোন রাজ্য সরকার কিশোর হোমের (Juvenile home) কার্যকারিতা মূল্যায়ন করার জন্য একটি প্যানেল গঠন করল?


A) মধ্য প্রদেশ

B) তেলেঙ্গানা

C) তামিলনাড়ু

D) উত্তর প্রদেশ


উত্তরঃ C) তামিলনাড়ু


9. বিশ্ব যকৃত দিবস (World Liver Day) কবে পালিত হয়?


A) 18 এপ্রিল

B) 17 এপ্রিল

C) 16 এপ্রিল

D) 19 এপ্রিল


উত্তরঃ D) 19 এপ্রিল


10. G20 ডিজিটাল ইকোনোমি ওয়ার্কিং গ্রুপের সভা কোন শহরে অনুষ্ঠিত হয়?


A) হায়দ্রাবাদ

B) বারানসি

C) জয়পুর

D) গুয়াহাটি


উত্তরঃ A) হায়দ্রাবাদ



Daily current affairs in bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad