Ads Area

17th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

17th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

17th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স
17th April 2023 - Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলা জিকে ডায়েরি 📘

17th April 2023 - Daily current affairs in bengali 2023 এ আপনি পাবেন 11টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali 2023 - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


17th April 2023 - Daily current affairs in bengali MCQ


1. কে Femina Miss India World 2023 খেতাব জিতেছে?





উত্তরঃ (C) নন্দিনী গুপ্তা

 

2. বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালিত হয়?





উত্তরঃ (D) 17 এপ্রিল

 

3. Association for Democratic Reforms (ADR) এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে?





উত্তরঃ (A) জগনমোহন রেড্ডি

 

4. ভারত কর্তৃক নির্মিত বুজি সেতুটি (Buzi Bridge) কোন দেশে অবস্থিত?





উত্তরঃ (B) মোজাম্বিক

 

5. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দ্রাবাদে কত ফুট লম্বা আম্বেদকর মূর্তি উন্মোচন করলেন?





উত্তরঃ (D) 125 ফুট

 

6. World Art Day কবে পালিত হয়?





উত্তরঃ (C) 15 এপ্রিল

 

7. 2023 সালে অনুষ্ঠিত Asian Wrestling Championship এ পদক তালিকায় শীর্ষস্থান দখল করলো কে?





উত্তরঃ (A) কাজাকস্তান

 

8. Security and Exchange Board of India (SEBI) 12 এপ্রিল কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো?





উত্তরঃ (A) 35th

 

9. 2023 সালে অনুষ্ঠিত Asian Wrestling Championship এ অনিরুদ্ধ কুমার 125 কেজি বিভাগে কোন পদক জিতলেন?





উত্তরঃ (C) ব্রোঞ্জ

 

10. নেপাল ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট চুক্তির উদ্দেশ্য কি?





উত্তরঃ (C) বাণিজ্য বাড়ানো

 

11. 2023 Orleans Masters পুরুষদের একক শিরোপা কে জিতেছে?





উত্তরঃ (B) প্রিয়াংশু রাজাওয়াত



Daily current affairs in bengali 2023

Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali 2023 পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad