General Knowledge in bengali - Part 71 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
![]() |
General Knowledge in bengali - Part 71 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge in bengali - Part 71 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General Knowledge in bengali - Part 71 || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য General Knowledge in bengali দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in bengali - Part 71
১। মার্কিনি উদ্ভাবক চার্লস গুডইয়ার কিসের জন্য পরিচিত?
➥ রাবারের ভলকানাইজেশন।
২। অ্যান্টিপাইরেটিক ওষুধগুলি কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়?
➥ জ্বর।
৩। সংকেতের শক্তি বাড়াতে কোন যন্ত্রের ব্যবহার করা হয়?
➥ অ্যামপ্লিফায়ার।
৪। জীববিজ্ঞানের কোন শাখা খামার ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের বিজ্ঞান নিয়ে কাজ করে?
➥ কৃষিবিদ্যা।
৫। বায়ু থেকে কার্বন কণা অপসারণের নীতিটি কিসের সঙ্গে জড়িত?
➥ ইলেক্ট্রোফোরেসিস।
৬। পারদের কোন যৌগ জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়?
➥ মারফিউরিক ক্লোরাইড।
৭। এস-অরবিটালে কটি ইলেকট্রন থাকতে পারে?
➥ ২টি।
৮। অ্যামোনিয়া অনুর ক্ষেত্রে বন্ধন কোণ কত?
➥ ১০৭ ডিগ্রী।
৯। কোন যৌগটি প্রথমবারের মতো পটাশিয়াম ধাতুকে বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়েছিল?
➥ পটাশিয়াম হাইড্রোক্সাইড (কস্টিক পটাশ)।
১০। ভারতীয় রাজনীতিতে 'গ্র্যান্ড ওল্ড ম্যান' হিসাবে পরিচিত ছিলেন কে?
➥ দাদাভাই নওরোজি।
১১। ১৮৫৭ সালের বিদ্রোহ কোন তারিখে মিরাট থেকে শুরু হয়েছিল?
➥ ১৮৫৭ সালের ১০ মে।
১২। 'অপারেশন ট্রোজান হর্স' নামটি কোন মুক্তিযোদ্ধাদের শহীদ হওয়ার সঙ্গে যুক্ত?
➥ ভগত সিং, রাজগুরু ও সুখদেব।
১৩। ১৯০৫ সালের ৬ জুলাই, 'বঙ্গভঙ্গ' ঘোষণাকারী প্রথম সংবাদপত্রের নাম কি?
➥ সঞ্জীবনী।
১৪। মহাবীর কোন নদীর তীরে 'কৈবলয়' লাভ করেন?
➥ রিজুপালিকা নদী।
১৫। ভারতের কোন রাজ্যে প্রথম 'প্যালিওলিথিক সাইট' আবিষ্কৃত হয়?
➥ কর্ণাটক।
১৬। বিজয়নগর সাম্রাজ্যের রাজা অচ্যুত রায় কোন ধরনের মুদ্রা জারি করেছিলেন?
➥ গরুড়।
১৭। 'দিওয়ান-ই-বন্দগান' কাদের বিভাগ ছিল?
➥ ক্রীতদাসদের।
১৮। 'গুলশান-ই-ইব্রাহিমী' কোন কবির লেখা?
➥ মুহাম্মদ কাসিম হিন্দু শাহ।
১৯। 'উডের ডেসপ্যাচ' কী সম্পর্কিত?
➥ শিক্ষা।
২০। তামিলনাড়ুর জয়মোকন্ডাম কোন খনিজের জন্য বিখ্যাত?
➥ লিগনাইট।
২১। দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটিকে কি বলে?
➥ পালঘাট গ্যাপ।
২২। 'সালাল' প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
➥ চেনাব।
২৩। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
➥ মালয় দ্বীপপুঞ্জ।
২৪। কোন মাটির শুষ্ক অবস্থায় ফাটল ও সংকুচিত হওয়ার বৈশিষ্ট্য রয়েছে?
➥ কালো এঁটেল মাটি।
২৫। ভারতে, 'হলুদ বিপ্লব' কিসের সঙ্গে যুক্ত?
➥ তৈলবীজ উৎপাদন।
২৬। কোন অক্ষাংশ ভারতের মধ্য দিয়ে গেছে?
➥ কর্কটক্রান্তি।
২৭। কোন দেশ আন্দামান দ্বীপুঞ্জের সবথেকে কাছে অবস্থিত?
➥ মায়ানমার।
২৮। কোন জলাশয় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে?
➥ ১০ ডিগ্রি চ্যানেল।
২৯। কেরল রাজ্যের সবথেকে ছোট তালুক কোনটি?
➥ কুন্নাথুর।
আরো পড়ুন...
➜ General knowledge in bengali
➜ পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal
➜ ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা
➜ WBPSC Food SI GK Mock Test in Bengali
➜ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51)
Please do not enter any spam link in the comment box.