Ads Area

18th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

18th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

18th April 2023 - Daily current affairs in bengali 2023
18th April 2023 - Daily current affairs in bengali 2023

বাংলা জিকে ডায়েরি 📘

18th April 2023 - Daily current affairs in bengali 2023 এ আপনি পাবেন 11টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



18th April 2023 - Daily current affairs in bengali MCQ


1. নারায়ণ প্রসাদ কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন?





উত্তরঃ (B) নেপাল

 

2. 2023 প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত হলেন কে?





উত্তরঃ (D) রাজ সুব্রামানিয়াম

 

3. বিশ্ব ঐতিহ্যবাহী দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (A) 18 এপ্রিল

 

4. 2023 G20 এর কৃষি প্রধান বিজ্ঞানীদের (Meeting of Agriculture Chief Scientist) 12 তম সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?





উত্তরঃ (C) বারানসি

 

5. আইপিএলে দ্রুততম 100 উইকেট নেওয়া খেলোয়াড় হলেন কে?





উত্তরঃ (C) Kagiso Rabada

 

6. বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টায়ার ব্র্যান্ডের তকমা পেল কোন কোম্পানি?





উত্তরঃ (D) MRF

 

7. কোন শহর প্রথমবার ইঁদুর নিয়ন্ত্রণ করতে 'Rat Czar' নিয়োগ করলো?





উত্তরঃ (D) নিউইয়র্ক

 

8. "Courting India: England Mughal India and the Origin of Empire" শিরোনামে বইটির লেখক কে?





উত্তরঃ (A) নন্দিনী দাস

 

9. 14 এপ্রিল 2023-এ কে নয়া দিল্লি থেকে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করল?





উত্তরঃ (C) জি কিষান রেড্ডি

 

10. কৃষকদের সহজে ঋণ দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর সাথে কোন কোম্পানি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে (13 এপ্রিল 2023)?





উত্তরঃ (B) Fasal

 

11. বিশ্ব কন্ঠ দিবস (World Voice Day) কবে পালিত হয়?





উত্তরঃ (D) 16 এপ্রিল



Daily current affairs in bengali 2023

Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali 2023 পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad