Ads Area

Daily current affairs in bengali - 21st April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - 21st April 2023 || প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - 21st April 2023
Daily current affairs in bengali - 21st April 2023

বাংলা জিকে ডায়েরি 📘

Daily current affairs in bengali - 21st April 2023 এ আপনি পাবেন 10টি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Daily current affairs in bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali - প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



Daily current affairs in bengali - 21st April 2023


1. 2023 FIFA Under-20 World Cup কোথায় অনুষ্ঠিত হবে?


A) আর্জেন্টিনা

B) ফ্রান্স

C) ব্রাজিল

D) ইংল্যান্ড


উত্তরঃ A) আর্জেন্টিনা


2. জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলো কোনটি?


A) চীন

B) ভারত

C) আমেরিকা

D) রাশিয়া


উত্তরঃ B) ভারত


3. টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (TEPL) এর CEO ও MD পদে কে নিযুক্ত হলেন?


A) তপন মজুমদার

B) ড: সুকুমার সিং

C) ড: রণধীর ঠাকুর

D) অশোক সান্যাল


উত্তরঃ C) ড: রণধীর ঠাকুর


4. কোন গায়িকা Lata Deenanath Mangeshkar Puraskar পেলেন?


A) অলকা ইয়াগনিক

B) সুনিধি চৌহান

C) আশা ভোঁসলে

D) শ্রেয়া ঘোষাল 


উত্তরঃ C) আশা ভোঁসলে


5. কোন দেশ সফলভাবে Fengyun-3 নামে আবহাওয়া উপগ্রহের উৎক্ষেপণ করল?


A) ফ্রান্স

B) ইতালি

C) জাপান

D) ভারত


উত্তরঃ D) ভারত


6. কোন ব্যাঙ্ক ভারতের প্রথম ভয়েস বায়োমেট্রিক প্রমানীকরণ ব্যাঙ্কিং অ্যাপ চালু করলো?


A) ICICI Bank

B) HDFC Bank

C) City Union Bank

D) Axis Bank


উত্তরঃ C) City Union Bank


7. বিশ্বের বৃহত্তম মাদক রাষ্ট্র (Narco State) নিম্নের কোনটি?


A) সিরিয়া

B) কাজাকস্তান

C) আফগানিস্তান

D) তুরস্ক


উত্তরঃ A) সিরিয়া


8. National Civil Service Day কবে পালিত হয়?


A) 20 এপ্রিল

B) 21 এপ্রিল

C) 22 এপ্রিল

D) 23 এপ্রিল


উত্তরঃ B) 21 এপ্রিল


9. কোন রাজ্যে Thawe উৎসব আয়োজিত হলো?


A) মনিপুর

B) অরুণাচল প্রদেশ

C) ওড়িশা

D) বিহার


উত্তরঃ D) বিহার


10. ভারতের কোন শহরে 2023 Intercontinental Cup টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে?


A) ভুবনেশ্বর

B) কলকাতা

C) মুম্বাই

D) চেন্নাই


উত্তরঃ A) ভুবনেশ্বর



Daily current affairs in bengali

Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad